চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ সম্প্রতি চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে । ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে www.cuet.ac.bd বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চুয়েট ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারেন।আগ্রহী শিক্ষার্থীরা www.cuet.ac.bd  ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

চুয়েটে আবেদনের ন্যূনতম যােগ্যতাঃ

  1. প্রার্থীকে ২০২১  সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২০ ইং সালের সেপ্টেম্বরের পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
  2. বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড | মাদ্রাসা শিক্ষা বাের্ড / কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৭-২০১৮ অথবা  জিপিএ ৪.০০ পেয়ে পাশ হতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
  3. বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড / মাদ্রাসা শিক্ষা বাের্ড | কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক / আলীম /সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেয়ে পাশ করতে হবে এবং গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীতে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৭.৫০ পেতে হবে। ইংরেজী মাধ্যম / বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
  4. প্রার্থী GCE “O” লেভেল এবং ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজীসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে। GCE “A’ লেভেল পরীক্ষায় পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথক পৃথকভাবে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ হতে হবে
বিষয়আসন সংখ্যা
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং১৮০
মেকানিকাল ইঞ্জিনিয়ারিং১৮০
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ১৩০
সিভিল ইঞ্জিনিয়ারিং ১৩০
ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং৬০
জল গবেষণা ও প্রকৌশল৩০
উপাদান বিজ্ঞান এবং প্রকৌশল৩০
বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং৩০
আর্কিটেকচার৩০
নগর ও আঞ্চলিক পরিকল্পনা৩০
মেকাট্রনিক্স এবং শিল্প প্রকৌশল৩০
পেট্রোলিয়াম ও খনিজ ইঞ্জিনিয়ারিং৩০
সিভিল এবং জল সম্পদ ইঞ্জিনিয়ারিং৩০
মোট ৭৯০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখা যাবে  https://www.cuet.ac.bd/admission

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

👌 আমাদের ফেসবুক পেজে ⚡লাইক দিয়ে একটিভ থাকুন

চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2021-22

আবেদন পদ্ধতিঃ

ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরুর তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নােটিশ বাের্ড এবং ওয়েবসাইট http://student.cuet.ac.bd/  অথবা http://www.cuet.ac.bd/admission মারফত জানানাে হবে। এর জন্য পত্রিকায় | বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেয়া হবে না।

ধাপ-১ 

  1. http://www.cuet.ac.bd/admission এই লিংকে যান।
  2. SSC ও HSC এর Board Passing Year , Roll, Registration number দিয়ে ফর্ম টি ফিল-আপ করুন।Next বাটনে প্রেস করুন।
  3. Mobile No, Email, Address এবং Quota(যদি থাকে) পূরন করে Next বাটনে প্রেস করুন ।
  4. এরপর ছবি এবং স্বাক্কর আপলোড করুন এবং Submit & Print বাটনে প্রেস করুন
  5. এবার আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ন এখন Download Application Form এ ক্লিক করুন।

ধাপ -২

  1. ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে *৩২২# ডায়াল করুন
  2. (পেমেন্ট) অপশন সিলেক্ট করুন
  3. আবার ১(পেমেন্ট অপশন) এ যান
  4. চুয়েটের বিলার আইডি *** টাইপ করুন
  5. এরপর Application ID নম্বর টাইপ করুন
  6. ফী টাইপ করুন
  7. পিন প্রদান করুন
  8. এরপর কনফার্মেশন মেসেজ টি রেখে দিন কারন পরবর্তিতে Transaction ID লাগবে।

চুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২,বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,কুয়েট ভর্তি যোগ্যতা,চুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা,ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা,বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২১-২২,বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২১,আইইউটি ভর্তি বিজ্ঞপ্তি 2021- 22,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *