খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ প্রকাশিত হয়েছে। সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর  অফিশিয়াল ওয়েবসাইটে www.kuet.ac.bd এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমােট ১০৬৫টি আসনে নিম্নবর্ণিত নিয়মানুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২২

১।প্রার্থীকে 2018 সালের এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০ পেয়ে পাশ হতে হবে।

২।প্রার্থীকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী – এই চার বিষয়ে মেট মিট পয়েন্ট কমপক্ষে 18 এবং উল্লেখিত বিষয়গুলোর মধ্যে গণিত, পদার্থবিদ্যা, রসায়নে পৃথকভাবে | প্রত্যেক বিষয়ে কমপক্ষে গ্রড পয়েন্ট ৪.০ ও ইংরেজীতে কম পক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫ পেয়ে পাশ হতে হবে।

কুয়েট ভর্তি পরীক্ষার মানবণ্টন

২ঘন্টা ৩০ মিনিট এ  সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। এতে গণিত ১৫০ নম্বর, পদার্থবিজ্ঞান ১৫০ নম্বর, রসায়ন ১৫০ নম্বর এবং ইংরেজিতে ৫০ নম্বর থাকবে। প্রত্যেকটি সাবজেক্টে ২৫ টি করে প্রশ্ন থাকবে এবং ২৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বিষয়প্রশ্নমার্কস
গণিত২৫১৫০
পদার্থবিজ্ঞান২৫১৫০
রসায়ন২৫১৫০
ইংরেজী২৫৫০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয় ও আসন তালিকা

১।বৈদ্যুতিক ও বৈদ্যুতিন প্রকৌশল – ১২০ আসন

২।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং – ১২০ টি আসন

৩।ইলেকট্রনিক্স এবং যোগাযোগ ইঞ্জিনিয়ারিং – ৬০ টি আসন

৪।বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং – ৩০ টি আসন

৫।উপাদান বিজ্ঞান এবং প্রকৌশল – ৬০ টি আসন

৬।সিভিল ইঞ্জিনিয়ারিং -১২০ আসন

৭।নগর ও আঞ্চলিক পরিকল্পনা – ৬০ টি আসন

৮।বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট – ৬০ টি আসন

৯।আর্কিটেকচার – ৪০ টি আসন

১০।মেকানিকাল ইঞ্জিনিয়ারিং – ১২০ আসন

১১।শিল্প ও উত্পাদন প্রকৌশল – ৬০ টি আসন

১২।চামড়া প্রকৌশল – ৬০ আসন

১৩।টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং – ৬০ আসন

১৪।শক্তি বিজ্ঞান ও প্রকৌশল – ৩০ টি আসন

১৫।রাসায়নিক প্রকৌশল – ৩০ টি আসন

১৬।মেচাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – ৩০ টি আসন

কুয়েট ভর্তির আবেদন প্রক্রিয়া

১।আপনাকে অবশ্যই KUET ওয়েবসাইটে www.kuet.ac.bd/admission যেতে হবে ।

২।ওয়েবসাইটে যাওয়ার পরে সমস্ত ইউনিটের ভর্তি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা যায় সে সম্পর্কে গাইডলাইন রয়েছে। সুতরাং গাইডলাইনগুলি খুব ভাল করে পড়ুন।

৩।যে কোনও ইউনিটে ভর্তির জন্য আবেদনের জন্য KUET এই ওয়েবসাইটের প্রয়োগ বোতামটি ক্লিক করুন।

৪।আবেদন বোতামটি ক্লিক করার পরে, আবেদনকারীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

৫।তারপরে আপনি যে বোর্ডটি পাশ করেছেন তার নাম পূরণ করুন এবং ক্লিক বোতামটি ক্লিক করুন।

৬।উপরের তথ্যটি খুব ভালভাবে যাচাই করুন।

৭।এবং পরিশেষে, কনফার্ম বোতামটি ক্লিক করুন।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী admission.kuet.ac.bd ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ডে পাওয়া যাবে এবং প্রয়ােজনীয় তথ্যের জন্য রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দপ্তরে ভর্তি শাখায় (PABX: +880-41-769468 Ext. 139, 189) এবং Online Form পূরণ করার ক্ষেত্রে কোন সমস্যায় 01799273655 নম্বরে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯-০০ থেকে বিকাল ৫-০০টা পর্যন্ত) যােগাযােগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে admission@kuet.ac.bd-তে e-mail করা যেতে পারে।


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমএসসি ভর্তি ,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,কুয়েট ভর্তি যোগ্যতা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি ,KUET,কুয়েট মাস্টার্স এডমিশন, কুয়েটে এমএসসি, মাস্টার্স ভর্তি তথ্য কুয়েট,রুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21,ডুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২০-২১,রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21,বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা,বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21,বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *