এখনকার এই অনলাইন যুগে প্রায় সবাই কম বেশী সবাই ঘরে বসে মোবাইলে অনলাইনে ইনকাম বা আয় করার মত পার্টটাইম জব করতে চাই। এখন এই সুযোগটি দিচ্ছে রবি টেন মিনিট স্কুল। টেন মিনিট স্কুল বা রবি ১০ মিনিট স্কুল হচ্ছে একটি শিক্ষামূলক সংগঠন যা শিক্ষা উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশী মোবাইল অপারেটর রবি একে সহায়তা করছে। প্রতিষ্ঠানটি আয়মান সাদিক কর্তৃক ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম। বর্তমানে ক্লাস ১ থেকে শুরু করে একদম চাকুরি পর্যন্ত সব ধরণের অনলাইন কোর্স, ই-বুক ও প্রিন্টেন্ট বই সহ আরো অন্যন্য বই ও এখানে পাওয়া যায়।
ঘরে বসে মোবাইলে আয়
১০ মিনিট স্কুল থেকে ইনকাম করুনঃ আপনিও পারেন ১০ মিনিট স্কুলে এফিলিয়েট করে আয় করতে কিন্তু আপনাকে নিনে দেওয়া শর্তগুলি মেনে চলে হবে। চলুন জেনে আসি তাদের শর্তগুলি।
১। আপনাকে কোনো ফেসবুক পেজ বা গ্রুপের কমেন্ট সেকশনে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা যাবে না। তবে আপনাকে ১০ মিনিট স্কুল যে ফেসবুক পেজ বা গ্রুপে প্রচারণার জন্য অনুমোদন দিবে শুধু সেখানে শেয়ার করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই স্প্যামিং করা যাবে না।
২। ১০ মিনিট স্কুলের কোন পণ্য সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করা যাবে না।
৩। অ্যাফিলিয়েট হিসেবে কাজ করার সময় আপনি তাদের কোনো প্রকার আইন লঙ্ঘন করতে পারবেন না।
৪। আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কোথাও ১০ মিনিট স্কুল এর কোন অফিশিয়াল তথ্য বা লোগো ব্যবহার করতে পারবেন না।
৫। আপনাকে অবশ্যই নিজের আসল পরিচয় ব্যবহার করে এফিলিয়েট প্রোগ্রামে অংশ নিতে হবে। কোন ফেইক আইডি বা মিথ্যা পরিচয়ের মাধ্যমে কাজ করলে এফিলিয়েশন বাতিল হতে পারে।
৬। প্রথম ৭ দিনের মধ্যে আপনার ১০০ টাকার সেল না হলে এফিলিয়েশন বাতিল করে দিবে।
মোবাইলে অনলাইনে ইনকাম করার উপায়
10 Minuet School থেকে আপনি মোবাইলে অনলাইনে ইনকাম করার উপায় বের করতে পারবেন তার জন্য আপনাকে ১০ মিনিট স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে। চলুন জেনে আসি কিভাবে ১০ মিনিট স্কুল এফিলিয়েটের জন্য কি ভাবে আবেদন করতে হয় এবং কি কি লাগে।
১০ মিনিট স্কুল এফিলিয়েট রেজিস্ট্রেশনঃ আপনিও এখন ভাবছেন কি ভাবে ১০ মিনিট স্কুলে এফিলিয়েট করে আয় করা যায়। আপনি যদি এই এফিলিয়েট করে আয় করতে চান তাহলে আপনি দেরি না করে দ্রুত এফিলিয়েট ১০ মিনিট স্কুলে রেজিস্ট্রেশন করুন। ১০ মিনিট স্কুল এফিলিয়েটের জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে ১০ মিনিট স্কুল রেজিস্ট্রেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার আবেদনটি যদি প্রতিষ্ঠানটি গ্রহন করে তাহলে আপনি তাদের সাথে কাজ করতে পারবেন।
আবেদনের নিয়মঃ
আবেদন করতে হলে আপনাকে ১০ মিনিট স্কুল এফিলিয়েট রেজিস্ট্রেশন করুন লিংকে ক্লিক করতে হবে তারপর আপনাকে ফর্মের সকল তথ্য ধাপে ধাপে পূরন করতে হবে।
ফর্মে যা পূরন করতে হবেঃ
১, তোমার নাম / আবেদন কারির নাম
২, তোমার ই-মেইল আইডি
৩, তোমার ফেইসবুক প্রোফাইলের লিংক
৪, তোমার যোগাযোগের ফোন নম্বর
৫, তোমার বিকাশ নম্বর
৬, তোমার প্লাটফরম টাইপ যেখানে তুমি টেন মিনিট স্কুলের কন্টেন্ট গুলো প্রোমোট করতে চাও
৭, তোমার গ্রুপ, পেইজ, চ্যানেল অথবা ওয়েব সাইটের লিংক
৮, তুমি টেন মিনিট স্কুলের প্রোডাক্ট (ই-বুক অথবা কোর্স) কীভাবে তোমার প্লাটফর্মে প্রোমোট করতে চাও?
এফিলিয়েটের সুবিধাঃ
১ – অ্যাফিলিয়েশন প্রোগ্রামে প্রত্যেক সেইলে অ্যাফিলিয়েটরা আয় করেন ১৫% কমিশন।
২ – অ্যাফিলিয়েশন প্রোগ্রামের জন্যে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে ফর্ম ফিলাপ করার মাধ্যমে যে কেউ রেজিস্টার করতে পারেন তাদের অ্যাফিলিয়েট হিসেবে।
৩ – টেন মিনিট স্কুলের অ্যাফিলিয়েটরা গড়ে মাসে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা আয় করে থাকেন।
৪ – একজন অ্যাফিলিয়েট তার আয় ট্রেইস করতে পারবেন একটি অটোম্যাটিক ড্যাশবোর্ডের মাধ্যমে ও ১৪ কর্মদিবসের মধ্যেই রিসিভ করে ফেলবেন উপার্জিত আয়।
ঘরে বসে মোবাইলে আয়, ১০ মিনিট স্কুল থেকে ইনকাম, ১০ মিনিট স্কুল এফিলিয়েটের সুবিধা, ১০ মিনিট স্কুল এফিলিয়েট রেজিস্ট্রেশন, 10 minute school affiliation, affiliation 10minute school , www.affiliation.10minuteschool.com ,