উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স করুন! কম খরচে! ২৩১ টার্ম

সাধারণত আরবি ভাষা সবচেয়ে বেশি ব্যবহার হয় মধ্যপ্রাচ্যের দেশ গুলিতে। বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে বিভিন প্রয়োজনে যায়, কেউ কাজের ক্ষেত্রে আবার কেউ যায় উচ্চতর শিক্ষা গ্রহন করার জন্য। মধ্যপ্রাচ্যের এই সকল দেশের যেতে হলে আপনাকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে, কারন আরবি ভাষা শিখলে আপনি খুব দ্রুত ঐ সকল দেশের সংস্কৃতি ও মানুষের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারবেন। বাংলাদেশে কিছু বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শিক্ষা কোর্স চালু আছে এর মধ্যে একটি হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি।

আমাদের আজকের মূল আলোচানার বিষয় হল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শিক্ষা কোর্স নিয়ে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শিক্ষা কোর্স এর সকল তথ্য আপানদের সুবিধার জন্য সুন্দর করে তুলে ধরব। যে কোন তথ্যের জন্য অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বের সপ্তম বৃহত্তম ও সারা বিশ্বের ৬০টি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয়। আপনি যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স করতে চান তবে সম্প্রতি যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে , সে বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারেন। আবেদনের যাবতীয় তথ্য যেমন আবেদনের তারিখ, আবেদন খরচ, আবেদন করতে যে সকল পেপার প্রয়োজন সকল বিষয় গুলি নিভুল ভাবে দেওয়া হল।

আরবি ভাষা শেখার একটি আকর্ষণীয় একটি প্রোগ্রাম হল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। যে সকল শিক্ষার্থী আরবি ভাষা শেখার এই দারুন সুযোগ নিতে চান তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন।

ভর্তি বিজ্ঞপ্তিউন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স
প্রোগ্রামের মেয়াদজানুয়ারি – জুন ২০২৩
টার্ম২৩১ টার্ম
ভর্তির নুন্যতম যোগ্যতাএসএসসি/দাখিল/ সমমান পাশকৃত সকলে আবেদন করতে পারবেন।
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরু  ১০ নভেম্বর ২০২২ 
আবেদনের শেষ তারিখ  ৩১ ডিসেম্বর ২০২২ 
ওরিয়েন্টশন ক্লাস শুরুর তারিখ০৬ জানুয়ারি ২০২৩
টিউটেরিয়াল ক্লাস শুরু১৩ জানুয়ারি ২০২৩
টিউটেরিয়াল ক্লাস শেষ২৮ এপ্রিল ২০২৩
পরীক্ষার সম্ভাব্য তারিখ০২ ও ০৯ জুন ২০২৩
কোর্স ফি৩০৫০ টাকা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স

আবেদনের শেষ তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২২

ভর্তি প্রক্রিয়া

যে কোন ব্রাউজার থেকে Address bar  থেকে https//osapsnew.bou.ac.bd টাইপ ব্রাউজ করে Humanities & Language(SSHL) ক্লিক করে Certificate in Arabic Language Proficiency ( CALP) প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now ক্লিক করুন। অনলাইন আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। তারপর Next বাটন ক্লিক করে আপনার স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করুন। সঠিক ভাবে পুরণ হলে Finished বাটনে ক্লিক করতে হবে। আবেদন করা হয়ে গেলে আপনার মোবাইলে একটি ম্যাসেজ যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *