ইউটিউব থেকে আয় করার উপায়-ইউটিউবে আয় পর্ব ০১

আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, তাহলে আপনি প্রথমে ইউটিউব কে বাছাই করতে পারেন। কারণ অনলাইনে থেকে আয়-ইনকাম করার জন্য সবচেয়ে সহজ এবং লাভদায়ক বিষয় হল ইউটিউব।  বর্তমানে ইউটিউব শব্দটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন প্রায় সকল প্রকার কাজে ইউটিউব এর ব্যবহার অতুলনীয়। তাই অনলাইন জগতে ইউটিউব হতে পারে আপনার প্রথম পছন্দ। তো চলুন দেখি, ইউটিউব থেকে আয় করার উপায় জেনে নিই।

ইউটিউব থেকে আয় করার উপায়

ইউটিউব থেকে আয় করার উপায়

পৃথিবীতে ইউটিউব শব্দ অতি পরিচিত। যারা ইন্টারনেট চালায় এমন কোন ব্যাক্তি নেই যে ইউটিউব ব্যবহার করেন না । বিনোদন , শিক্ষা, খেলা-ধুলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না ও ভ্রমণ ইত্যাদি থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে এই ইউটিউবে। তাই বর্তমানে অর্থ উপার্জনেরও একটি জনপ্রিয় মাধ্যম হলো এই ইউটিউব।অনেকে সহজে বাসাই বসে কোন ইনভেষ্ট ছাড়াই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ।তাই আপনিও এই কাজটি করতে পারেন । কিছু টেকনিক আর দক্ষ হয়ে,  অল্প কষ্ট ও অল্প পরিশ্রমের মধ্যে আপনিও শুরু করতে পারেন।ইউটিউবে চ্যানেল তৈরি করে আপনি যেমন স্বাধীনভাবে কাজ করতে পারেন, তেমনই আয় করতে পারেন। নিচের সহজ স্টেপগুলা জেনে নিন, তারপর ধারবাহিক পর্বে বিস্তারিত দেখানো হবে।

চ্যানেল বানানঃ-

প্রথমে আপনাকে অনেক গুলি বিষয়ের খেয়াল রাখতে হবে প্রথমে আপনাকে চ্যানেল বানানোর জন্য “ইউটিউব ওয়েবসাইটে” যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনার প্রথমে নিজের Gmail আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউব এ লগইন করতে হবে।

কোন বিষয়ের উপর আপনি খুলবেনঃ-

প্রথমেই আপনাকে ভাবতে হবে বা ঠিক করতে হবে যে আপনি কোন বিষয় এর উপর কাজ করবেন। যেমনঃ ভ্রমণ, ফানি ,শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, রান্না, ফ্যাশন ভিডিওসহ নানা বিষয় নিয়ে ইউটিউবে চ্যানেল তৈরি করা যেতে পারে। তবে যেকোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে চ্যানেল তৈরি করলে চ্যানেলটি দর্শকের কাছে বেশি গ্রহণযোগ হয়ে থাকে। তাই উচিত আপনি যে বিভাগে দক্ষ ও আত্মবিশ্বাস আছে এমন ভালো বিষয় বেছে নিওয়া।

চ্যানেলের নাম তৈরীঃ-

চ্যানেলকে র‍্যাংক করাতে হলে নামের কোন জুড়ি নাই।  ইউটিউবের বড় একটি ধাপ হল নাম তৈরী, সুন্দর নাম হলেই অনেকেই ভিডিও দেখতে আগ্রহী হন। আপনার ভিডিওর বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চ্যানেলের একটি স্বতন্ত্র নাম দিতে পারেন।

ইউটিউবে আয় যেভাবে হয়ে থাকেঃ 

আপনি হয়তো জানেন যে বেশিরভাগ ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে থাকে।  এই বিজ্ঞাপন আসে মূলত গুগল এর কাছ থেকে। বিভিন্ন কোম্পানি জনপ্রিয় গুগলের কাছে তাদের এড দেখাতে চাই,  ফলে নির্দিষ্ট সময়ের জন্য গুগল একটা এমাউন্ট চার্জ করে ঐ সব কোম্পানির কাছে।  গুগল যে অর্থ পায় সেটা থেকে ৬৮% অর্থ আপনাকে দেয়। আর তারা ৩২% রেখে দেয়।

আবার ইউটিউব চ্যানেলটির দ্বারা আপনি বিভিন্ন এফিলিয়েট কোম্পানির সঙ্গে চুক্তিতে যেতে পারেন,  যে তাদের পণ্যের লিংক তার ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দিতে হবে এবং ভিডিওর মধ্যে তাদের এ পণ্যটির কথা বলতে হবে।যখনই কেউ সেই লিংকে ক্লিক করে পণ্যটি ক্রয় করেন, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তখন আপনি কমিশন হিসেবে পাবেন।  বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইউটিউবাররা নির্দিষ্ট কোনো কোম্পানীর নাম বলছেন। এতে বুঝবেন, এটা স্পন্সরশীপ। এটা কিছুটা এমন যে, আপনার একটি টিভি চ্যানেল আছে এবং সেখানে বিজ্ঞাপনের মাধ্যম অর্থ উপার্জন করা যায়।

সাধারণত যেসব ইউটিউবারের অনেক ফ্যান থাকে, তারা তখন সেই চ্যানেলের লোগো দিয়ে পন্য তৈরী করে সেটা চ্যানেলের ফ্যানদের কাছে বিক্রি করতে পারেন। এভাবেও অনেক ইউটিউবার অর্থ উপার্জন করছেন।


ইউটিউবে আয় কেমন,ইউটিউবে আয়ের হিসাব, ইউটিউবের আয়, ইউটিউবে আয় করার নিয়ম, ইউটিউবে আয়ের উপায়, ইউটিউব থেকে আয় করার উপায়, ইউটিউবে টাকা আয় করার উপায়, youtube থেকে আয় করার উপায়,ইউটিউব থেকে আয় করার সহজ উপায়,youtube এ আয় করার নিয়ম,ইউটিউব থেকে আয় করার নিয়ম,ইউটিউবে ইনকাম করার নিয়ম, ইউটিউবে কিভাবে আয় হয়, ইউটিউবে কত আয় করা যায়, ইউটিউব চ্যানেলে আয়, ইউটিউবে টাকা আয়, youtube টাকা আয়, ইউটিউব থেকে টাকা আয়, youtube থেকে টাকা আয়, ইউটিউবের মাধ্যমে আয়, ইউটিউবে কিভাবে আয় করা যায়, youtube এ কিভাবে আয় করা যায়, কিভাবে ইউটিউবে আয় করা যায়, ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়,

ইউটিউব চ্যানেল তৈরি,ইউটিউব চ্যানেল তৈরির নিয়ম,কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন,ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম,ইউটিউব চ্যানেল তৈরি করুন,ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল থেকে আয়, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব চ্যানেল সেটিং, ইউটিউব চ্যানেল ভেরিফাই, ইউটিউব চ্যানেল আইডিয়া, ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়, ইউটিউব চ্যানেল ইউটিউব, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম, ইউটিউব চ্যানেল ইনকাম, ইউটিউব চ্যানেল খোলার উপায়, ইউটিউব চ্যানেল এসইও, ভালো ইউটিউব চ্যানেল এর নাম, ইউটিউব চ্যানেল ওপেন, ইউটিউব চ্যানেল কিভাবে খুলব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল কেমনে খুলে, ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায়, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে, ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলুন, ইউটিউব চ্যানেল খোলার সিস্টেম, ইউটিউব চ্যানেল খুলে ইনকাম, ইউটিউব চ্যানেল খোলার, ইউটিউব চ্যানেল চালানোর নিয়ম, কিভাবে ইউটিউব চ্যানেল থেকে আয় করা যায়, ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি, ইউটিউব চ্যানেল বানানো, ইউটিউব চ্যানেল সাজানো, ইউটিউব চ্যানেল সমাচার, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *