উন্নত দেশ বলতে ঐ সকল সার্বভৌম দেশকে বুঝায় যারা অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চতর প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তরে। অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এ উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে উন্নত দেশ বলে। উন্নত দেশসমূহের জনগণের মাথাপিছু আয় খুব বেশি। মাথাপিছু আয় বৃদ্ধির কারণে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। এসব দেশে শিল্পখাত সম্প্রসারিত, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূল। এছাড়া উন্নত দেশসমূহে সকল জনগণের আবাসন, শিক্ষা সুবিধা ও স্বাস্থসেবা নিশ্চিত করা হয়।
একটি দেশের মানুষ ধনী বা দরিদ্র হোক না কেন, সেই অবস্থান বোঝার সর্বোত্তম উপায় হল তাদের ক্রয়ক্ষমতা নির্ধারণ করা। যা সে উপার্জন করে তা দিয়ে কি কিনতে পারে। তবে এক দেশের কোনো পণ্যের দাম অন্য দেশের সঙ্গে মিলবে না। এ কারণেই বিভিন্ন দেশের অর্থনীতির তুলনা করতে পিপিপির ভিত্তিতে জিডিপির আকার গণনা করা হয়। মূলত একটি দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য নমিনাল জিডিপিকে ‘পিপিপি ডলারে জিডিপিতে রূপান্তরিত করা হয়।
পৃথিবীর ১০ টি উন্নত দেশ
ক্রমিক নং | উন্নত দেশর নাম | রাজধানী |
০১ | লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ |
০২ | সিঙ্গাপুর | সিঙ্গাপুর |
০৩ | আয়ারল্যান্ড | ডাবলিন |
০৪ | কাতার | দোহা |
০৫ | সুইজারল্যান্ড | বের্ন |
০৬ | নরওয়ে | অসলো |
০৭ | যুক্তরাষ্ট্র | ওয়াশিংটন, ডি.সি. |
০৮ | ব্রুনেই দারুসসালাম | বন্দর সেরি বেগাওয়ান |
০৯ | হংকং | নাই |
১০ | ডেনমার্ক | কোপেনহেগেন |
পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ ,রাজধানী ও মাথাপিছু আয়
লুক্সেমবার্গ
এটি হলো ইউরোপ মহাদেশের একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র। এর রাজধানীর নামও লুক্সেমবুর্গ শহর। এ দেশটি বেনেলুক্স এবং ইউরোপীয ইউনিয়নের অন্তর্ভুক্ত। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল ১ লাখ ১৮ হাজার ডলার। এর আয়তন মোট ২,৫৮৬.৪ বর্গ কিলোমিটার।
সিঙ্গাপুর
এটি হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। এর রাজধানীর নামও সিঙ্গাপুর শহর। এর সরকারি নাম সিঙ্গাপুর প্রজাতন্ত্র।”সিঙ্গাপুর” নামটি আসে মালয় ভাষার সিঙ্গাপুরা থেকে। এর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার। এর আয়তন মোট ৭১৯.৯ বর্গ কিলোমিটার।
আয়ারল্যান্ড
এটি হলো উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। আধুনিক সার্বভৌম রাষ্ট্রটি আয়ারল্যান্ড দ্বীপের পাঁচ-ষষ্ঠাংশ নিয়ে গঠিত। দেশটির রাজধানী ডাবলিন যা আয়ারল্যান্ড দ্বীপের সর্ববৃহৎ শহর। এর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
কাতার
এটি হলো পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। দেশটির রাজধানীর নাম হল দোহা শহর। বেশির ভাগ লোক শহরে, বিশেষত রাজধানীতে বাসবাস করে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এটির পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার। এর আয়তন মোট ১১,৫৮১ বর্গ কিলোমিটার।
সুইজারল্যান্ড
এই দেশ ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র। তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। দেশটির রাজধানীর নাম হল বের্ন শহর। অন্যতম বিখ্যাত অন্য দুটি শহর হলো জুরিখ এবং জেনেভা। এই দেশের মুদ্রার নাম সুইস ফ্রাংক, গত বছর পিপিপি ডলারে দেশটির মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬০০ ডলার। সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।
নরওয়ে
এই দেশ উত্তর ইউরোপের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার সরকারি নাম নরওয়ে রাজ্য। দেশটির রাজধানীর নাম হল অসলো শহর। নরওয়ের পূর্বে সুইডেন, দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত। পিপিপিতে মাথাপিছু আয় ছিল ৭৯ হাজার ৬০০ ডলার। নরওয়ে ১৯টি রাজ্য নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজতান্ত্রিক রাষ্ট্র। নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ববিশিষ্ট রাষ্ট্র। এখানে প্রতি বর্গ কিলোমিটারে ১৬.৫৩ জন ব্যক্তির বাস। এর আয়তন মোট ৩,৮৫,২৫২ বর্গ কিলোমিটার।
যুক্তরাষ্ট্র
এই দেশ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি “আমেরিকা” নামেও পরিচিত। দেশটির রাজধানীর নাম হল ওয়াশিংটন, ডি.সি.। দেশটির পিপিপিতে মাথাপিছু আয় ৬৩ হাজার ৪১৬ ডলার। আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র যার আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গকিলোমিটার।
ব্রুনেই দারুসসালাম
এই দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। দেশটি বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। এর উত্তরে দক্ষিণ চীন সাগর, এবং বাকী সব দিকে মালয়শিয়া। দেশটির রাজধানী হলো বন্দর সেরি বেগাওয়ান। ব্রুনাই দুইটি আলাদা এলাকা নিয়ে গঠিত। এদের মধ্যে পশ্চিমেরটি বৃহত্তর। দেশটির আইনব্যবস্থা ইংরেজ ও ইসলামী শরিয়াহ দ্বারা প্রভাবিত। দুই এলাকাতেই সমুদ্র বন্দর আছে। এই দেশটির আয়তন মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার।
হংকং
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল গণচীনের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও মহানগরী। ম্যান্ডারিন চীনা ভাষায় হংকংকে শিয়াংকাং বলে। এটি উত্তরে চীনা প্রদেশ কুয়াংতুং এবং পূর্ব, পশ্চিম ও দক্ষিণে দক্ষিণ চীন সাগর দ্বারা সীমাবদ্ধ। পার্ল নদীর ব-দ্বীপের পূর্ব অংশে অবস্থিত, এই অঞ্চলে ২৬০ টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যার প্রধানটি হংকং দ্বীপ। হংকং বিশ্বের ১০ম বৃহত্তম রপ্তানিকারক ও ৯ম বৃহত্তম আমদানিকারক অঞ্চল। এর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৫৯ হাজার ৫২০ ডলার। স্বল্প কর, উত্তরাধিকার শুল্ক বিহীন, আমদানি বা রপ্তানির ওপর কোনো শুল্ক না থাকা হংকংয়ের অর্থনীতির অবস্থা এমন। এই দেশটির আয়তন মাত্র ২,৭৫৫ বর্গ কিলোমিটার।
ডেনমার্ক
এই দেশটি উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। বর্তমানে ডেনমার্ক জুটলান্ড উপদ্বীপের অধিকাংশ এলাকার উপর অবস্থতি একটি ক্ষুদ্র রাষ্ট্র। এছাড়াও রাষ্ট্রটি ডেনীয় দ্বীপপুঞ্জের বহু শত দ্বীপ নিয়ন্ত্রণ করে। ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর কোপেনহেগেন। ডেনমার্কের ৬০০ বছরের রাজধানী কোপেনহাগেনের বৃহত্তর অংশ জেলান্ডের পূর্ব উপকূলে অবস্থিত। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। ডেনমার্কের সবচেয়ে বড় র্যাঙ্কিং হলো, বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষে রয়েছে এটি এবং ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলির একটি। দেশটির পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৫৮ হাজার ৯৩২ ডলার। এই দেশটির আয়তন মোট ৪৩,০৯৪ বর্গ কিলোমিটার।
উন্নত দেশের মাথাপিছু আয় কত, বিশ্বের বিভিন্ন দেশের মাথাপিছু আয়, কোন দেশের মাথাপিছু আয় বেশি, দেশের নাম ও রাজধানী, দেশের নাম ও রাজধানীর নাম, দেশের রাজধানীর নাম, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের নাম, উন্নত দেশের তালিকা, বিশ্বের উন্নত দেশের তালিকা, উন্নত দেশ কাকে বলে, পৃথিবীর উন্নত দেশের তালিকা, উন্নত রাষ্ট্রের তালিকা,