উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স করুন! কম খরচে!

একথা অনস্বীকার্য যে গত কয়েক দশকের মধ্যে চীন সারা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যেরও বড় একটা অংশ দখল করে আছে চীনের পণ্য এবং দিনদিন বড় হচ্ছে তার পরিধি। তাই এদেশে প্রতিনিয়ত বাড়ছে চীন সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা।
চীনের কোম্পানীগুলোর সাথে যোগাযোগ স্থাপনের আমাদের দেশের এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে চীনা ভাষায় দক্ষ লোকের। দেশের চাহিদা অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান বৃদ্ধি পেলেও, বাড়ছেনা চীনা ভাষা জানা দক্ষ লোকের সংখ্যা। কারণ অন্যান্য ভাষার মতোই চীনা ভাষায় লেখা, পড়া ও বলার পর্যাপ্ত দক্ষতা অর্জণ করা সময়সাপেক্ষ ব্যাপার, তবে খুব কঠিন কিছু নয়।

চায়না ভাষা শিক্ষা কোর্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২২

বাংলাদেশে চায়না ভাষা শিক্ষার বড় একটি প্রতিষ্ঠান হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সময়ের সাথে বিভিন্ন প্রয়োজনে চায়না ভাষা আমাদের দেশে জনপ্রিয় হয়ে  উঠছে। সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চায়না ভাষা শেখার একটি আকর্ষণীয় প্রোগ্রাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চায়না ভাষা শেখার জন্য তথ্য জানতে চান তাদের জন্য এই অনুচ্ছেদটি সাজানো হয়েছে। যে কোন তথ্যের জন্য আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন।

চীনা ভাষা বা মান্দারিন মূলত একটি ক্যারেক্টার-বেসড ভাষা। অর্থাৎ এ ভাষার কোন বর্ণমালা নেই। প্রতিটা শব্দের জন্য এক একটা প্রতীক ব্যবহার করা হয়। বর্তমান রুপকে বলা হয় সিম্পলিফাইড চাইনীজ। বিদেশীদের চীনা ভাষা শেখানো হয় মূলত হাংবান ইনস্টিটিউট এর বেঁধে দেওয়া লেভেল বা স্তর অনুযায়ী যার ব্যপ্তি ১-৬ পর্যন্ত। লেভেল-১ এর জন্য পড়তে হয় ১৫০টি ক্যারেক্টার, ২ এর জন্য ৩০০ টি, ৩ এর জন্য ৬০০ টি, ৪ এর জন্য ১২০০টি, ৫ এর জন্য ২৫০০ টি এবং ৬ এর জন্য ৫০০০ এর মতো।

ভর্তি বিজ্ঞপ্তিচায়না ভাষা শিক্ষা কোর্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২২
কোন বিশ্ববিদ্যালয়উন্মক্ত বিশ্ববিদ্যালয়
আবেদনের যোগ্যতাএসএসসি বা সমমান পরীক্ষায় পাশ
আবেদন শুরু  ৬ নভেম্বর ২০২২ 
আবেদনের শেষ তারিখ  ১০ জানুয়ারি ২০২৩ 
আবেদনের মাধ্যমঅনলাইন
টিউটেরিয়াল ক্লাসের স্থানঢাকা আঞ্চলিক কেন্দ্র, ঢাকা কলেজ সংলগ্ন, ধানমন্ডি
টিউটেরিয়াল ক্লাসের শুরুর সাম্ভব্য তারিখ১৩ জানুয়ারি ২০২৩
কোর্স ফি৬১১০/-
হেল্প লাইন০১৬১৮৯৭৭২৩৭, ০১৯

কোর্স বিভাজন ফি 

  • সিস্টেম কোর্স ফিঃ ৩৩০৮/-
  • রেজিস্ট্রেশন ফিঃ ১০০০/-
  • পরীক্ষার ফি ঃ- ৫৫২/-
  • মূল সনদ পত্র ফিঃ ৪০০/-
  • সাময়িক সনদ পত্র ফিঃ ২০০/-
  • ট্রান্সক্রিপ ফিঃ ২০০/-
  • নম্বর পত্র ফিঃ ২০০/-
  • ডিজিডাল পরিচয় পত্র ফি- ২০০/-
  • প্রশংসা পত্র- ৫০/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *