আপনার মনে হতে পারে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খোলার চেয়ে ইউটিউব চ্যানেল তৈরী করা কঠিন। তবে এটা আপনার ভূল ধারনা।আপনার যদি মনে হয় ইউটিউব চ্যানেল তৈরী করা কঠিন তাহলে এই পোস্ট টা আপনার জন্য।এখানে অতি সহজে ইউটিউব চ্যানেল প্রক্রিয়া আমরা দেখাবো শুধুমাত্র আপনার জন্য।
ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম
ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যঃআপনি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন। কিন্তু কি কারণে আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন? অর্থাৎ ইউটিউবে চ্যানেল খোলার জন্য আপনার মোটিভেশন কি? আপনি ইউটিউবে চ্যানেল খুলে যেকোনো বিষয়ে ভিডিও বানাতে পারেন। উদাহরণস্বরূপ, কিভাবে ওয়েব ও মোবাইল অ্যাপস প্রোগ্রাম করতে হয় তা সম্পর্কে জানাতে পারেন। অথবা শর্ট ফিল্ম তৈরি করে ভালো গল্প শেয়ার করতে পারেন। অথবা নতুন ডিভাইস বা ভিডিও গেমসের রিভিউ দিতে পারেন।
আপনার চ্যানেল এর টপিকস সিলেক্ট হয়ে গেলে এবার আসুন চ্যানেল খোলার নিয়মঃ
ইউটিউব চ্যানেল তৈরির পূর্বে যা জানতে হবে
ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। যথা:
- গুগল অ্যাকাউন্ট তৈরি।
- গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে নতুন ইউটিউব চ্যানেল তৈরি।
- প্রোফাইল ফটো, কভার আর্ট আপলোড।
- চ্যানেল অপটিমাইজ।
- ভিডিও আপলোড।
নতুন ইউটিউব চ্যানেল তৈরিঃ
১. ইউটিউবে লগইন বা signin করুনঃ প্রথমে আপনাকে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে। ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে একদম ওপরে ডানদিকে আপনি “sign in” বলে একটি লিংক দেখবেন। আপনি সেই signin button এ ক্লিক করুন।
২. নিজের gmail account দিয়ে লগইন করুন
এখন YouTube এ গিয়ে Sign in এ ক্লিক করার পর আপনি একটি web page দেখবেন যেখানে আপনাকে নিজের Google বা Gmail একাউন্টের Id এবং password দিয়ে লগইন করতে বলা হবে। আমি আগেই বলেছি যে, YouTube google company র একটি সার্ভিস এবং তাই YouTube এ লগইন করতে আপনার নিজের জিমেইল একাউন্টের ব্যবহার করতে হবে।
৩. YouTube চ্যানেল তৈরি করুন
নিজের জিমেইল একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন করার পর আপনি YouTube dashboard এ লগইন হয়ে যাবেন।
এখন আপনাকে চ্যানেল খোলার জন্য সবচে আগেই YouTube dashboard এর সবচে ওপরে ডানদিকে শেষে থাকা ছোট্ট “profile Icon” টিতে ক্লিক করতে হবে। ভালোকরে জানার জন্য আপনি নিচে দেয়া ছবিটি দেখুন।
৪। YouTube profile icon এ ক্লিক করার পর আপনি কিছু options দেখবেন। এই option গুলির মধ্যে সোজাসোজি “My channel” অপশনে ক্লিক করুন।
৫। My channel অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে YouTube একটি পেজ দেখাবে যেখানে লেখা থাকবে “Use YouTube as” লেখা থাকবে এবং তার নিচে দুটো ছোট ছোট বাক্স দেয়া থাকবে। সেই ছোট্ট বাক্স গুলিতে আপনাকে নিজের চ্যানেলের জন্য নাম লিখে দিতে হবে।
মানে, যেরকম ওপরে ছবিটিতে আপনি দেখছেন আমরা বাক্সটিতে “বাংলা টেকনোলজি” লিখেছি। কারণ আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের নাম বাংলা টেকনোলজি রাখতে চেয়েছি।
তাই, ঠিক তেমন কোরে আপনি নিজের চ্যানেলের নাম সেই দুটো বাক্সতে লিখুন যা আপনি দিতে চান এবং নিচে “Create Channel” এ ক্লিক করুন।
Congratulations, দেখো সোজাসোজি বলতে গেলে আপনার চ্যানেল তৈরি হয়েগেছে এবং আপনি এখন নিজের চ্যানেল edit, design বা তাতে ভিডিও আপলোড করতে পারবেন।
Create channel এ ক্লিক করার পর আপনি পরের পেজে দুটো অপশন দেখবেন। একটি হলো “Creator studio” এবং আরেকটি “Customize channel“.
Customize channel অপশনে গিয়ে আপনি নিজের ইউটিউব চ্যানেল customize করতে পারবেন। মানে, আপনি নিজের চ্যানেলে প্রোফাইল পিকচার, background ছবি (Channel art), description, About এরকম ধরণের জিনিস লাগাতে এবং আপডেট করতে পারবেন।
Creator studio অপশনে গিয়ে আপনি নিজের চ্যানেলের জন্য অনেক রকমের সেটিংস (settings) করতে পারবেন। যেমন channel settings, video manager, আপনার চ্যানেলে কয়টা subscribers হলো, ভিডিওতে কতটা views (দেখা) হয়েছে।
আপনি এই দুটো অপশনে নিজে গেলেই বুঝতে পারবেন যে অপশন গুলি দিয়ে আপনি কি কি করতে পারবেন। Customize channel এবং Creator studio এই দুটো অপশনে পরেদিয়ে যাওয়ার জন্য আপনি YouTube dashboard এর একদম ওপরে ডানদিকে থাকা profile icon এ ক্লিক করুন। এতে আপনি creator studio অপসন দেখবেন।
যদি আপনি Customize channel অপশনে যেতে চান, তাহলে creator studio তে গিয়ে “View channel” এ ক্লিক করুন।
ইউটিউব চ্যানেল তৈরি,ইউটিউব চ্যানেল তৈরির নিয়ম,কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন,ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম,ইউটিউব চ্যানেল তৈরি করুন,ইউটিউবে আয় কেমন,ইউটিউবে আয়ের হিসাব, ইউটিউবের আয়, ইউটিউবে আয় করার নিয়ম, ইউটিউবে আয়ের উপায়, ইউটিউব থেকে আয় করার উপায়, ইউটিউবে টাকা আয় করার উপায়, youtube থেকে আয় করার উপায়,ইউটিউব থেকে আয় করার সহজ উপায়,youtube এ আয় করার নিয়ম,ইউটিউব থেকে আয় করার নিয়ম,ইউটিউবে ইনকাম করার নিয়ম, ইউটিউবে কিভাবে আয় হয়, ইউটিউবে কত আয় করা যায়, ইউটিউব চ্যানেলে আয়, ইউটিউবে টাকা আয়, youtube টাকা আয়, ইউটিউব থেকে টাকা আয়, youtube থেকে টাকা আয়, ইউটিউবের মাধ্যমে আয়, ইউটিউবে কিভাবে আয় করা যায়, youtube এ কিভাবে আয় করা যায়, কিভাবে ইউটিউবে আয় করা যায়, ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়,
ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল থেকে আয়, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব চ্যানেল সেটিং, ইউটিউব চ্যানেল ভেরিফাই, ইউটিউব চ্যানেল আইডিয়া, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, ইউটিউব চ্যানেল ইউটিউব
ইউটিউব চ্যানেল থেকে ইনকাম, ইউটিউব চ্যানেল ইনকাম, ইউটিউব চ্যানেল খোলার উপায়, ইউটিউব চ্যানেল এসইও, ভালো ইউটিউব চ্যানেল এর নাম, ইউটিউব চ্যানেল ওপেন, ইউটিউব চ্যানেল কিভাবে খুলব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল কেমনে খুলে, ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায়, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে, ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলুন, ইউটিউব চ্যানেল খোলার সিস্টেম, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম, ইউটিউব চ্যানেল খোলার, ইউটিউব চ্যানেল চালানোর নিয়ম, কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আয় করা যায়, ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি, ইউটিউব চ্যানেল বানানো, ইউটিউব চ্যানেল সাজানো, ইউটিউব চ্যানেল সমাচার, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়