ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া – ইউটিউবে আয় পর্ব ০৩

অনলাইনে আয়ের অন্যতম একটি হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি ।২০০৫ সালে YouTube এর যাত্রা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত অনেক দূর এসেছে।গান,নাচ,মজার ভিডিও,শিক্ষামূলক ভিডিও সহ  সব কিছুই পাবেন ইউটিউবে।ইউটিউবে ভিডিও আপলোড করে কোটি টাকা আয় করছেন এমন অনেক মানুষই রয়েছেন।  কি ভিডিও বানান তিনি? ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া কিভাবে জেনারেট করলেন,  তেমন বড় ধরণের আইডিয়া বা কঠিন বিষয় না, অনলাইনে গেম খেলেন আর সেগুলোর স্ক্রিন শট নেন। এটাই তার ভিডিও। তবে একটা কারিশমা আছে। সেটা হচ্ছে, গেম খেলার পাশাপাশি তিনি কমেন্টারি করনে।

ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া

ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া

অনেকেই ইউটিউবে কাজ করে থাকি কিন্তু আমাদের ভিডিও খুব একটা ভাল ফলাফল দেয় না।এর কারন আপনার ভিডিও টি হয় তো মান সম্মত নয়।আবার দেখা যায় আপনারা মধ্যে অনেকেই আছেন যারা দিন ভর চিন্তা করেন যে কি নিয়ে ভিডিও বানালে ভাল ভিউ পাবেন।কিন্তু দিন শেষ ভাল কোন আইডিয়া না পেয়ে এ্যাডাল্ট  ভিডিও বানানোর চেষ্টা করেন।অথবা এমন কিছু নিয়ে ভিডিও বানান যার কোন মূল্য নেই।ইউটিউব থেকে আয় করতে  আপনাকে প্রচুর সাবস্ক্রাইবার এবং দর্শক পেতে হবে। অধিকাংশ ইউটিউবার ভিডিও তৈরির জন্য ভাল আইডিয়া নিয়ে ভাবেন না, যেনতেন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ছেড়ে দেন। ফলে সেভাবে জনপ্রিয়তা পান না। অনেকে আবার টেলিভিশন নাটকগুলো থেকে এডিট করে ভিডিও ছাড়েন, কিংবা দিয়ে দেন পুরো নাটকটিই। এটা একদিকে কপিরাইট ভায়োলেশন, আরেক দিকে নিজস্ব সৃষ্টিশীলতা নেই বলে দর্শক হারান।

আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভালো ইনকাম করতে চান এবং ইউটিউবে সফল হতে চান, তাহলে অবশই একটি লাভজনক এবং ভালো চ্যানেল আইডিয়া নিয়ে শুরু করতে হবে। এমন একটি সবার থেকে আলাদা বিষয় ভাবতে হবে, যেই বিষয়ে প্রতিযোগিতা কম, যে বিষয়ে লোকেরা মানুষ দেখতে পছন্দ করবে এবং যেই বিষয় আজকাল অনলাইন অনেক খুব জনপ্রিয়।

আজকে আপনাদের দেখাবো ৫ টি জনপ্রিয় আইডিয়া যেগুলো অনুসরন করে আপনিও হতে পারেন একজন সফল ইউটিউবারঃ

১।Product review চ্যানেলঃ

বর্তমানে যেকোনো ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট যেমন মোবাইল ,ল্যাপটপ বা অন্য যেকোনো প্রোডাক্ট এর রিভিউ খুব জনপ্রিয়তা পাচ্ছে। আপনি বা যেকোনো লোকেই হোক না কেন, আমরা যেকোনো electronic প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টের বেপারে অনলাইন রিভিউদেখেই এইটা নির্ধারিত করি যে product টি ভালো হবে কি না। Online review দেখে আমরা অনেক সহজে যেকোনো electronic product এর features, function এবং তার কাজের বেপারে জানতে পারি।এক্ষেত্রে, আপনি যদি একটি প্রোডাক্ট রিভিউ চ্যানেল বানান, তাহলে সেই চ্যানেলের ভবিষৎ আমার মতে অনেক ভালো। আপনি কেবল, নতুন নতুন electronic product যেমন mobile, laptop আদি ব্যবহার করে তাদের function, feature, এবং সেই প্রোডাক্ট ব্যবহার করে আপনার কিরকম লাগলো, এগুলির ওপরে ভিডিও বানান। বিশ্বাস করুন, লোকেরা অনলাইন বিভিন্ন প্রডাক্টের রিভিউ দেখে অনেক ভালো পান।

২। Entertainment YouTube channel

আজকের এই যুগে, টিভি দেখে এমন লোকের সংখায় খুবই কম। আজ, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক লোকেরা নিজের smartphone এ ইউটিউব ব্যবহার করছেন। এবং, সব থেকে বেশি যেই বিষয়ে ইউটিউবে ভিডিও দেখা হয় সেটা হলো “entertainment“।Entertainment চ্যানেল বললে তার মধ্যে অনেক রকমের বিষয় বা টপিক নিয়ে আপনি চ্যানেল বানাতে পারবেন। যেমন, Funny এবং comedy চ্যানেল, short story ভিডিও চ্যানেল এবং এরম আরো অনেক।যেকোনো একটি চ্যানেল যেখানে আপনি, এমন কিছু নিজের বানানো ভিডিও আপলোড করছেন যেগুলি দেখে লোকেরা আনন্দিত (entertain) হচ্ছেন সেই চ্যানেলকেই একটি Entertainment চ্যানেল বলা যেতে পারে।

৩। Food recipe & cooking channel

আপনি যদি নতুন নতুন খাবার বানাতে ভালো পারেন পান, তাহলে একটি Food recipe এবং cooking চ্যানেল আপনি অবশই বানাতে পারবেন। এমনিতে অনেক লোকেরা food recipe এবং কোন খাবার বানাতে কি কি জিনিসের প্রয়োজন সেগুলি জানতে অবশই চান।কিন্তু, যখন আপনি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ খাবার বানিয়ে দেখাবেন এবং লোকেদের শিখাবেন, তখন এর থেকে ভালো খাবার বানানো শেখার আর অন্য কোনো উপায় নেই।আপনার কাছে যদি নতুন নতুন খাবার রেসিপি আছে, তাহলে অবশই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করুন। লোকেরা সব সময় নতুন নতুন snacks এবং food recipe র বেপারে জানতে চান।

৪।Food Review:

আপনার নিজের শহরে বা অন্য শহরে বিভিন্ন খাবার টেস্ট করতে ভালোবাসেন।তাহলে আপনি খুলতে পারেন একটি  ফুড রিভিউ ইউটিউব চ্যানেল।দেশ বিদেশের হরেক রকম খাবার এর ভিডিও বানাতে পারেন।কোন হোটেলের কোন খাবার টা আপনার ভালো লাগছে ।কোন খাবারের মান কেমন এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন।তবে এক্ষেত্রে আপনার বচন ভংগি অবশ্যই ভালো হতে হবে।

৫। Health & fitness

আপনার যদি health এবং fitness নিয়ে  ভালো জ্ঞান আছে, তাহলে একটি health & fitness নিয়ে চ্যানেল আপনি বানাতে পারেন। লোকেদের সাধারণ স্বাস্থ নিয়ে কিছু সুবিধা অসুবিধা সবসমই থাকে।এবং, এই বিষয়ে আপনি যদি সঠিক তথ্য এবং জ্ঞান নিয়ে ভিডিও বানান, তাহলে চির জীবন আপনার বানানো ভিডিও আপনাকে অনেক লাভ দিতে পারবে। যেমন, পাতলা কিভাবে হবেন, মোটা কিভাবে হবেন, যেকোনো সাধারণ স্বাস্থর সমস্যার সমাধান দেয়া।এগুলি নিয়ে ইউটিউবে অনেক সার্চ হয় এবং চ্যানেলের এই বিষয় অনেক লাভজনক।


ইউটিউব চ্যানেল খোলার নিয়ম,ইউটিউব চ্যানেল তৈরি,ইউটিউব চ্যানেল সেটিং,ইউটিউব চ্যানেল বিক্রি,ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো,
ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়,ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি,ইউটিউব চ্যানেলের,ইউটিউবের চ্যানেল,ইউটিউব এ চ্যানেল খোলার নিয়ম,ইউটিউব এ চ্যানেল দাও,ইউটিউব এ চ্যানেল ভিডিও,ইউটিউব এ চ্যানেল কিভাবে খুলে,ইউটিউব এ চ্যানেল খোলা,ইউটিউব এ চ্যানেল কিভাবে খুলবো,ইউটিউব চ্যানেল কি,ইউটিউব চ্যানেল কি করে খুলবো,camera ইউটিউব চ্যানেল,কি ভাবে ইউটিউব চ্যানেল খুলবো,কি করে ইউটিউব চ্যানেল খুলবো,কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়,general ইউটিউব চ্যানেল,ইউটিউব চ্যানেল আই লাভ ইউ,ইউটিউব চ্যানেল ল,
launcher ইউটিউব চ্যানেল,ইউটিউব চ্যানেল নিউ,note ইউটিউব চ্যানেল,নিউ ইউটিউব চ্যানেল,ইউটিউব চ্যানেল pdf,ইউটিউব চ্যানেল এর নাম,ইউটিউব চ্যানেল টি দাও,ইউটিউব টি চ্যানেল,ইউটিউব চ্যানেলের ভিডিও গান,ইউটিউব চ্যানেল ভিডিও,ইউটিউব চ্যানেল ভিডিও সং,bdnextweb.com,ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *