২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা চলতি বছরের জুন মাসে শুরু হবে। সকালের পরীক্ষা ১১ টা থেকে ০১ টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকালের পরীক্ষা এবার নাই। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে।
৩১ জুলাই তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এস এস সি পরীক্ষার রুটিন ২০২২মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনেক্সট ওয়েবের এর সম্মানিত ভিজিটর এর জন্য আমরা বিস্তারিত তথ্যসহ হাজির হয়েছি। সকল বোর্ডের ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে।
এস এস সি পরীক্ষার সর্বশেষ আপডেট
৩১ জুলাই ২০২২ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এস এস সি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা বাংলাদেশে এসএসসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বন্যা পরিস্থিতির জন্য শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিকের এসএসসি পরীক্ষা স্থগিত করে।
এসএসসি SSC পরীক্ষার এই নতুন সময়সুচির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বাংলা আবশ্যিক দিয়ে শুরু হওয়া এস এস সি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৫ অক্টোবরের মধ্যেই এসএসসি এক্সাম শেষ হবে। ssc পরীক্ষার রুটিন 2022 অনুযায়ী ২০২২ সালের এস এস সি পরীক্ষা ৩০ দিনের ভিতরে শেষ হয়ে যাবে, তত্ত্বীয় ও ব্যাবহারিকসহ।
এসএসসি ও সমমান পরীক্ষার নতুন রুটিন ২০২২
রুটিন প্রকাশ | ৩১ জুলাই ২০২২ খ্রিঃ (সংশোধিত) |
পরীক্ষার নাম | SSC |
পরীক্ষার সাল | সেপ্টেম্বর-অক্টোবর ২০২২ |
বোর্ড | সকল বোর্ড |
পরীক্ষা শুরু | ১৫ সেপ্টেম্বর ২০২২ |
পরীক্ষার শেষ তারিখ | ১৫ অক্টোবর ২০২২ |
সময় | সকাল ১১ টা |
ব্যাবহারিক পরীক্ষা শুরু | ১০/১০/২২ |
ব্যাবহারিক পরীক্ষা শেষ | ১৫/১০/২২ |
সময় | ১১ টা থেকে শুরু |
এস এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ | জানুয়ারির প্রথম সপ্তাহে |
২০২২ এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু বিশেষ নির্দেশনা
- প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারে না।
- পরীক্ষার ০১ ঘন্টা আগে কেউ বাইরে যেতে পারবে না।
- শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
- প্রথমে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এবং পরে শিক্ষার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নিবে।
- বিরতি নেই লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাঝে।
- শিক্ষার্থীরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারে।
- শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের ০৭ দিনের মধ্যে এসএসসি ফলাফল এর উপর বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারে।
- শিক্ষার্থীরা ও এমআর শীটে কোন অপ্রাসঙ্গিক কথাবার্তা লিখতে পারবে না।
এস এস সি রুটিন 2022 ব্যাবহারিক
বিষয় | সকল বিষয় (সঙ্গীতসহ) |
ব্যাবহারিক স্টার্ট | ১০ অক্টোবর ২০২২ |
ব্যাবহারিক শেষ | ১৫ অক্টোবর ২০২২ |
ব্যাবহারিক পরীক্ষার সময় | প্রতিদিন সকাল ১১ টা থেকে |
বোর্ডে ফাইনাল রেজাল্ট জমা | ১৭ অক্টোবর ২০২২ |
কেন্দ্র | স্ব স্ব কেন্দ্রে |
★★ PDF Download: SSC Routine Download.pdf
এসএসসি পরীক্ষার মানবন্টন ২০২২
এসএসসি পরীক্ষার মানবন্টন নুতুন ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অবশ্যই জানা উচিত। প্রতিটি বিষয়ের পরীক্ষার দুটি অংশ থাকে। এসএসসি পরীক্ষাটি লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় আবার দুটি অংশ একটি লিখিত থাকে এবং অন্যটি এমসিকিউ থাকে। প্রতিটি গ্রুপের শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয় বাধ্যতামূলক। আইসিটি পরীক্ষায় লিখিত অংশ এবং ব্যবহারিক অংশ রয়েছে। প্রতিটি শিক্ষার্থী উভয় বিষয়ে উপস্থিত থাকতেই হবে।
২০২২ সালের বাউবি এসএসসি পরীক্ষার রুটিন
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রুটিন 2022:
কারিগরি শিক্ষা বোর্ড এর এসএসসি রুটিন নিচে সংযুক্ত করা হলো। বেশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসিতে অংশ নেয়।
মাদ্রাসা বোর্ড দাখিল রুটিন:
দাখিল মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ শিক্ষা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
কীভাবে ফর্ম কালেক্ট ও ফিলাপ করবেনঃ
এসএসসি পরীক্ষার ২০২২ ফরম পূরণের বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের ফর্ম পূরণ করতে পারে। এসএসসি অনলাইন ফর্মটি নভেম্বরের দিকে পূরণ করতে হয়।
সমস্ত বোর্ড এর এসএসসি রুটিন একই?
এসএসসি রুটিন 2022 একই সময়ে মুদ্রিত হতে চলেছে।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডের রুটিন ২০২২ একই থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়ের শংসাপত্র (এসএসসি) যোগাযোগ রুটিন ২০২২ এশীয় দেশগুলির সকল শিক্ষাবোর্ডের জন্য একই রুটিন এবং নিয়মে ঘোষণা করতে পারে। প্রতি বছর এসএসসি যোগাযোগে প্রচুর পণ্ডিত উপস্থিত থাকেন। এই বিন্দু অতিরিক্ত শিক্ষার্থীদের এক বিশাল বিভিন্ন মনে হতে পারে।
এস এস সি পরীক্ষার রুটিন ২০২২, ২০২২ সালের দাখিল পরীক্ষার রুটিন, ssc রুটিন ২০২২, ২০২২ সাকের এস এস সি পরীক্ষা, Ssc পরীক্ষার রুটিন ২০২২ পরীক্ষার রুটিন 2022,এসএসসি পরীক্ষার নিউ রুটিন, 2022 সালের ssc পরীক্ষার রুটিন, ssc সংশোধিত রুটিন ২০২২, দাখিল পরীক্ষার রুটিন ২০২২,এস এস সি রুটিন ২০২২ সংশোধিত,মেট্রিক পরীক্ষার রুটিন
এস এস সি পরীক্ষার রুটিন 2022 সাল,এস এস সি পরীক্ষার রুটিন ২০২২,এস এস সি পরীক্ষা ২০২২ এর রুটিন,২০২২ এর এস এস সি পরীক্ষার রুটিন,এস এস সি ও সমমান পরীক্ষার রুটিন,এস এস সি পরীক্ষার নতুন রুটিন,এস এস সি রুটিন ২০২২, এস এস সি রুটিন 2022,এস এস সি এর রুটিন ২০২২,এস এস সি 2022 এর রুটিন,এস এস সি রুটিন ২০২২ ডাউনলোড,এস এস সি নতুন রুটিন,এস এস সি রুটিন পরিবর্তন ২০২২,ssc রুটিন 2022, ssc রুটিন পরিবর্তনssc রুটিন ২০২২ সাল,ssc পরীক্ষার রুটিন ২০২২ ইং, ssc এর রুটিন, ssc পরীক্ষার রুটিন 2022, ssc পরিখা রুটিন, ssc exam রুটিন 2022, bdnextweb,