বাংলাদেশে রবিবার ০৪ ফেব্রুয়ারি, রবিবার থেকে করোনার ভাইরাস টিকা কর্মসূচী আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শুরু হয়েছে। প্রথম দিকে সম্মুখ সারির কর্মী এবং নাগরিক ৪০ বছর বয়সী নাগরিকদের টিকা প্রদান করবেন। এরা যে কোন সরকারি হাসপাতালে গিয়ে টিকা নিতে পারবেন। টিকা নিতে হলে সরকারি সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন/ অ্যাপ চালু করার কথা থাকলেও এখন তা কার্যকর হচ্ছে না। বর্তমান অ্যাপ না থাকলেও নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন চলছে। আপনি যদি করোনার টিকা দিতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। শুধু মাত্র রেজিস্ট্রেশন করা মানুষেরাই কেবল নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তাই আপনারা দেরিনা করে করোনার টিকা জন্য আবেদন করুন। আবেদন করে জন্য অনেক সমস্যা হতে পারে। তাই আপনাদের জন্য করোনার টিকা নিবন্ধন করার নিয়ম সম্পর্কে ধারণা ও কিছু তথ্য নিন্মে দেওয়া হল,
করোনার টিকা নিবন্ধন করার নিয়ম
করোনার টিকা নিতে আগ্রহীদের ‘সুরক্ষা’ নামক ওয়েবসাইট এবং অ্যাপ থেকে আবেদন করতে হবে। কিন্তু বর্তমান অ্যাপটি মাধ্যমে আবেদন বন্ধ আছে, শুধু মাত্র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। করোনার টিকা রেজিস্ট্রেশন করতে হলে এর নিয়ম সম্পর্কে আপনার জানতে হবে। তাই আপনাদের জন্য করোনার টিকা কিভাবে নিবেন বা রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে কিছু তথ্য নিম্নে আলোচনা করা হলঃ
https://www.surokkha.gov.bd/ নামের ওয়েবসাইটে টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধন করতে হবে। আবেদনের জন্য আপনার জাতীয় পরিচয় পত্র এবং নাম, ঠিকানা, বয়স, পেশা, শারীরিক পরিস্থিতি, ফোন নাম্বার ইত্যাদি তথ্য প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নিবন্ধন করা যাবে না। ১৮ বছরের কম বয়সী প্রার্থী নিবন্ধন করতে পারবে না। আবেদনকারীর দীর্ঘমেয়াদি কোন রোগ থাকলে সেটা উল্লেখ করতে হবে। টিকা গ্রহণকারীর পেশা উল্লেখ করতে হবে। টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক সে সম্পর্কে উল্লেখ করতে হবে। বাংলা ও ইংরেজি, উভয় ভাষায় এই ওয়েবসাইটে তথ্য পূরণ করা যাবে।
আপনার আবেদন হয়ে গেলে টিকার প্রথম ডোজের তারিখ ও কেন্দ্রের নাম আপনার নির্ধারিত ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ফোনে এসএমএস এর মাধ্যমে পাওয়া OTP কোড দিয়ে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। এসএমএস এ যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হলে, কোভিড-১৯ এর টিকা নিতে পারবেন নিবন্ধনকারী সকল প্রার্থী। সঠিক নিয়মে টিকার দু’টি ডোজ টিকা নেয়ার একটি সনদ সুরক্ষা ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে প্রিন্ট করে সংগ্রহ করা যাবে।
করোনার টিকা আবেদন
টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম পর্যায়ে বিভিন্ন ক্যাটেগরিতে নাগরিকদের নির্ধারণ করা হবে। এই নির্ধারণ করা ক্যাটেগরি হলঃ
- ৩৫ বছরের উপরে যেকোন নাগরিক
- সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী,
- বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মী,
- প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মী,
- বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা,
- সম্মুখসারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,
- সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্য,
- রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কর্মকর্তা,
- নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী,
- সিটি করপোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,
- সকল ধর্মের ধর্মীয় প্রতিনিধি,
- মৃতদেহ দাফন বা সৎকারকাজে নিয়োজিত ব্যক্তি,
- বিদ্যুৎসেবায় নিয়োজিত ব্যক্তি,
- পানি সেবায় নিয়োজিত ব্যক্তি,
- গ্যাস সেবায় নিয়োজিত ব্যক্তি,
- ফায়ার সার্ভিসের জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি,
- নৌ-রেল-বিমানবন্দরে কর্মরত ব্যক্তি,
- ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী,
- জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি কার্যালয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং
- প্রবাসী অদক্ষ শ্রমিক ।
প্রথমে এদের টিকা দেওয়া পরে অন্যরা টিকা নেয়ার সুযোগ পাবেন।
আনলাইনে আবেদন করতে চাইলে ⇒ এখানে ক্লিক করুন
APP ডাউনলোড করতে ⇒ এখানে ক্লিক করুন
করোনার টিকা নিবন্ধন,করোনার টিকা রেজিস্ট্রেশন,করোনার টিকার আবেদন,করোনার টিকার দ্বিতীয় ডোজ,করোনার টিকা রেজিস্ট্রেশন এর নিয়ম,করোনার টিকা আবেদন,করোনার টিকা আবেদন ফরম,করোনার টিকা আবেদন করার নিয়ম, ,করোনা টিকা আবেদন,করোনার টিকা ওয়েবসাইট,করোনার টিকা কিভাবে নিব,করোনার টিকা রেজিস্ট্রেশন বাংলাদেশ,প্রথম করোনা টিকা বাংলাদেশ,করোনা ভাইরাসের টিকা রেজিস্টেশন, ,করোনা ভাইরাস টিকা ফরম,করোনার টিকা কাদের দেওয়া যাবে না,করোনার টিকা রেজিস্ট্রেশন করার নিয়ম,করোনার টিকা রেজিস্ট্রেশন কিভাবে করব,করোনার টিকা রেজিস্ট্রেশন অ্যাপস,করোনার টিকা রেজিস্ট্রেশন করার উপায়,করোনা টিকা রেজিষ্ট্রেশন কিভাবে করব ,