কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর- পর্ব ০১

আজকে আমরা কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে চলে এসেছি। বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে পাঠকদের জন্য আমাদের এই প্রচেষ্টা। কমন পাওয়ার মত প্রশ্ন নিচে তুলে ধরা হলোঃ

কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 

১)কম্পিউটার শব্দের অর্থ কি?

উত্তরঃ গণনাকারী যন্ত্র।

২) কম্পিউটার  কে আবিষ্কার করেন?

উত্তরঃ কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।

৩) আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।

 

৪) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?

উত্তরঃ ENIC.

 

৫) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরী হয় কোন কম্পিউটার?

উত্তরঃ- হাইব্রিড কম্পিউটার।

 

৬) কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?

উত্তরঃ- বিল গেটস।

৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?

উত্তরঃ- অ্যবাকাস।(চীনে তৈরী)

৮) কোনটি কম্পিউটারের নেই?

উত্তরঃ বুদ্ধিবিবেচনা

 

৯) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে কোনটি?

উত্তরঃ প্রসেসর।

 

১০) CPU কি?

উত্তরঃ Central Processing Unit.

 

১১) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?

উত্তরঃ মাদার বোর্ড

 

১২) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ কি?

উত্তরঃ- হার্ডওয়্যার ও সফটওয়ার।

 

১৩) কম্পিউটার হার্ডওয়ার কি?

উত্তরঃ কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।

 

১৪) ROM এর পূর্নরূপ কি?

উত্তরঃ Read Only Memory.

 

১৫)ROM কে কি বলা হয়?

উত্তরঃ কম্পিউটারের স্থায়ী শক্তি

 

১৬)RAM এর পূর্নরূপ কি?

উত্তরঃ Random Access Memory.

 

১৭)RAM কি হিসেবে ব্যবহৃত হয়?

উত্তরঃ কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।

 

১৮)BIOS কি?

উত্তরঃ Basic Input Output System

 

১৯) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে ?

উত্তরঃ  ১৯৬৪ সালে।

২০) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?

উত্তরঃ- IBM 1620.

 

২১) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?

উত্তরঃ- পরমানু শক্তি কেন্দ্র।

২২) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসা কম্পিউটার কোনটি?

উত্তরঃ- UNIVAC.

 

২৩)IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?

উত্তরঃ Intel -4004

২৪) ল্যাপটপ এবং পামটপ কি?

উত্তরঃ- ছোট কম্পিউটার।

২৫) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করে কোন কোম্পানি?

উত্তরঃ- এপসন কম্পানি। (১৯৮১ সালে)

২৬) প্রথম মাউস তৈরী করেন কে?

উত্তরঃ উইলিয়াম ইংলিশ

 

২৭) কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কি কি?

উত্তরঃ- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.

২৮) আউটপুট ডিভাইস গুলো কি কি?

উত্তরঃ মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।

২৯) OCR এর পূর্নরূপ কি?

উত্তরঃOptical Character Recognition.

 

 

৩০)OCR কোন কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।

৩১) OMR এর পূর্নরূপ কি?

উত্তরঃ Optical Mark Reader.

 

৩২) OMR কোন কাজে ব্যবহার  করা হয়?

উত্তরঃ এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।

৩৩) MICR এর পূর্নরূপ কি?

উত্তরঃMagnetic ink character recognition

 

৩৪)MICR এর কাজ কি?

উত্তরঃ এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।


৩৫) IBM কোম্পানীকে কি নামে ডাকা হয়?

উত্তর  বিগব্লু


৩৬) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

৩৭) মাইক্রো কম্পিউটারকে কি বলে?

উত্তরঃ PC (personal computer)

 

৩৮) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কে কি বলে?

উত্তরঃ সুপার কম্পিউটার।

৩৯) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?

উত্তরঃ- ১৯৭১ সালে।

 

৪০)মাইক্রো প্রসেসর ব্যবহার শুরু হয় কত সালে ?

উত্তরঃ ১৯৭২ সালে।

 

৪১) প্রথম মাইক্রো কম্পিউটার কোনটি?

উত্তরঃ- এ্যাপেল।

৪২) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?

উত্তরঃ- কী বোর্ড।

৪৩) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি?

উত্তরঃ- কৃত্রিম বুদ্ধিমত্তা।

৪৪) কম্পিউটার ভাইরাস কি?

উত্তরঃ- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।

৪৫) বিজয় অভ্র কি?

উত্তরঃ- বাংলা লেখার সফটওয়ার।

৪৬) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে কি বলে?

উত্তরঃ ইন্টারনেট।

 

৪৭)কত সালে প্রথম কম্পিউটার নেটওয়র্ক চালু হয়?

উত্তরঃ ১৯৭৯ সালে

 

৪৮)বাংলাদেশে কবে থেকে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয়?

উত্তরঃ ১৯৯৬ সালের ৪ঠা জুন।

৪৯) মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন কি?

উত্তরঃ- Bing

৫০) WWW পূর্নরূপ কি?

উত্তরঃ- World Wide Web.

 

৫১)WWW এর জনক কে?

উত্তরঃ টিম বার্ন্স লি।

 

৫২)কম্পিউটারের স্মৃতি ধারন ক্ষমতা কে কি দিয়ে প্রকাশ করা হয়?

উত্তরঃ বাইট

৫৩) ১ বাইট সমান কত বিট?

উত্তরঃ ৮ বিট

৫৪) ১ কিলোবাইটে বিটের সংখ্যা কত?

উত্তরঃ 1024 বিট।

 

৫৫) হার্ড ডিস্ক মাপার একক কি?

উত্তরঃ গিগাবাইট।

৫৬) মডেম কোন কাজে ব্যবহৃত হয়?

উত্তরঃ ইন্টারনেটের সংযোগ মাধ্যম।

৫৮) E-mail কি?

উত্তরঃ ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।

 

৫৯) 3G বলতে কি বুঝায়?

উত্তরঃ- Third Generation.

৬০) প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

উত্তর;- অ্যাডা অগাষ্টা।

 

৬১)সি ল্যাঙ্গুয়েজের জনক কে?

উত্তরঃ ডেনিস রিচি

৬২)এইচটিএমএল  (HTML) কি?

উত্তরঃ প্রোগ্রাম

 

৬৩)কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে?

উত্তরঃ ২টি।

৬৪) UNIX কি?

উত্তরঃ একটি অপারেটিং সিস্টেম।

৬৫) কম্পিউটার বাগ কি?

উত্তরঃ- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।

৬৬)যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা হয় তাকে কি বলে?

উত্তরঃ এন্টিভাইরাস

৬৭) ক্যাসপারস্কি কি?

উত্তরঃ একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

 

৬৮)কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরন করেন?

উত্তরঃ ফ্রেড কোহেন।

৬৯)কম্পিউটারে ব্যবহৃত  প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?

উত্তরঃ সফটওয়্যার

৭০)) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

উত্তরঃ- FORTRAN.

৭১)কোনটি  ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

উত্তরঃ সফটওয়্যার

৭২)কোন কাজ করতে গেলে কম্পিউটারকে কি দিতে হয়?

উত্তরঃ ডাটা বা তথ্য।

 

৭৩)ডাটাবেজ অর্থ কি?

উত্তরঃ তথ্য বিন্যাস

 

৭৪) কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় কিসের মাধ্যমে?

উত্তরঃ ন্যানো সেকেন্ড।


৭৫) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত পদ্ধতি কি?

উত্তরঃ- বাইনারী পদ্ধতি।


৭৬)বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞানভান্ডার কোনটি?

উত্তরঃ উইকিপিডিয়া

 

৭৭)তথ্যের ক্ষুদ্রতম একক কি?

উত্তরঃ ডাটা

 

৭৮)ডাটা শব্দের অর্থ কি?

উত্তরঃ ফ্যাক্ট

 

৭৯)বিশেষ প্রেক্ষিতে ডাটাকে অর্থবহ করাকে কি বলে?

উত্তরঃ ইনফরমেশন

 

৮০)ব্যান্ডউইথ মাপা হয় কি দিয়ে?

উত্তরঃ bps

 

৮১)ন্যারো ব্যান্ডের গতি কত?

উত্তরঃ 45-300 bps

 

৮২)ভয়েস ব্যান্ডের গতি কত?

উত্তরঃ 9600 bps

 

৮৩)ব্রডব্যান্ডের গতি কত?

উত্তরঃ 1Mbps

 

৮৪)ক্যাবল তৈরী হয় কি দিয়ে?

উত্তরঃ পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে

 

৮৫)Co Axial Cable এ গতি সর্বোচ্চ কত ?

উত্তরঃ 200 Mbps

 

৮৬)Twisted Pair Cable এ তার থাকে কয়টি?

উত্তরঃ ৮ টি তার, ২ টা করে পেয়ার হয়ে ০৪ টি।

 

৮৭) LCD এর পূর্ণরূপ কি?

উত্তরঃ LIquid Crystal Display

 

৮৮)LCD এর জনক কে?

উত্তরঃ সুইস পদার্থবিদ মার্টিন সাউট

 

৮৯)মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকা কে কি বলে?

উত্তরঃ Logic Board

 

৯০)কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?

উত্তরঃ নির্দেশ অনুযায়ী

 

৯১)কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়?

উত্তরঃ ডিজিটাল

 

৯২)ডেটা ফাইল গুলো কে আক্রমন করে কোন ধরনের ভাইরাস?

উত্তরঃ ম্যাক্রো ভাইরাস

 

৯৩) সংখ্যা পদ্ধতি কত প্রকার?

উত্তরঃ ০২ প্রকার

 

৯৪)পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম কি?

উত্তরঃ Mark -1

 

৯৫)Mark  – 1 এর দৈর্ঘ্য ছিল কত?

উত্তরঃ ৫১ ফুট

৯৬) কোন ডিস্ক ফরম্যাট করা যায় না?

উত্তরঃ ফ্লপি ডিস্ক

 

৯৭)RAM Cache কিসের অংশবিশেষ?

উত্তরঃ RAM

 

৯৮)ইনপুট হিসেবে আসা তথ্যগুলো কোথায় জমা হয়?

উত্তরঃ RAM এ

 

৯৯)কোন মেমরি মুছে ফেলা কঠিন?

উত্তরঃ ROM

 

১০০)কোথায় কম্পিউটার চালু করার তথ্য জমা থাকে?

উত্তরঃ ROM এ

 

১০১)সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করে?

উত্তরঃ আইবিএম (IBM)

 

১০২)কত সালে হার্ডডিস্ক তৈরী হয়?

উত্তরঃ ১৯৫৬ সালে

 

১০৩)অন্যের ওয়েবসাইটের গোপন অংশে অবৈধ ভাবে ঢুকে পড়াকে কি বলে?

উত্তরঃ হ্যাকিং

 

১০৪)কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলোমেলো করে ফেলে তাকে কী বলা হয়?

উত্তরঃ-ব্লাক হ্যাট হ্যাকার।

 

১০৫)কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?

উত্তরঃহোয়াইট হ্যাট হ্যাকার।

 

১০৬)১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?

উত্তরঃ১৯ বছর।

 

১০৭)Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে?

উত্তরঃ-১৯৯৯ সালে।

 

১০৮)Melissa- এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে?

উত্তরঃ-Microsoft.

 

১০৯)Melissa Virus তৈরী করেন কে?

উত্তরঃ – ডেভিড স্মিথ

 

১১০)Melissa Virus তৈরীর অপরাধে ডেভিড স্মিথের কী সাজা হয়েছিল?

উত্তরঃ – ১০ বছরের জেল

 

১১১)Mydoom Worm কি?

উত্তরঃ – কম্পিউটার ভাইরাস।

 

১১২)২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে?

উত্তরঃ– Mydoom Worm

 

১১৩)Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?

উত্তরঃ-২,৫০,০০০।

 

১১৪)কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি কি?

উত্তরঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।

 

১১৫)কম্পিউটারের প্রধান বৈশিষ্ট কী?

উত্তরঃ- কান্তিহীনতা।

 

১১৬)টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?

উত্তরঃ- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

 

১১৭)টেড হফ’ কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন?

উত্তরঃ- ১৯৭০ সালে।

 

১১৮)টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল?

উত্তরঃ- কমপিউটার ইন এ চিপ।

 

১১৯)মাইক্রোপ্রসেসরের কাজ কী?

উত্তরঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা।

 

১২০)মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে?

উত্তরঃ- গাণিতিক ইউনিট।

 

১২১)মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?

উত্তরঃ- ALU.

 

১২২)গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?

উত্তরঃ- অপারেন্ড।

 

১২৩)মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ- তিন ভাগে।

 

১২৪)ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়?

উত্তরঃ- ২ ভাগে।

 

১২৫)সি.পি.ইউ এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষয়ান  ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়?

উত্তরঃ RAM এ

 

১২৬)RAM হচ্ছে——

উত্তরঃ- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।

 

১২৭)র্যামের বৈশিষ্ট কি?

উত্তরঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।

 

১২৮)প্রিন্টার তিন ধরনের হয় সেগুলো কী?

উত্তরঃ লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।

 

১২৯)ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে

উত্তরঃ- পিন ও রিবণের সাহায্যে।

 

১৩০)কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র?

উত্তরঃ- লেজার প্রিন্টার।

 

১৩১)প্লটার কোন ধরনের যন্ত্র?

উত্তরঃ- আউটপুট ডিভাইস।

 

১৩২)প্লটার কী?

উত্তরঃ- মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য একধরনের প্রিন্টার যা পেন এর সাহায্যে প্রিন্ট হয়েথাকে।

 

১৩৩)পোস্ট স্ক্রিপ্ট কী?

উত্তরঃ- প্রিন্টারের ভাষা।

 

১৩৪)Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?

উত্তরঃ- MODEM.

 

১৩৫)কোন যন্ত্রের সাহায্যে কমপিউটার ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কমপিউটারের ভাষায় রুপান্তর করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়?

উত্তরঃ- মডেম।

সব সময়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুনঃ ? The Next Web BD


কম্পিউটার সাধারণ জ্ঞান pdf,computer সাধারণ জ্ঞান,কম্পিউটারের সাধারণ জ্ঞান,computer sadharon gan,কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান,কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান pdf,কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান,কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান,কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন,bd next web,বিডি নেক্সট ওয়েব,

4 thoughts on “কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর- পর্ব ০১

  1. ৮৬)Twisted Pair Cable এ তার থাকে কয়টি?

    উত্তরঃ ৪টি wrong, correct answer 4pair of 8
    ৯৩)সংখ্যা পদ্ধতি কত প্রকার?

    উত্তরঃ ৪প্রকার wrong , correct answer 2প্রকার

  2. অসংখ্য ধন্যবাদ আপনাদের, অনেক কিছু জানতে পারলাম এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *