ডেন্টাল এডমিশন সার্কুলার 2020-2021 ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইট www.dghs.gov.bd এ প্রকাশ করা হয়েছে। বিডিএস ডেন্টাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিতে আবেদকরতে হবে প্রদত্ত নিম্ন লিখিত শর্তবলি ও নীতিমালা অনুযায়ী আনলাইনের মাধ্যমে www.dghs.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে ।
ডেন্টাল এডমিশন সার্কুলার 2020-2021
আবেদন শুরুঃ ২৭ মার্চ ২০২১ তারিখ।
আবেদন ফিসঃ ১০০০/- টাকা জমা দিতে হবে।
আবেদন ওয়েবসাইটঃ www.dghs.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইটঃ www.dghs.gov.bd
আবেদন সময় সীমাঃ ১৫ এপ্রিল ২০২১ তারিখ।
ভর্তি পরীক্ষার তারিখঃ ৩০ এপ্রিল ২০২১ তারিখ।
ভর্তির সংক্রাত সকল তথ্য ও বিস্তাতির প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রদান করা হবে।
বিডিএস কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা
১) লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
২) লিখিত পরীক্ষায় যারা ৪০ নম্বর এর কম পেয়েছেন তাদের অকৃতকার্য হিসাবে বিবেচনা করা হবে এবং প্রার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
৩) এসএসসি এবং সমমানের পাসের বছর ২০১৭ – ২০১৮ সাল হতে হবে।
৪) এইচএসসি পাশের বছর ২০১৯-২০২০ সাল হতে হবে।
৫) এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট জিপিএ ৯.০০ পয়েন্ট হতে হবে।
৬) এসএসসিতে ন্যূনতম ৩.৫০ পয়েন্ট এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ পয়েন্ট হতে হবে।
৭) এইচএসসি এবং সমমানের স্তরে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ পয়েন্ট হতে হবে।
ডেন্টাল ভর্তি পরীক্ষার বিষয় ও প্রাপ্ত নম্বর
বিষয় | প্রাপ্ত নম্বর |
জীববিজ্ঞান | ৩০ |
রসায়ন | ২৫ |
পদার্থ | ২০ |
ইংরেজী | ১৫ |
সাধারণ জ্ঞান | ১০ |
মোট নম্বরঃ | ১০০ |
বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি
আবেদন সময়ঃ ১৫ এপ্রিল ২০২১
ডেন্টাল এডমিশন ভর্তির ফরম
মেডিকেল কলেজের জন্য আবেদনের জন্য আপনাকে ও আপনার অভিভাবক দের সাথে আলোচনা করে নিজেকে প্রস্তুত করতে হবে।
১ সিরিয়াল অনুযায়ী আপনার মেডিকেল কলেজ পছন্দ করে তালিকা তৈরি করুন।
২) JPG ফর্ম্যাটে একটি রঞ্জিন ছবি তুলে ৩০০ গুন ৩০০ পিক্সেল তৈরী করে যুক্ত করতে হবে এবং এটি আকারে সর্বোচ্চ 100kb হতে হবে।
৩) JPG ফর্ম্যাটে একটি স্বাক্ষর করে ৩০০০ গুন ৮০ পিক্সেল তৈরী করে যুক্ত করতে হবে এবং এটি আকারে সর্বোচ্চ 60kb হতে হবে।
৪) পছন্দ মত ভর্তি পরীক্ষা কেন্দ্রের নির্বাচন করুন।
৫) অর্থ প্রদানের জন্য একটি টেলিটক মোবাইল ফোন ব্যবহার করুন।
৬) তারপর আপনি মেডিকেল এবং ডেন্টাল কলেজের জন্য আবেদন করতে প্রস্তুত।
ডেন্টাল এডমিশন সার্কুলার, ডেন্টাল এডমিশন টেস্ট, ডেন্টাল এডমিশন সার্কুলার ২০২১, ডেন্টাল এডমিশন সার্কুলার পিডিএফ, ডেন্টাল ভর্তি তথ্য, ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি , the dental admission test , ডেন্টাল ভর্তি , ডেন্টাল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি , dental admission circular 20-21, dental admission 2021 admit card download, বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি, বিডিএস ভর্তি সার্কুলার, বিডিএস কোর্সে ভর্তি, ডেন্টাল এডমিশন আবেদন ফরম, বিডিএস আবেদন ফরম, the dental admission test 2021,