করোনাভাইরাস একটি সংক্রামক ভাইরাস জনিত রোগ। যা এর আগে কখনো মানুষের হয়নি। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্থ করে এবং মৃত্যুর দিকে প্রতীত করে। এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ১৮ লাখেরো বেশি এবং বিশ্বব্যাপী শনাক্ত রুগীর সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটির বেশি। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে সাতটি। নতুন এই রোগটিকে প্রথমদিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন: ‘চায়না ভাইরাস’, ‘করোনাভাইরাস’, ‘২০১৯ এনকভ’, ‘নতুন ভাইরাস’, ‘রহস্য ভাইরাস’ ইত্যাদি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-১৯ যা ‘করোনাভাইরাস ডিজিজ ২০১৯’-এর সংক্ষিপ্ত রূপ।
করোনা ভাইরাসের লক্ষণ
সন্দেহভাজন করোনা রোগীর লক্ষণ
১) জ্বর থাকবে (৯৯ ডিগ্রি বা তার বেশি)
২) শুকনা কাশি হবে
৩) গলা ব্যাথা হবে
৪) শ্বাসকষ্ট হবে
৬) শরীর খারাপ লাগা হবে
৭) সর্দি ভাব থাকবে
৮) বুক ব্যাথা থাকবে
৯) মাথা ব্যাথা থাকবে
১০) পাতলা পায়খানা, ডায়রিয়া হতে পারে
১১) মুখে স্বাদ না থকবে না
১২) নাকে কোন গন্ধ পাওয়া যাবেনা
মৃদু ভাইরাসের লক্ষণঃ
১) জ্বর (১০০ ডিগ্রির নিচে)
২) শুকনা কাশি
৩) গলা ব্যাথাা
৪) ক্লান্তি/দুর্বলতা
৫) মাথা ব্যাথা
৬) পেশীতে ব্যাথা
৭) পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি হয়
৮) মুখে স্বাদ থাকেনা
৯) নাকে গন্ধ পাওয়া যায় না
মাঝারি ভাইরাসের লক্ষণঃ
পূর্বের উপসর্গের সাথে
১) জ্বর (১০১-১০২ ডিগ্রি)
২) শরীরে শিরশিরে ভাব (নিয়মিত কাঁপুনিসহ)
৩) ভারি কাশিা
৪) শ্বাসকষ্ট (অক্সিজেন সেচুরেশন ৯৪% এর নীচে)
৫) ক্লান্তি
৬) শরীরে ব্যথা
৮) পেশীতে ব্যাথা
তীব্র ভাইরাসের লক্ষণঃ
১) পূর্বের উপসর্গের সাথে জ্বর (১০১-১০২ ডিগ্রি)
২) শরীরে শিরশিরে ভাব (নিয়মিত কাঁপুনিসহ)
৩) ভারি কাশি
৪) শ্বাসকষ্ট (অক্সিজেন সেচুরেশন ৯৪% এর নীচে)
৫) শারীরিক ক্লান্তি
৬) শরীরে ব্যথা
৭) পেশীতে সারিরি
পোস্ট কোভিড উপসর্গঃ
১) ক্লান্তি
২) নিশ্বাস নিতে কষ্ট
৩) স্নায়বিক জটিলতা
৪) ঘুমের সমস্যা
৫) কথা মনে রাখতে কষ্ট হওয়া/ মনযোগে সমস্যা
৬) কাশি
৭) পেশীতে ব্যাথা বা মাথা ব্যাথা
৮) হৃৎস্পন্দন দ্রুত হয়ে যাওয়া
৯) বিষন্নতা/ উদ্বিগ্নতা
১০) র্যাশ হওয়া
১১) চুল পড়া
১২) মুখে স্বাদ না থাকা
১৩) নাকে গন্ধ না পাওয়া
করোনার নতুন লক্ষন সমূহঃ
১) ফোলা জিহবাা
২) বুকে হালকা ব্যাথা
৩) চোখ জ্বালাপোড়া
৪) হাত ও পায়ের আঙ্গুলের রঙ ফ্যাকাশে হওয়া
৫) হাতের তালুতে জ্বালাপোড়া
৬) মাথা ব্যাথা
৭) গলা ব্যাথা
৮) পায়ের তালুতে লালচে ভাব
৯) ডায়রিয়া
১০) মুখে ঘা
১১) চামড়ায় র্যাশ ইত্যাদি
করোনা ভাইরাস এর লক্ষণ, করোনা ভাইরাসের লক্ষণ, করোনা ভাইরাস উপসর্গ, করোনা ভাইরাস এর লক্ষণ কি কি ২০২১, করোনা ভাইরাস জ্বর, করোনা ভাইরাস জ্বর তাপমাত্রা কত থাকে, করোনা ভাইরাস জ্বর তাপমাত্রা, করোনা ভাইরাস জ্বর কেমন হয়,