একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ আবেদন একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলী ২০২৩

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ প্রকাশ হয়েছে। বাংলাদেশে এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় ষোল লাখ শিক্ষার্থীর কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী ১০ আগস্ট ২০২৩ থেকে। এবার একাদশ শ্রেণির ভর্তিতে কেবল অনলাইনে আবেদন নেওয়া হবে।

এসএমএসে আবেদন করা যাবে না। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে কমপক্ষে ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তির কাজটি হবে। কোনো পরীক্ষা হবে না।

 একাদশ শ্রেণিতে আবেদন যোগ্যতা ২০২৩ 

১) দেশের যেকোন শিক্ষা বোর্ড থেকে ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা দাখিল বা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নীতিমালার অন্যান্য শর্ত সাপেক্ষে যেকোন কলেজ বা সমমান (মাদরাসা, কারিগরি) প্রতিষ্ঠানের একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

২) আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। তবে তাদেরকে বোর্ডে ম্যানুয়ালি (সরাসরি কাগজে কলমে) আবেদন করতে হবে। এ ক্ষেত্রে তাদের বয়সের কোনো বাধা-নিষেধ নেই।

৩) বিদেশি কোন বোর্ড বা অনুরুপ কোন প্রতিষ্ঠান হতে পাসকৃত শিক্ষার্থীগন ঢাকা বোর্ড কর্তৃক মান নির্ধারনের পর আবেদনের জন্য যোগ্য হবেন।

 একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি  ২০২৩-২০২৪ পক্রিয়ার ধাপসমূহ 

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ০৮ আগস্ট ২০২৩
আবেদন শুরু১০ আগস্ট ২০২৩
আবেদনের শেষ২০ আগস্ট ২০২৩
আবেদন ফি১৫০ টাকা
আবেদন যাচাই বাছাই২১-২৪ আগস্ট ২০২৩
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ০৫ সেপ্টেম্বর
১ম পর্যায়ে সিলেকশন নিশ্চায়ন ০৭-১০ সেপ্টেম্বর ২০২৩
২য় পর্যায়ের আবেদন গ্রহণ১২-১৪ সেপ্টেম্বর ২০২৩
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ১৬ সেপ্টেম্বর ২০২৩
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ৬ সেপ্টেম্বর ২০২৩
২য় পর্যায়ের সিলেকশন নিশ্চায়ন১৭-১৮ সেপ্টেম্বর ২০২৩
৩য় পর্যায়ের আবেদন গ্রহন২০-২১ সেপ্টেম্বর ২০২৩
২য় মাইগ্রেশনের ফল প্রকাশ২৩ সেপ্টেম্বর ২০২৩
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ২৩ সেপ্টেম্বর ২০২৩
৩য় পর্যায়ের Selection নিশ্চায়ন২৪-২৫/০৯/২০২৩

HSC College Admission 2022

শিক্ষার্থীরা অনলাইন বা টেলিটক এসএমএস সিস্টেমে আবেদন করতে পারবেন। 2022 সালের HSC কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা সহজ। ২০২৩ সালে ১৫ লাখেরও বেশি শিক্ষার্থী এসএসসি এবং সমমানের পাস করেছে। এই সকল শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন কলেজে ভর্তি হবে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি কলেজ অনলাইনে আবেদনের সময় ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত

একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি ১৫০ টাকা । একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা রকেট, নগদ, বিকাশ ব্যবহার করে পরিশোধ করা যাবে। উপরোক্ত তিনটি মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে আপনি খুব সহজেই একাদশ শ্রেণির ভর্তির টাকা পেমেন্ট করতে পারবেন।

কোন পর্যায়ের ভর্তি HSC College Admission
ভর্তি শুরু ১০ আগস্ট ২০২৩
ভর্তি শেষ ২৬ সেপ্টেম্বর ২০২৩
ক্লাশ শুরু০৫ অক্টোবর ২০২৩
আবেদন লিংকwww.xiclassadmission.gov.bd
কলেজ পরিবর্তন করতে পারবেনম্যাক্সিমাম ০৫ বার

একাদশ ভর্তি আবেদন ফি বিকাশ করবেন যেভাবে

প্রত্যেক বারের মতো এবারেও একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ফি ১৫০ টাকা নির্ধারিত হয়েছে। বিকাশে পেমেন্ট এর জন্য আপনি বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে পে বিল অপশন থেকে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি বিকাশ করা যাবে। নিচে থেকে আপনি জানতে কিভাবে বিকাশে পেমেন্ট করতে হবে চিত্রটির প্রত্যেকটি ধাপ যথাযথভাবে দেখুন

বিকাশ পেমেন্ট এ সমস্যা হলে আপনি আমাদের ফেসবুক পেইজে সরাসরি মেসেজ করতে পারেন । আমরা আপনার সমস্যাটি দ্রুত সমাধান করার চেষ্টা করব। বিকাশে পেমেন্ট এর ক্ষেত্রে অধিকাংশ সময় যে সমস্যাটি চাই তা হল সার্ভারের সমস্যা। হাড়ের সমস্যার কারণে অনেক সময় একাদশ শ্রেণির এডমিশন এই অপশনটি খুজে পাওয়া যায় না সেই কারণে আপনাকে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করতে হবে।

রকেট একাউন্ট থেকে একাদশ শ্রেণীর ভর্তি পেমেন্ট

রকেট একাউন্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত টাকা পরিশোধ করা যাবে। নিচের ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে রকেট একাউন্ট থেকে পেমেন্ট করা যায়। রকেট অ্যাপ অথবা *৩২২# বিল পে রকেটের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির জন্য নির্ধারিত টাকা পরিশোধ করতে পারবেন।

নগদ একাউন্ট থেকে একাদশ শ্রেণির ভর্তির টাকা পরিশোধ

নগদ একাউন্টের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির জন্য নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। নগদ অ্যাপ থেকে অথবা *১৬৭# ডায়াল করে বিল পে সিলেক্ট করে একাদশ শ্রেণীর ভর্তির জন্য নির্ধারিত টাকা পরিশোধ করা যাবে নিচের ছবি থেকে আপনি ভালভাবে বুঝতে পারবেন কিভাবে নগদ একাউন্ট এর মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির টাকা পরিশোধ করা যায়।

এখান থেকে আবেদন করুনঃ www.xiclassadmission.gov.bd 

এবার কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিলো যে  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন নেয়া শুরু হবে দশই মে আর শেষ হবে ২৫শে জুন। একই সাথে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিলো পহেলা জুলাই থেকে।কিন্তু মহামারি পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয় কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে ভর্তির জন্য আসন আছে ২২ থেকে ২৩ লাখ। ফলে উচ্চমাধ্যমিক মোট আসন নিয়ে সমস্যা হবে না। কারণ আসন খালি থাকবে। তবে সংকট হলো, ভালো কলেজগুলোতে আসন কম। সেখানেই হবে তীব্র প্রতিযোগিতা।

তবে ভর্তির কাজটি অনলাইনে হলেও কবে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। সরকারি ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত ৬ আগস্ট পযন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা থাকলেও আজ শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগস্টে আর খোলার সম্ভাবনা নেই। ঢাকা শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও মনে করে সংক্রমণের যে পরিস্থিতি তাতে শিগগির খোলার সম্ভাবনা নেই।

কারণ মার্চের শুরুতে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পরেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার এবং পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এগুলো খুলে দেয়ারও সম্ভাবনা নেই।সেজন্য পনেরই জুন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক।

একাদশ শ্রেণিতে ভর্তির নিয়মাবলী ২০২৩

মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে

  • বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি ।
  • সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ  ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি ।
  • মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি ।
  • দাখিল (ভোক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি ।

 কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে

  • এসএসসি (ভোক)/দাখিল (ভোক) গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি ।

 উম্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে

বয়সসীমা ২০২০ সালের ৩১শে ডিসেম্বর অনূর্ধ্ব ২২ বছর হতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের জন্ম তারিখ ১৯৯৯ এর ১লা জানুয়ারী বা তার পরে হতে হবে।

 

বর্তমানে যারা একাদশ শ্রেনীতে তাদের কি হবেঃ 

২য় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন

যেসকল ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতিপূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত  হয়নি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ২য় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ।যাদের পূর্বে আবেদন ফি দেওয়া আছে তাদের নতুন করে কোন প্রকার ফি প্রদান করতে হবে না এবং তারা তাদের আবেদন আপডেট করেত পারবেন । যেমন : নতুন কলেজ সংযুক্ত করা বা বিয়োজন করা ।

আবেদন ফি সংক্রান্ত তথ্যাবলী

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫(পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০(দশ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে।  একজন শিক্ষার্থী যতগুলাে কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

শাখা নির্বাচন

  • বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা শিক্ষার্থীরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে।
  • মানবিক শাখা থেকে উত্তীর্ণরা শিক্ষার্থীরা  মানবিক বিভাগের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায়ও ভর্তি হবে পারবে
  • ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।

ভর্তি ফি সংক্রান্ত নীতিমালা

  • সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১,০০০/- (এক হাজার), পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০/- (দুই হাজার), ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান এলাকায় ৩০০০/- (তিন হাজার) টাকার বেশি হবে না।
  •  ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবস্থিত এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫,০০০/(পাঁচ হাজার) টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না।
  • ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবস্থিত আংশিক এম.পি.ও.ভুক্ত বা এম.পি.ও.বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এম.পি.ও. বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৯,০০০/- (নয় হাজার) টাকা। এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০/- (দশ হাজার) টাকা গ্রহণ করতে পারবে। উন্নয়ন খাতে কোন প্রতিষ্ঠান ৩,০০০/(তিন হাজার) টাকার বেশি আদায় করতে পারবে না।
  • সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়ােজনীয় ফি সংগ্রহ করবে।
  • দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

কলেজ/সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন

  • সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না। কিংবা বাের্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না।
  • শুধুমাত্র সরকারি/ আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকুরিজীবী পিতা বা মাতার বদলিজনিত কারণে কোন ছাত্র/ছাত্রীর ছাড়পত্র ইস্যু করতে বা ভর্তি করতে বাের্ডের পূর্বানুমতি নেয়ার প্রয়ােজন হবে না। এরূপ ক্ষেত্রে বদলিকৃত কর্মকর্তা/কর্মচারির বদলির আদেশপত্র প্রদর্শন করে প্রতিষ্ঠান হতে ছাড়পত্র নেয়া যাবে এবং নতুন কর্মস্থলে যােগদানপত্র দেখিয়ে সংশ্লিষ্ট চাকুরিজীবীর সন্তানকে বদলিকৃত কর্মস্থলে উপযুক্ত কোন প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে। এক্ষেত্রে কলেজ/সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্র/ছাত্রী ভর্তির ১৫ (পনের) দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়ােজনীয় কাগজ-পত্র সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডে জমা দিতে হবে।
  • কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোন ব্যক্তি বা শিক্ষা প্রতিষ্ঠানে হস্তান্তর করা যাবে না বা অন্য কোন অজুহাতে কোন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখা যাবে না।


একাদশ শ্রেনীতে ভর্তি ২০২২, একাদশ শ্রেণীর ভর্তি ফরম ফিলাপ, এইচএসসি ভর্তি 2022-23, একাদশ শ্রেণির এসাইনমেন্ট ,একাদশ শ্রেণিতে ম্যানুয়াল ভর্তি 2022 2023, একাদশ শ্রেণীর ভর্তি ২০২২-২০২৩, কলেজ ভর্তি 2023, একাদশ শ্রেণিতে বিভাগ পরিবর্তন, একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২ অনলাইন শ্রেণিতে ভর্তি ২০২২, অনলাইন আবেদন শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২ একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *