পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ Polytechnic Admission Circular 2023

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪। বিটিইবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করবে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পলিটেকনিক্যাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করবে এসএসসি ফলাফল প্রকাশের পরে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ভর্তির বিজ্ঞপ্তিটি কারিগরি অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করবে।

এই পোস্টের মাধ্যমে আপনি পলিটেকনিক ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট তথ্য পাবেন। ভর্তি বিজ্ঞপ্তি প্রথম শিফট এবং ২য় শিফট বা ব্যাচের জন্য ঘোষণা করবে। বিভিন্ন ধরনের ভর্তি তথ্য পেতে আপনি আমাদের ওয়েবসাইট BDnextweb.com ভিজিট করতে পাবেন। Polytechnic Admission Circular 2022 বিজ্ঞপ্তির সকল তথ্য নিম্নে দেওয়া হলঃ

পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ফরেষ্ট্রি, ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার ভর্তি বিজ্ঞপ্তি, ডিপ্লোমা-ইন-ফিসারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে  ছাত্র/ছাত্রী ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন । ভর্তির বিস্তারিত তথ্য সমূহে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য গুলো নিচে তুলে ধরা হলো;

বিজ্ঞপ্তির নামপলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন শুরু০৯ আগস্ট ২০২৩
শিক্ষাবর্ষে মেয়াদ ০৪ (চার) বছর
ফলাফল প্রকাশের তারিখপরের বিজ্ঞপ্তিতে জানানো হবে
আবেদন ফি১৬০/- টাকা
আবেদনের মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদন লিংক www.btebadmission.gov.bd
আবেদনের শেষ তারিখ৩১ আগস্ট ২০২৩

বিশেষ দ্রষ্টব্য : দরখস্ত ও আবেদন ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই আবেদন টি ভালভাবে পড়ুন কারণ আপনার কোন প্রকার ভুলের জন্য আমরা দায়ী নহে। পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির নোটিশ, আবেদনের প্রক্রিয়া গুলি চিত্র সহ, চিত্রের নিচে বিস্তারিত দেওয়া হল। এছাড়া সকল তথ্য জানতে এই রঙ্গিন স্থানে ক্লিক করুন।

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের প্রক্রিয়া

অন-লাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থী কে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), শিওরক্যাশ ও বিকাশ এর মাধ্যমে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র) প্রদান করতে হবে। অনলাইনে সর্বোচ্চ ১৫টি প্রতিষ্ঠান/টেকনোলজি-তে আবেদন করা যাবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই
আবেদন করা যাবে। তবে অতিরিক্ত পছন্দ হিসাবে যে কোন প্রতিষ্ঠান ও যে কোন বিষয় নির্বাচন করা যাবে।

ভর্তির আবেদনের পদ্ধতি সেকল শিক্ষাক্রমের ক্ষেত্রে :

ভর্তির জন্য নির্ধারিত আবেদনপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে। আবেদনের সময় সম্প্রতি তোলা রঙিন ছবি  যা ১৫০ সু ১২০ পিক্সেল আকারে এবং সাইজ অনধিক ৫০kb ছবি আপলোড করতে হবে। আবেদনকারীর সঠিক ছবি আপলোডের বিষয়টি নিশ্চিত হতে হবে। ভর্ভির জন্য নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd এবং btebadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাওয়া যাবে।

আবেদনের নিয়ম: 

প্রাথীকে আবেদনের নির্ধারিত স্থানে পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠান এবং টেকনোলজি/স্পেশালাইজেশন/ট্রেড সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে যে কোন প্রতিষ্ঠান এবং যে কোন টেকনোলজি পছন্দ হিসেবে নির্বাচনের সুযোগ থাকলে তা নির্বাচন করা যাবে এবং দ্বিতীয় অপেক্ষমান ফলাফল প্রকাশের সময় যে কোন প্রতিষ্ঠান এবং যে কোন টেকনোলজি পছন্দক্রম বিষয়টি প্রয়োগ করা হবে।

এস.এস.সি সহ ০২ (দুই) বছর মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে। এস.এস.সি ও ট্রেড পরীক্ষায় প্রাপ্ত ন্বর/গ্রেড এর ভিত্তিতে প্রার্থী নির্বাচন ও ট্রেড সংশ্লিষ্ট টেকনোলজিতে ভর্তি করা হবে।

 

শিক্ষার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি :

শিক্ষার্থী নির্বাচনে কোন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেবলমাত্র এস.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষাথী নির্বাচন করা হবে। এস.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৬৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১৪ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১৪ গুন ৫=৭০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৬৮ উল্লেখ করা হয়েছে)। ২০১৬ সালে এস.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ- প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৫৩ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১১ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১১৯৫-৫৫ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৫৩ উল্লেখ করা হয়েছে) ২০১৫ সালে এস.এস.সি পাসকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্ত সকল বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৮ গ্রেড পয়েন্ট ধরে প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে (১০ বিষয়ের প্রতি বিষয়ে গ্রেড পয়েন্ট ৫ হিসেবে ১০৮৫-৫০ হওয়ার কথা। কিন্তু চতুর্থ বিষয়ে ২ পয়েন্ট বাদ দেয়ার কারণে সর্বোচ্চ পয়েন্ট ৪৮ উল্লেখ করা হয়েছে)। এক্ষেত্রে ৬৮ পয়েন্ট ও ৫৩ পয়েন্ট কে ৪৮ পয়েন্টর সাথে সমতুল্য করে হিসাব করা হবে। সাধারন শিক্ষা বোর্ডের পয়েন্ট , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস.এস.সির পয়েন্ট, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পয়েন্ট, কারিগরি শিক্ষা বোর্ডের পয়েন্ট এবং ও” লেভেলের পয়েন্ট সমতুল্য করে মেধাক্রম নির্ধারণ করা হবে।

 

আরও একটি বিজ্ঞপ্তিঃ

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২১ – ২০২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক ,গ্রাফিক আর্টস ইনস্টিটিউট , ফেনী কম্পিউটার ইনস্টিটউট ,বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা) ,আগারাগাঁও ,শেরেই বাংলা নগর,ঢাকা , রাজশাহী সার্ভে ইনস্টিটিউট , ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) ,নাক্টার (বগুড়া) এবং সকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহ ৪ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং,ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ছাত্র – ছাত্রী ভর্তি এবং বিএমিটি পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি্তে ৪বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেরিন , শিপ বিল্ডিং টেকনোলজিতে অন লাইনে আবেদন আহবান করা যাচ্ছে।নির্ধারিত সমায়ের মাধ্যে আবেদন করতে হবে ।

  • আবেদনের পদ্ধতিঃ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ।
  • ফি জমা দেওয়ার পদ্ধতিঃ বিকাশ , রকেট ,শিওরক্যাশ এর মাধ্যমে জমা দিতে পারবেন।
  • ভর্তি সময় সীমাঃ   ১০ ,১৫ ,২০ এপ্রিল ২০২১ পর্যন্ত।

পলিটেকনিক শিক্ষার যোগ্যতাঃ এ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ।
যোগ্যতাঃ মোট জিপিএ ৩.৫০ সহ গণিত / উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ পেয়েছে তারা পলি টেকনিক্যাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতাঃ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা দুই বছরের ট্রেড কোর্সের শিক্ষার্থীরা এই ভর্তি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমাঃ ২২বছর বয়স পর্যন্ত ।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১

Online Application Link

Polytechnic Admission Circular 2021

 

পলিটেকনিক ডিপ্লোমা ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে: নীচে নির্দেশনা ।

পদক্ষেপ ১ঃ প্রথমে আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল মাধ্যমে  ভর্তি ফি দিতে হবে ১৫০ টাকা শুধুমাত্র ।

ম্যাসেজের ধরণঃ বিটিএডি (স্থান) আপনার এসএসসি পরীক্ষার বোর্ডের প্রথম স্থান (স্পেস) এসএসসি রোল (স্পেস) পরীক্ষার বছর (স্পেস) এসএসসি রোল নং (স্পেস) এবং 16222 প্রেরণ করুন ।

বিটিএডিএড <স্পেস> এক্সএক্সএক্সএক্স <স্পেস> YYYYYY <স্পেস> জেডজেডজেড (স্পেস) এ বা বি এবং পাঠান ১৬২২২ নম্বারে ।

উদাহরণ: বিটিএডিডি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২১ এবং প্রেরণ করুন ১৬২২২ নম্বারে ।

আপনি পিন নম্বর, পিতৃ এবং মাতৃদের নাম এবং ফি থেকে বেতনের শিফট নিশ্চিতকরণ সহ একটি রিটার্ন ম্যাসেজ পাবেন। তারপরে আপনার আবেদন শেষ করতে আপনাকে অন্য একটি ম্যাসেজ প্রেরণ করতে হবে। বিটিএডি স্পেস ইয়ার্স স্পেস পিন নম্বর এবং আপনার মোবাইল নম্বর (যে কোনও অপারেটর) এবং প্রেরণ করুন ১৬২২২ নম্বারে ।

বিটিএডিডি <স্পেস> হ্যাঁ <স্পেস> ১২৩৪৫৬ <স্পেস> ও .১১১১১১১১১১১ এবং প্রেরণ করুন ১৬২২২ নম্বারে ।

উদাহরণ: বিটিএড ইয়েস ১২১২১২১২১১২১ এবং ১৬২২২ নম্বারে প্রেরণ করুন ।

আবেদনকারী অর্থ প্রাপ্তির পাশাপাশি ম্যাসেজ পাবেন। আপনাকে আরও প্রশ্নের জন্য অবশ্যই অর্থের রশিদ নম্বর সংগ্রহ করে রাখতে হবে।

পদক্ষেপ ২ঃ পলিটেকনিক কারিগরি ভর্তি সাইটে যান (www.techedu.gov.bd / btebadmission.gov.bd, www.bteb.gov.bd) এবং “পলিটেকনিক টিএসসি ডিপ্লোমা” ক্লিক করুন। মানি রশিদ এবং এসএসসি রেজি নং দিয়ে লগইন করুন সমস্ত প্রয়োজনীয় পূরণ করুন এবং ক্লিক করুন এবং জমা দিন ।

পদক্ষেপ ৩ঃ আপনার আবেদন ফর্মটি পূরণ করুন এবং চূড়ান্ত জমা দিন। আপনি ফাইনাল সাবমিট এ ক্লিক করলে আপনি একটি ম্যাসেজ পাবেন।ন

দ্রষ্টব্যঃ আপনার ট্র্যাকিং নম্বরটি সংগ্রহ করে রাখুন ।


পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ,পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022,পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২৩ ,পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি ,পলিটেকনিক ডিপ্লোমা বিজ্ঞপ্তি ,পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি ২০২১ , পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ,

পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি 2021,পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি,সরকারি পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি,বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি,পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২৩,পলিটেকনিক ভর্তি তথ্য,পলিটেকনিক ভর্তি,ঢাকা পলিটেকনিক ভর্তি,ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি ২০২১ ,ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ২০২১,সরকারি পলিটেকনিক ভর্তি ২০২১,সরকারি পলিটেকনিক ভর্তি,পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি 2022 ,ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,ডিপ্লোমা ভর্তি,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি,

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১,ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ,ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,ডিপ্লোমা ভর্তি ফরম,ডিপ্লোমা ভর্তির নিয়মাবলী,ডিপ্লোমা ভর্তি ২০২১-২০২৩, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ,সরকারি ডিপ্লোমা নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২৩,polytechnic admission 2022,polytechnic admission circular 2021,polytechnic admission 2021,polytechnic admission result 2022,

polytechnic admission circular,polytechnic admission system,polytechnic admission form,polytechnic admission bd,admission in polytechnic,www.polytechnic admission,www.polytechnic admission.org,www.polytechnic admission.gov.bd,polytechnic admission.com,the polytechnic ibadan admission portal,the polytechnic ibadan admission list,the ibarapa polytechnic admission portal, polytechnic admission 2021,wb polytechnic admission 2021,পলিটেকনিক এডমিশন রেজাল্ট ,polytechnic admission 2021-22 ,polytechnic 2 year admission ,

One thought on “পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ Polytechnic Admission Circular 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *