গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সরকারি ও বেসরকারি অভিন্ন ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় যে সকল শিক্ষার্থী পাস করেছিলো তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এটিএমএসএস নার্সিং কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারেন। টিএনসিতে নার্সিং ভর্তি হতে শিক্ষার্থীদের নিকট হতে সরকার নির্ধারিত তারিখে সরাসরি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি),গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত।
চলমান কোর্সের নামঃ
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী; আসন সংখ্যা ১৩০ টি
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারী; আসন সংখ্যা ৪০ টি
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স (বেসিক বিএসসি); আসন সংখ্যা ৫০ টি
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারীঃ
টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) তে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী করতে পারবেন। সরকারি ও বেসরকারি নার্সিং পরীক্ষায় নুন্যতম ৪০ মার্কস পেতে হবে। এই কোর্সের মেয়াদ ০৩ বছর। ১৪ তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৮ মে থেকে আর আবেদন করতে পারবেন ০২ জুন ২০২২ তারিখ পর্যন্ত।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারীঃ
টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) তে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক) কোর্সটি করতে পারবেন।সরকারি ও বেসরকারি নার্সিং পরীক্ষায় নুন্যতম ৪০ মার্কস পেতে হবে। এই কোর্সের মেয়াদ ০৩ বছর। ৭ম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৮ মে থেকে আর আবেদন করতে পারবেন ০২ জুন ২০২২ তারিখ পর্যন্ত।
ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স (বেসিক বিএসসি):
টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) তে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স (বেসিক বিএসসি) কোর্সটি করতে পারবেন।সরকারি ও বেসরকারি নার্সিং পরীক্ষায় নুন্যতম ৪০ মার্কস পেতে হবে। এই কোর্সের মেয়াদ ০৪ বছর। ১১ তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হবে ২৮ মে থেকে আর আবেদন করতে পারবেন ০২ জুন ২০২২ তারিখ পর্যন্ত।
টিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
২০২১-২০২২শিক্ষাবর্ষে, এটিএমএসএস নার্সিং কলেজ (টিএনসি) সীমিত আসনে সরকারী বিধি মোতাবেক ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে। নার্সিং কলেজ হতে ফর্ম সংগ্রহ করে ডাকযোগে বা সরাসরি যেয়ে আবেদন পত্র জমা দিতে হবে। আবেদন ফি ৫০০ টাকা প্রযোজ্য হবে।ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী পাশ করার পর টিএনসিতে বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক) কোর্স করার সুযোগ রয়েছে।
আবেদনপত্র সংগ্রহ ও জমাঃ
ভর্তির আবেদন্ ফরম বাবদ ৫০০/- টাকা ফি প্রদানের মাধ্যমে অধ্যক্ষ, টিএমএসএস নার্সিং কলেজ কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে আগামী ০২/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আবেদন ফরমের সাথে এসএসসি ও এইচএসসির নমবরপত্র, সনদপত্র ও প্রশংসাপত্রের ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের ফটোকপি, পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি ও NID এর ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি অফিসে জমা প্রদান করতে হবে।
ভর্তি কার্যক্রমঃ
- আগামী ০৪/০৬/২০২২ইং তারিখে ভর্তির জন্য নিবার্চিত তালিকা প্রকাশ করা হবে
- সেদিন অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
- ৫/৬/২০২২ইং তারিখ হতে ০৯/০৬/২০২২ইং তারিখ পর্যন্ত মেডিকেল চেক আপ সম্পন্ন করে ভর্তি হওয়া যাবে
- সময়ের মধ্যে আসন পূর্ণ না হলে অপেক্ষমান তালিকা হতে ভর্তি করা হবে।