জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩ NU Honours Admission 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স ১ম বর্ষের ভর্তি ২০২১-২০২২ সকল তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া আমাদের বিডিনেক্সটওয়েব ওয়েবসাইটে সকল তথ্য আপডেট করেছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজ সমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে  বিকাল ৪টা থেকে শুরু হয়ে ০৯ জুন ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পুরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- টাকা, কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি NU Honours Admission 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি (NU Honours Admission 2022) কার্যক্রমে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন শুরু২২ মে ২০২২ (বিকাল ৪ টা)
আবেদন শেষ০৯ জুন ২০২২ রাত ১২ টা
আবেদন ফি দেয়ার সময়২৩ মে থেকে ১১ জুন ২০২২ পর্যন্ত
১ম মেধাতালিকা২০ জুন ২০২২
১ম পর্যায়ে ভর্তি২৮ জুন ২০২২ তারিখ
অনার্স ১ম বর্ষে ভর্তিNU Honours Admission 2022

অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদনের যোগ্যতা ২০২২

  1. বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উনুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০
  2. ২০২০-২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম জিপিএ ৩.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  3. বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উনুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যুনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  4. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র নিম্ন দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। এইচ.এস.সি. (ভোকেশনাল), এইচ.এস.সি. (বিজনেস্‌ ম্যানেজমেন্ট) ও ডিপ্রোমা-ইন- কমার্স প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যোগ্য বিষয় নির্ধারণ করা হবে । উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
  5. ২০১৮/২০১৯ সালের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে “বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০/২০২১ সালের পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীকে ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে
  6. বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও সকল ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।
  7. একই শিক্ষার্থি যদি দুইটি পদে আবেদন করে তাহলে উভাই ভর্তির আবেদন বাতিল বলে গন্য হবে।

বিভাগ ভিত্তিক জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ন্যূনতম যোগ্যতার ছকঃ  

শাখা / গ্রুপএসএসসি ২০১৮/২০১৯এইচএসসি ২০২০/২০২১
মানবিক৩.৫০৩.০
ব্যবসায় শিক্ষা৩.৫০৩.৫০
বিজ্ঞান৩.৫০৩.৫০

 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর সার্কুলার ইমেজ 

 

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

pdf download

আবেদন ফরমের সাথে যা যা জমা দিতে হবেঃ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। তারপর উক্ত আবেদন ফরমের সাথে প্রার্থীর SSC ও HSC / সমমান পরিক্ষার সত্যায়িত নম্বরপত্র/মার্কশীট এর ফটোকপি এবং প্রার্থীর SSC ও HSC / সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এবং আবেদন ফি বাবত ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি, অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, অনার্স ভর্তি ২০২২ কবে থেকে শুরু, অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২২, অনার্সে ভর্তি হওয়ার নিয়ম,  অনার্স অনলাইন আবেদন, অনার্স আবেদন, অনার্স আবেদন ২০২২, অনার্স আবেদন করতে কি কি লাগবে, অনার্স আপডেট নিউজ,অনার্স করতে কত পয়েন্ট লাগে, অনার্সের খবর, অনার্স পরীক্ষার খবর, অনার্স ভর্তির খবর, অনার্স এর খবর, অনার্স গ্রেড পয়েন্ট,

অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগে, অনার্স নোটিশ, অনার্স নোটিশ ২০২২, অনার্স নাম সংশোধন, অনার্সের নিয়ম,অনার্স ভর্তি আবেদন ২০২২, অনার্স ভর্তি ২০২১-২০২২, অনার্স ভর্তি ২০২২-২০২২, অনার্স মানবিক শাখার বিষয় সমূহ, অনার্স মান বন্টন, অনার্স ভর্তির যোগ্যতা, অনার্স ভর্তির যোগ্যতা 2022,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *