প্রতিদিন নয়টা-পাঁচটা অফিস করার পর রাজ্যের ক্লান্তি এসে ভর করে শরীরে। এরপর কি আবার ব্যবসা করার কথা চিন্তা করা যায়?ফুল টাইম অফিস করেও অনেকে দিব্যি ব্যবসা করে যাচ্ছে। আধুনিক তরুণ চাকরিজীবীদের ৬৬ শতাংশ মনে ব্যবসায়ী হওয়ার গোপন ইচ্ছা পুষে রাখে বলে আমেরিকার এক জরিপে বলা হয়।যদি আপনারও ইচ্ছা থাকে চাকরির পাশাপাশি ব্যবসা করার তাহলে আপনার জন্যই ১০টি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চাকরির পাশাপাশি ব্যবসা
প্রতিদিন নয়টা-পাঁচটা অফিস করার পর রাজ্যের ক্লান্তি এসে ভর করে শরীরে। এরপর কি আবার ব্যবসা করার কথা চিন্তা করা যায়? এক জরিপে দেখা গেছে, আমেরিকার প্রায় ৬৬ শতাংশ তরুণ চাকরির পাশাপাশি ব্যবসার ইচ্ছা মনে পুষে রাখেন। যদি আপনারও এমন ইচ্ছা থাকে তাহলে আপনার জন্যই ১০টি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
১।প্রথমে চিন্তা করে দেখুন, চাকরির পাশাপাশি ব্যবসা আপনার আসলেই প্রয়োজন কি না। একবার, দুইবার, তিনবার ভাবুন। ভাবুন, চাকরির পাশাপাশি ব্যবসার ধকল সামলানোর ধৈর্য ও সাহস আপনার আছে কি না।
২।নিজের দুর্বলতা খুঁজে বের করুন। অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা অনর্থক হতাশা কখনোই ভালো নয়। নিজের দুর্বলতার সঠিক জায়গাটি খুঁজে বের করুন। আপনার সামর্থ্য কতোটুকু সেটাও চিন্তা করুন।
৩।নতুন আইডিয়া নিয়ে চিন্তা করুন। আপনি যে ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন, বাজারে সেটির চাহিদা আছে কি না বুঝে নিন। পণ্যের চাহিদা বুঝতে পারা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
৪।যে ব্যবসাই করুন না কেনো, আপনার প্রতিযোগী থাকবেই। তাই প্রতিযোগিতার কথা ভেবে হতাশ না হয়ে বরং কিসে ক্রেতার মনোযোগ আকর্ষণ করা যাবে সেটা নিয়ে চিন্তা করুন।
৫।সবসময় কল্পনার রাজ্যে বিচরণ না করে বাস্তবে কেমন হবে তা ভাবুন। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। খেয়াল রাখুন, সবকিছু যেনো যৌক্তিকভাবে হিসাব কষে বের করা যায়।
৬।ব্যবসা শুরু করার আগে কী ধরণের বাধা আসতে পারে তা নির্ণয় করার চেষ্টা করুন। তাহলে প্রস্তুতি ভালো হবে। প্রত্যেকটি বাধা পার হওয়ার পর পরবর্তী ধাপ নিয়ে চিন্তা করুন।
৭।ব্যবসার কাজে আপনার পরিচিত মহলকে কাজে লাগান।
৮।এমন পণ্য নিয়ে বাজারে আসুন যা মানুষের সত্যিই প্রয়োজন। এক্ষেত্রে ছোটখাট জরিপের ব্যবস্থা রাখতে পারেন।
৯।ব্যবসা লাভজনক হতে শুরু করলে দু-একজন বেতনভুক্ত কর্মী প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনার মনমানসিকতার সাথে মেলে এমন মানুষকে প্রাধান্য দিন।
১০।ব্যবসা গুটিয়ে নিলে কী পরিমাণ ক্ষতি হতে পারে তা শুরু থেকেই বিবেচনায় রাখুন। ব্যবসায় একটা শক্ত ও লাভজনক অবস্থায় না গিয়ে চাকরি ছাড়ার কথা ভুলেও ভাববেন না।
চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাই,চাকরির পাশাপাশি কি ব্যবসা করা যায়,আমি চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাই,সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা,চাকরির পাশাপাশি ব্যবসার আইডিয়া,bdnextweb.com,best business to start with little money,small profitable business ideas,top 10 small business ideas,list of business ideas,best business ideas to make money,business ideas from home,hot new business ideas,businesses that make money right away,
খুব ভাল পোস্ট। শেখার আছে অনেক কিছু