অনলাইনে আয় ইনকামের কথা ভাবছেন ? অনলাইন ইনকাম | Online Income পর্ব ০১

সম্মানিত ভিসিটরস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে থেকে অনলাইনে আয় এর মত  একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করার উদ্যোগ গ্রহণ করেছি। অনলাইন ইনকাম Online Income নিয়ে অনেক কথাবার্তা হবে তবে দেখে নেয়া যাক কাদের জন্য এই পোস্ট, যাদের মনের মাঝে নিচের প্রশ্ন বা টপিক গুলা নিয়ে বাসা বাঁধে, তাদের জন্যই  আর সেগুলো হলোঃ

অনলাইনে আয়

কিভাবে অনলাইনে ইনকাম করবো ? অনলাইন ইনকাম মোবাইল দিয়ে ? অনলাইন ইনকাম ২০১৯,অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট,অনলাইনে আয় ২০১৯, কিভাবে অনলাইনে অর্থ উপার্জন করবো ? ফ্রিল্যান্সিং কিভাবে শিখব ? ফ্রিল্যান্সিং কি এবং কেন ? ফ্রিল্যান্সিং আয় করতে চাই কিভাবে করবো ? ফ্রিল্যান্সিং শিখতে চাই হেল্প করবেন, ফ্রিল্যান্সিং এর কাজ কি,ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই, ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো,আউটসোর্সিং কোর্স কোথায় করবো ? আউটসোর্সিং এর ওয়েবসাইট নাম? আউটসোর্সিং কিভাবে শিখব ? আউটসোর্সিং কিভাবে শুরু করব? আউটসোর্সিং কাকে বলে, আউটসোর্সিং জব করতে চাই, ফ্রিল্যান্সিং এ সাফল্য পাচ্ছি না, টিপস চাই, জব পাচ্ছি না ফ্রিল্যান্সিং করবো।

অনলাইনে আয় ইনকামের কথা ভাবছেন ?

যাদের মধ্যে এমন চিন্তা ভাবনা ঘুরপাক খায় তাদের জন্য এই পোস্ট। আশা করি খুব মনোযোগ দিয়ে সবগুলা পর্ব পড়লে সাফল্য আসবে।

আগেই বলেছি একটু সময় নিয়ে পড়বেন। অর্থাৎ ধৈর্য ও সহ্য না থাকলে এই পোস্ট পড়ার দরকার নেই কারণ এই ধৈর্য ও সহ্য,কষ্ট বেদনা আপনার অনলাইনে আয় ইনকামের যে ক্যারিয়ারের কথা বলছি তার সাথে পরিপূরক। অনলাইনে অর্থ  উপার্জন করা কখনই সহজ ছিল না, নেই ও থাকবেও না। সুতরাং, আপনাকে আগে এই সম্বন্ধে বিস্তারিত জেনে বুঝে তারপর মাঠে নামতে হবে। যত শেখা, তত টাকা। অর্থাৎ শিখতে হবে,জানতে হবে ও নিয়মতান্ত্রিক কাজ চালিয়ে যেতে হবে।  উপার্জনের একটি নির্ভরযোগ্য জায়গা সন্ধান করছেন,  আপনি কিন্তু সহজেই অর্থ উপার্জন করতে পারবেন না।

এখন ইন্টারনেটের বিপ্লব চারিদিকে, আপনি ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করতে পারছেন না। আর কারনে এই ইন্টারনেট আমাদের জীবনে জড়িয়ে যাওয়ায় অনলাইন থেকেই কিভাবে ইনকাম করা যায় এই পথ খুঁজছে , অনেক পথ ও রয়েছে, সাফল্য পেয়েছে মানুষ আবার কেও অজ্ঞতা, অদক্ষতার  কারণে সাফল্যও পাচ্ছে না।  কেও আবার প্রশিক্ষণের নামে প্রতারিত হচ্ছেন। ফলে অনলাইনে ইনকামের জন্য দরকার সঠিক নির্দেশনা।

শুরু করার আগে ধৈর্যের কথা বলেছিলাম মনে আছে এবার কিছু কঠিন কথা শুনতে হবে আপনাকে। ধরুন আপনি এইচ এস সি পাশ করেছেন তাহলে মিনিমাম ১২-১৩ বছর প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেছেন। আবার অনার্স লেভেল পাশ করেছেন মানে ১৫-১৭ বছর সময় দিয়েছেন গাড়ি ঘোড়ায় চলবেন বলে। আর ঠিক এই প্রাতিষ্ঠানিক পড়ালেখা গণ্ডী বের হয়েই চাকরি খুঁজছেন বা ক্যারিয়ারের কথা ভাবছেন। অনেকের তো ফরজের রুপ ধারণ করে। আর এই চিন্তিত সময়ে আপনি কারো মুখ থেকে শুনলেন অমুক ফ্রিল্যান্সিং করে কোটিপতি – লাখপতি, তাহলে তো আমিও করবো এমন মনে হতে পারে। তবে আপনার মনে তখন সুখের খই ফোটে, ফ্রিল্যান্সিং করে কিছু একটা করে ফেলবেন। একটা বার চিন্তা করে দেখেছেন আপনি চাকরি পাবার আশায় ১৫-১৭ বছর পড়াশোনা করলেন আর ফ্রিল্যান্সিং করবেন দু একদিনে ? আসলে কি জানেন ইনকামের শর্টকাট কোন রাস্তা নেই!

এখন তাহলে কি করবেন ? প্রথমত, আপনাকে প্লান করতে হবে, টার্গেট করতে হবে। দুটি জিনিস আবশ্যক হবে ০১) ইন্টারনেট ০২) ল্যাপটপ/ কম্পিউটার। যদি ফোন দিয়ে ইনকাম করতে চান, তাহলে এই পোস্ট আপনার জন্য না।  আপনি কি কাজ পারেন এইটা বড় কথা, সেটা নিয়েই আউটসোর্সিং শুরু করে দিন, যদি মনে করেন আমি কিছুই পারি না তাহলে ইন্টারনেট ( গুগল+ইউটিউব ) থেকে যে কোন একটা বিষয়কে ফোকাস করে শিখতে থাকুন। টেবিল চেয়ার আর কম্পিউটার কে বন্ধু বানিয়ে নিন।  এখন বাংলাই অনেক টিউটোরিয়াল করে যা ফ্রিতে ইউটিউবে পাবেন, আমাদের সময় এত সরবরাহ ছিলো না।

চেইন সিরিজের ইন্ট্রো এই পর্যন্ত । আলাদা আলাদা বিষয়ের উপর প্রতিটি পর্ব স্টেপ বাই স্টেপ ধারাবাহিক বর্ণনা ও হাতে কলমে দেখিয়ে দেয়া হবে , এই পর্যন্ত এই পোষ্ট টি বারংবার পড়ুন, প্লান করুন, সময় দিন।

সব সময়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুনঃ ? The Next Web BD

কপিরাইটঃ বিডি নেক্সট ওয়েব

কিভাবে অনলাইনে ইনকাম করবো, অনলাইন ইনকাম মোবাইল দিয়ে, অনলাইন ইনকাম ২০২০,অনলাইনে ইনকাম বাংলাদেশী সাইট,অনলাইনে আয় ২০২০, অনলাইনে অর্থ উপার্জন,  ফ্রিল্যান্সিং কিভাবে শিখব, ফ্রিল্যান্সিং কি এবং কেন, ফ্রিল্যান্সিং আয় করতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই, ফ্রিল্যান্সিং এর কাজ কি,ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং কাকে বলে,ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো,আউটসোর্সিং কোর্স কোথায় করবো, আউটসোর্সিং এর ওয়েবসাইট নাম, আউটসোর্সিং কিভাবে শিখব,আউটসোর্সিং কিভাবে শুরু করব,আউটসোর্সিং কাকে বলে,আউটসোর্সিং জব করতে চাই, ফ্রিল্যান্সিং টিপস, অনলাইন জব,অনলাইন জব করার উপায়,অনলাইনে আয় করার সহজ উপায় , online income bd 2020, bd online income tips, online income bd payment, online earning opportunities in bangladesh,bd online income sites

2 thoughts on “অনলাইনে আয় ইনকামের কথা ভাবছেন ? অনলাইন ইনকাম | Online Income পর্ব ০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *