মাস মেরিন একাডেমীতে বিক রেটিং কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন অধিদপ্তর কতৃক অনুমোদিত মাস মেরিন একাডেমীতে সমুদ্রগামি জাহাজে চাকরীর জন্য ৮ম ব্যাচ রেটিংস (নাবিক) ভর্তি চলছে। আনোয়ারা চট্টগ্রাম ক্যাম্পাসে ৫টি কোর্সে ভর্তি কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাত্র ৬ মাসের প্রশিক্ষণ শেষে বিদেশগামী জাহাজে চাকুরীর সুবর্ন সুযোগ পাবেন।
আপনারা যারা মাস মেরিন একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ শেষে বিদেশগামী জাহাজে চাকরি করতে চান তারা মাস মেরিন একাডেমির বিজ্ঞপ্তিতে দেওয়া ৫টি কোর্সে করতে পারেন। কোর্সের সকল তথ্য গুলি আপনাদের সুবিধার জন্য এই অনুচ্ছেদে সম্পূর্ণ নির্ভুল ভাবে তুলে ধরা হয়েছে।
মাস মেরিন একাডেমীতে নাবিক রেটিং কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
মাস মেরিন একাডেমীতে বিক রেটিং কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে আমাদের পোষ্টটি সাজানো হয়েছে। যে সকল শিক্ষার্থী মাস মেরিন একাডেমীতে বিক রেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন। নিচে সকল তথ্য তুলে ধরা হল
কোর্সের নাম , আসন ও যোগ্যতা
কোর্সের নাম | আসন | বয়স | যোগ্যতা |
ডেক রেটিং | ৩০ | ১৬-২২ | এসএসসি (বিজ্ঞান বিভাগ) জিপিএ ২.৫ |
ইঞ্জিন রেটিং | ৩০ | ১৬-২২ | এসএসসি (বিজ্ঞান বিভাগ) জিপিএ ২.৫ |
ষ্টুয়ার্ড রেটিং | ২০ | ১৬-২২ | এসএসসি (যে কোন বিভাগ) জিপিএ ২.৫. |
ফিটার কাম ওয়েল্ডার রেটিং | ১০ | ২৫-৩৫ | সরকার অনুমোদিত যে কোন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান হতে ওয়েন্ডার মেরিন/মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল ইহ্জিনিয়ারিং এ রেটিং ডিপ্লোমা পাশ। অথবা, ন্যুনতম এসএসসি পাশসহ কোষ্টাল/ ফিশিং জাহাজে ফিটার কাম ওয়েন্ডার হিসাবে কমপক্ষে ৩ (তিন) বছরের চাকুরীর অভিজ্ঞতা, অথবা, ন্যুনতম এসএসসি পাশসহ সরকার অনুমোদিত যে কোন মেরিন ওয়ার্কশপ/ডকইয়ার্ড/ শিপইয়ার্ডে ফিটার কাম ওয়েন্ডার হিসাবে কমপক্ষে 8 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। |
কুক রেটিং | ১০ | ২৫-৩৫ | ন্যুনতম এসএসসি পাশ এবং কোষ্টাল জাহাজ/ফিশিং জাহাজে কুক হিসাবে কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা। অথবা, ন্যুনতম এসএসসি পাশসহ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে যে কোন প্রৃতিষ্ঠানের অনুমোদিত ক্যাটারিং প্রশিক্ষণসহ আন্তর্জাতিক মানের হোটেলে রন্ধন কাজে কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা । |
শারীরিক যোগ্যতা
- কমপক্ষে ১৫৮ সেমি, ওজন: ৫০-৮৫ কেজি, চোখের দৃষ্টি: ডেক: ৬/৬, ইঞ্জিন: ৬/১২,
হতে হবে। - বয়সঃ শুধুমাত্র এসএসসি সনদে রেকর্ডকৃত বয়স গ্রহনযোগ্য ।
আবেদনের নিয়ম সমূহ
ভর্তি পরীক্ষা ফি ৫১০টাকা ০১৮৪১০৪৭৪৬৪ এই মারচেন্ট বিকাশ নাম্বারে, পেমেন্ট অপশনের মাধ্যমে জমা দিয়ে https://academy.masgroupbd.com ওয়েবসাইটে Apply for Rating admission অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা, একাডেমির নিম্মোক্ত চট্টথাম অফিসে সরাসরি যোগাযোগ করে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ
১৬ ফেরবুয়ারি ২০২৩
নির্বাচন পদ্ধতি
- লিখিত পরীক্ষা নৈব্যত্তিক(MCQ) পদ্ধতিতে হবে । এসএসসি সিলেবাস থেকে ৭৫টি প্রশ্ন, মোট ১৫০নম্বর । (ইংরেজী-৫০, গনিত-৫০, সাধারণ জ্ঞান-৫০)
- লিখিত পরীক্ষায় পাশ নম্বর 80% |
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হতে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য চুড়ান্ত ও অপেক্ষমান তালিকা প্রকাশ হবে। চুড়ান্ত তালিকার প্রার্থীরা নৌ-পরিবহন অধিদপ্তর, ঢাকা হতে চক্ষু পরীক্ষার সনদ নিয়ে প্রয়োজনীয় মেডিকেল টেস্টের রিপোর্ট সহ ভর্তি হতে পারবে। মেডিকেল টেষ্টের তালিকা পরবর্তিতে জানানো হবে।