কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ তাদের বর্ণ, ধর্ম বা তাদের ব্যক্তিগত সম্পদ এবং মর্যাদা নির্বিশেষে সমস্ত মানুষের সমতায় বিশ্বাস করে। কুমুদিনীর লক্ষ্য হল উচ্চ শিক্ষার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে প্রসারিত করতে এবং সম্প্রদায়ের ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য সহায়ক হয়ে উঠতে সহায়তা করে তাদের মর্যাদা ও মর্যাদাকে উন্নীত করা।
কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ নিম্নলিখিত উদ্দেশ্যগুলি অর্জনের জন্য কুমুদিনী হাসপাতালের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেঃ
- দক্ষ নার্স তৈরি করা যারা রোগীদের মানসম্পন্ন যত্ন প্রদান করবে।
- সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য নার্সিং প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখা।
- উচ্চ মনোবল এবং দায়িত্বের সাথে নার্স তৈরি করা।
- ইনস্টিটিউটে একাডেমিক কোর্সের পাশাপাশি দেশে এবং বিদেশে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণ নিশ্চিত করা।
কুমুদিনী নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
কুমুদিনী নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে। আবেদন করতে পারবেন ২৩ জুন ২০২২ বিকাল ০৪ টা পর্যন্ত।
কলেজের নাম | কুমুদিনী নার্সিং কলেজ |
অবস্থান | মির্জাপুর,টাঙ্গাইল |
কোর্সের নাম | এমএসসি |
মেয়াদ | ০২ বছর |
আবেদন ফি | ১০০০ টাকা |
ভর্তি ফরম সংগ্রহ শুরু | ২৩ মে ২০২২ |
ভর্তি ফরম সংগ্রহ শেষ | ২৩ জুন ২০২২ বিকাল ০৪ টা |
এমএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
১৯৩৮ সনে প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরিচালিত আবাসিক ভিত্তিতে কুমুদিনী নার্সিং কলেজে ২ (দুই) বছর মেয়াদী স্টার অব সায়েন্স ইন নার্সিং কোর্সে (উইমেন্স হেল্থ এভ্ড মিডওয়াইফারি নার্সিং এবং নার্সিং ম্যানেজমেন্ট) ভর্তিচ্ছু ছাত্রীদের থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হচ্ছে। নার্সিং কলেজটি কুমুদিনী মেডিকেল কলেজ, কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমসের সঙ্গে একই ক্যাম্পাসে অবস্থিত।
কোর্সের নামঃ মাস্টার অব সায়েন্স ইন নার্সিং কোর্স
কোর্সের মেয়াদঃ ২ দুই বছর মেয়াদী