প্রতিটি মানুষই এখন ব্যস্ত। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম সময় মানুষ এখন যোগাযোগ করছে প্রতিনিয়ত। তাই সময় ও সহজ লভ্যতার কথা চিন্তা করে, ‘ইউ ক্যাশ’ তার গ্রাহকের জন্য নিয়ে এসেছে ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং। UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান UCash। আপনি দেশের যেকোন মোবাইল নাম্বার থেকে *268# নাম্বারে ডায়াল করে খুব সহজেই ‘ইউ ক্যাশ’ একাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারেন। এখন ‘ইউ ক্যাশ’ একাউন্ট খুলতে মাত্র কয় একটি ধাপ সম্পূর্ন করে পিন সেট আপ করে চালু করা যাবে ‘ইউ ক্যাশ’ একাউন্ট। ‘ইউ ক্যাশ’ একাউন্ট খোলার এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন দেশের সকল মোবাইল অপারেটরের গ্রাহকরা। আপনার নিজের UCash একাউন্ট খুলতে ও ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম সমূহ নিম্নে দেওয়া হল:
ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি ব্যাংক) বাংলাদেশ এর একটি বেসরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৩ সালের ২৭ জুন। বর্তমান এটি মোবাইল ব্যাংকিং চালু করেছে। তাদের মোবাইল ব্যাংকিং এর নাম দেয়েছে ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং। বর্তমান বাংলাদেশে ইউ ক্যাশ মোবাইল ব্যাংকিং আনেক লোক ব্যবহা্র করছে। আপনি UCash অ্যাকাউন্ট খোলার পর আপনার একাউন্টে টাকা জমা করতে পারবেন এবং আপনার ফরম জমা দেওয়ার পর কাগজপত্র যাচাইয়ের পর আপনি টাকা পাঠাতে বা পেমেন্ট করতে পারবে খুব সহজে।
UCash অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, চলুন সে সম্পর্কে জেনে আসি,
প্রথমে আপনার কাছাকাছি ইউক্যাশ এজেন্ট এর কাছে আপনার মোবাইল ফোন নিয়ে যান,
আপনার জাতীয় আইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর একটি ফটোকপি,
২ কপি পাসপোর্ট সাইজের ছবি মনেকরে আপনার ছবিতে স্বাক্ষর দিবেন,
সঠিকভাবে সব তথ্য সরবরাহ করে ফরম পূরন করুন,
ভবিষ্যতে রেফারেন্সের জন্য UCash এজেন্ট থেকে ফর্ম একটি কপিবা গ্রাহক কপি অবশ্যই নিবেন,
একাউন্ট খোলার পর,আপনার ফোন থেকে *268# ডায়াল করুন
আপনার ফোন থেকে UCash মেনুতে গিয়ে পাসওয়ার্ড দিন,
আপনার UCash অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পিন নাম্বার পরিবর্তন করুন ।
UCash অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম, UCash মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম, ইউ ক্যাশ অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, ইউ ক্যাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম, UCash অ্যাকাউন্ট করতে চাই,