চলুন আজ ছোট পুকুরে মাছ চাষ করার নিয়ম নিয়ে সকল খুঁটিনাটি তথ্য জেনে আসি । সব ছোট পুকুরে সকল ধরনের মাছ চাষ করতে পারবেন, আমাদের এই পোস্ট পড়ে। মাছ সব মানুষের কাছে অতিশয় পছন্দের খাদ্যবস্তুর মধ্যে একটি। মাছ এমনই একটি খাদ্যবস্তু যার চাহিদা সবসময়ই অনেক বেশি থাকে।আপনি যদি মাছ চাষ করেন তাহলে আপনি দ্রুত সাবলম্বি হতে পারবেন ,কারন হল ছোট পুকুরে মাছ চাষের খরচ খুবই কম । তাই আপনারা দ্রুত এই ব্যাবসার মাধ্যমে লাভবান হতে পারেন।যে কোন ব্যবসা করতে হলে আমরা লাভ-লোকসানের কথা ভাবি, কিন্তু ভাবতে ভাবতেই যদি মুল্যবান সময় নষ্ট করে ফেলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো, ফলে আমাদের চিন্তার সাথে সাথেই মাঠে নেমে পড়তে হবে ।তাই আমরা দেখি ও পড়ি কিভাবে কম বিনিয়োগে মাছ চাষে লাভ করা যাই।
কথায় বলে আমরা মাছ-ভাতে বাঙালি।
কিন্তু মাছ চাষে বাঙালি যে অনেক পিছিয়ে সে খবর কী কেও রাখে?
জরুরী ব্যাপার হলোঃ- ছোট পুকুরে মাছ চাষের প্রতি ভালোবাসা তৈরী , পুকুর তৈরী করা , সহজ ছেচ ব্যবস্থা ,ক্ষতিকারক মাছেদের সরিয়ে ফেলা , মাছ নির্বাচন করা ,ভালো খাবার নির্বাচন , সময় মত পরিচর্যা করা , স্যার প্রয়োগ করা , পানির মান কেমন থাকা উচিৎ ইত্যাদি সঠিক ভাবে ও সঠিক সময়ে করা।
ছোট পুকুরে মাছ চাষ করার উপায়
ভালোবাসা তৈরীঃ-
আমরা জানি যে কিছুপেতে হলে তাকে মন দিয়ে ভালোবাসতে হয় ,ভাল না বাসলে সেটা থেকে ভালো কিছু আসা করা যায় না।তাই কিছু করতে হল আগে সেই কাজ টিকে মন দিয়ে ভালোবাসতে হবে ।তাহলে কজে সাফ্যল অর্জন করা সম্ভাব।তাই আমাদের যেকোন কাজ কে ভালবাসা উচিৎ।সকলে জানে কষ্ট ও ভালবাসার ফল মিষ্টি হয়।
পুকুর তৈরী করাঃ-
গাছ ছাড়া যেমন ফুল-ফল আসা করা যায় না , জমি ছাড়া যেমন চাষ করা যায় না তেমনি পানি ওলা পুকুর ছাড়া মাছ চাষ করা যায় না। তাই মাছ চাষের জন্য জলাশয় পুকুর অতি প্রযোজন।তাই আমাদের আগে পুকুর তৈরী করা দরকার।বাড়ির আশেপাশে যদি পরিতাক্ত ভূমি পড়ে থাকলে সেই ভূমি বা জমি খনন করে পুকুর তৈরী করা যায় অথবা পরিতাক্ত পুকুর যদি থাকে তা হলে ,পুকুর টা সুন্দর ভাবে পরিষ্কার করে নেওয়া যেতে পারে। এই ভাবে পুকুর তৈরী করা সম্ভাব।
সহজ ছেচ ব্যবস্থাঃ-
সুদু পুকুর থাকলেই হবে না ,পুকুরে পর্যাপ্ত পরিমান পানি থাকা প্রয়োজন, পানি না থাকলে মাছ চাষ করা সম্ভাব নই।তাই পুকুরে পর্যাপ্ত পানির করতে হলে, প্রথমে ছেচ ব্যবস্থা অতি প্রয়োজন ।পুকুরে পানি কমলে দ্রুত পানির ব্যবস্থা করার মাধ্যম তৈরী করে রাখতে হবে। তাই এই জন্য ছেচ ব্যাবস্থা হাতের নাগালে রাখতে হবে। তাহলে ,মাছ চাষ খুব সহজে করা সম্ভাব।
ক্ষতিকারক মাছেদের সরিয়ে ফেলাঃ-
পুকুরে পানি থাকলেই মাছ সেখানে থাকে , আর মাছ থাকলেই ক্ষতিকর মাছ থাকার সম্ভাব থাকে ।তাই আমাদের সে দিকে খিয়াল রাখতে হবে।যদি ক্ষতিকর মাছ যদি ডুকে যায় তাহলে ব্যবস্থা নিতে হবে, জাল টেনে ও বিষ প্রয়োগ করে এই ক্ষতিকর মাছ দূর করা সম্ভাব। যেকোন মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করে খতি কর আছ দূর করা সম্ভাব।
মাছ নির্বাচন করাঃ-
মাছ চাষের প্রথম ও প্রধন ধাপ হল সঠিক মাছ নির্বাচন করা।সুস্থ ও সবল মাছ নির্বচন না করতে পারলে মাছ চাষে বেশি লাভ করা সম্ভাব হয় না।মাছ সুস্থ ও সবল না হলে অধিক আংশ মাছ ছোট – বড় হয় ও মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষতির সম্ভাবনা বেশি তাকে।তাই মাছ চাষে লাভ করতে হলে আগে এই বিষয় টি ভালো ভাবে লক্ষ করতে হবা।তাহলে ব্যবসাতে লাভবান হয়া সম্ভাব।
ভালো খাবার নির্বাচনঃ-
মাছ চাষের আর একটি বড় ধাপ হল খাবার নির্বাচন, খাবার ভালো হলে মাছ ও ভালো থাকে এবং বেশি লাভবান হয়া যায়।ভালো খাবার প্রয়োগ করলে মাছ দ্রুত বাড়ে ও মছের গ্রধ ঠিক থাকে । বাজারে ভালো দাম পাওয়া যায়।মাছ চাষে বেশি উৎপাদন পেতে হলে ভাল খাবারের কোন জুড়ি নাই। খাবারের কারনে মাছ সুস্থ থাকে।
সময় মত পরিচর্যা করাঃ
যে কোন বস্তু বা দ্রব্য তৈরীর পর পরিচর্যা না করলে সে টা নষ্ট হয়ে যায় । তাই সবার আগে সেটির পরিচর্যা করা উচিৎ ।মাছ চাষে ও এর ব্যতিক্রম নইয়। মাছে লাভবান হতে চাইলে সময় মত যন্ত ও পরিচর্যা নিতে হয় ।পুকুরে ঠিক মত পানি আছে কিনা, পুকুর পাড় পরিষ্কার আছে কিনা,পুকুরের জলে পিএইচ ৬-৮ এর মধ্যে আছে কিনা,সঠিক সময় জৈব সার দিতে হবে, সঠিক সময় খাবার প্রয়োগ ,১০-১৫ দিন অন্তর পুকুরে জাল টানতে হবে ,ইত্যাদি দিকে ভাল করে খিয়াল রাখতে হবে ও সময় মত পরিচর্যা করতে হবে।
পানির মান কেমন থাকা উচিৎঃ-
পানির গুনাগুনের উপর নির্ভর করে মাছের স্বাস্থ্য বৃদ্ধির হার ও মাছের স্বাভাবিক জীবন যাপন ইত্যাদি বৃদ্ধি পায়।পানির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুনাগুন ঠিক রাখাতে হবে।
মাছ চাষ pdf,আধুনিক পদ্ধতিতে মাছ চাষ,মাছ চাষে লাভ কেমন,মাছ চাষে ভিটামিন প্রয়োগ,মিশ্র মাছ চাষে লাভ,মাছ চাষ প্রশিক্ষণ,কোন মাছ চাষে লাভ বেশি,মাছ বড় করার ভিটামিন,ornamental fish farming in bangladesh,fish farming book in bangla,tilapia fish farming in bangladesh,ornamental fish farming training in bangladesh,biofloc fish farming cost in bangladesh,ras fish farming cost in bangladesh,fish farming book in bengali pdf free download,fish farming in tanks,bdnextweb.com,