ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খিদমাহ ক্রেডিট কার্ড ও চার্জ

বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড নতুন একটি ক্রেডিট কার্ড চালু করেছে,যার নাম দিয়েছে ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড। এটি ইসলামী শরিয়াহ এর ‘উজরা’ ধারণার উপর নিরবর করে চালু করা হয়েছে। এটি সাবধানে ইসলামী আর্থিক দক্ষতার দ্বারা বিকাশ করা হয়েছে, যারা ইসলামী শরিয়াহর নির্দেশিকাগুলি মেনে চলেন তাদের জন্য এটি নিশ্চিত করে। খিদমাহ কার্ড একটি নির্দিষ্ট ফি কাঠামোর উপর ভিত্তি করে থাকে, যার অর্থ গ্রাহকের কাছে কেবল স্থির ফি চার্জ করা হয়। এটি পুরো বকেয়া পরিমাণ পরিশোধ বা নির্ধারিত তারিখে ন্যূনতম টাকার পরিমাণ পরিশোধ করতে হয়।

খিদমাহ ক্রেডিট কার্ড নগদ অর্থ বহন করার ঝুঁকি হ্রাস করে এবং  আমাদের প্রতিদিন পণ্য ক্রয় ও বিক্রয়কে সহজ করে তুলবে। তবে এই নতুন কার্ডটি ব্যাংকের জন্য নতুন ব্যবসায়িক যুগ এনেছে এবং অভিজাত সমাজের সকল শ্রেণির লোককে বিবেচনা করে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকিং খাতে উন্নয়নের গতি বাড়িয়ে তুলবে।

 ইসলামী ব্যাংক ও তাদের ক্রেডিট কার্ড

 ইসলামী ব্যাংক ও তাদের ক্রেডিট কার্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চার ধরনের খিদমাহ ক্রেডিট কার্ড চালু করেছে এবং কার্ড গুলোর লিমিট ও দিয়েছে । তাই চলুন জেনে আসি খিদমাহ কার্ডে নাম ও লিমিট সম্পর্কে।

০১) সিলভার কার্ডঃ- ১,০০,০০০ টাকা লিমিট
০২) গোল্ড কার্ডঃ- ২,০০,০০০ টাকা লিমিট
০৩) প্লাটিনাম কার্ডঃ- ৩,০০,০০০ টাকা লিমিট
০৪) প্রিওরিটি প্লাটিনাম কার্ডঃ- ৫,০০,০০০ টাকা লিমিট

ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডের সুবিধা সমূহঃ 

০১) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড সম্পূর্ণ ইসলামী শরিয়া নিয়ম অনুসারে পরিচালিত,

০২) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে সহজেই পণ্য ক্রয় করা যায়, এছাড়া বড় এবং অনেক ছোট ছোট শহরের দোকান গুলতেও ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড সাপোর্ট করে,

০৩) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড এর ক্রেডিট লিমিট পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন,

০৪) আপনার পণ্য অথবা সেবা ক্রয় করার পর নির্দিষ্ট ঠিকানায় অথবা আপনার যুক্ত করা ইমেইলে আপনার Bill Statement সেন্ট হবার পর নগদ অর্থ অথবা চেক এর মাধ্যমে আপনি আপনার বকেয়া পরিশোধ করতে পারবেন,

০৫) আপনি যদি আপনার বকেয়া সম্পূর্ণ পরিশোধ না করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট পরিমান অর্থ পরিশোধ করতে পারবেন (তবে এই ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে),

০৬) বাকিতে কেনার সুবিধা ছারাও আপনি খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে কেনাকাটা করলে ক্যাশ ব্যাক, বোনাস অথবা গিফট পয়েন্টে পেতে পারেন

০৭) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনি অনলাইন নির্ভর সকল সেবা ক্রয় করতে পারবেন ,

০৮) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড ব্যাবহার করে আপনি আপনার ক্রেডিট লিমিত এর ২৫% এটিএম বুথ থেকে নগদ অর্থ তুলতে পারবেন,

০৯) এছারাও iBanking ব্যাবহার করে আপনি আপনার কার্ড এর বিল দিতে পারবেন,

১০) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন,

১১) এই কার্ড ব্যাবহার করে আপনি হাসপাতাল এবং হোটেল বুকিং করতে পারবেন,

১২) আপনি প্রথম কার্ডটি ফ্রী পাবেন,

১৩) এই কার্ড ব্যাবহার করে সুপারস্টার এর ক্রয় এর উপর পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট,

১৪) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড আপনার বেতনের অর্থ অগ্রিম ব্যাবহার করার সুবিধা প্রদান করে,

১৫) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ড দিয়ে পকেটে টাকা না থাকলে কোন অসুবিধা ছারায় কেনাকাটা করা যায়,

১৬) ইসলামী ব্যাংক খিদমাহ ক্রেডিট কার্ডে সর্বনিম্ন সার্ভিস চার্জ প্রযোজ্য,


islami bank card, খিদমাহ ক্রেডিট কার্ড কয়টি, খিদমাহ ক্রেডিট কার্ড লিমিট, খিদমাহ ক্রেডিট কার্ড সুবিধা, ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড, সোস্যাল ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্রেডিট কার্ড, ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড, ইসলামী ব্যাংক গোল্ড কার্ড,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *