পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশের নাম,রাজধানী ও আয়তন

আপনি আজ জানতে চেয়েছেন যে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ সম্পর্কে। তাই আমি আজ আলোচনা করবো পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশের নাম, রাজধানী ও আয়তন সম্পর্কে। বর্তমান পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি। এই সব দেশের নাম, রাজধানী, আয়তন সব কিছু আলাদা আলাদা। ১৯৫ টি দেশের মধ্যে এমন কিছু দেশ আছে যা অতি ক্ষদ্রু এবং এমন কিছু দেশ আছে যা আয়তনে বিশাল বড়। তবে মজার বিষয় হচ্ছে আমাদের ভৌগোলিক আয়তন অনুযায়ি পৃথিবীর প্রথম বড় ১০টি দেশ বিশ্বের প্রায় অর্ধেকটাই দখল করে রেখেছে। তাই চলুন দেরি না করে জেনে আসি বিশ্বের বৃহত্তম ১০ টি দেশের সম্পর্কে কিছু তথ্য।

পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ

পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশের নাম,রাজধানী ও আয়তন সম্পর্কে নিম্নে তুলেধরা হলঃ

ক্রমিক নং দেশের নামরাজধানী আয়তন
০১রাশিয়া মস্কো১৭,০৯৮,২৪২ বর্গ কিলোমিটার
০২কানাডাঅটোয়া৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার
০৩আমেরিকাওয়াশিংটন, ডিসি৯,৮৩৩,৫১৭ বর্গ কিলোমিটার
০৪চীনবেইজিং৯,৫৬৯,৯৬০ বর্গ কিলোমিটার
০৫ব্রাজিলব্রাসিলিয়া৮,৫১৫,৭৭০ বর্গ কিলোমিটার
০৬অস্ট্রেলিয়াক্যানবেরা৭,৭৪১,২২০ বর্গ কিলোমিটার 
০৭ভারতনয়াদিল্লি৩,২৮৭,২৬৩ বর্গ কিলোমিটার
০৮আর্জেটিনাবুয়েনস আইরেস২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার
০৯কাজাকিস্তানআস্তানা২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার
১০আলজিরিয়াআলজিয়ার্স২,৩৮১,৭৪১ বর্গ কিলোমিটার

পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম

১. রাশিয়া

রাশিয়ার রাজধানীর নাম হল মস্কো। রাশিয়ার মোট আয়তন হল ১৭,০৭৫,৪০০ বর্গকিলোমিটার (৬,৫৯২,৮০০ বর্গমাইল)। যা সারা বিশ্বের বৃহত্তম দেশ বলে খ্যাত। এই রাশিয়াতে ১৪ টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে।  এই দেশটি অর্ধ প্রেসিডেনসিয়াল ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধান ৮৩ টি ফেডারেল বিষয় দ্বারা গঠিত। দেশটির দক্ষিণাঞ্চলে খানিকটা আদ্র-গ্রীষ্মকালীন আবহাওয়া দেখা যায়। এটির জমাট বনাঅঞ্চল ও মেরু অঞ্চলে খনিজ ও তেলের বিশাল ভান্ডার রয়েছে। এই দেশের প্রায়  ৬০ শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত এবং এর প্রায় অর্ধেক এলাকায় এখনো মানুষের পা পড়েনি। রাশিয়া একটি আধা-রাষ্ট্রপতি শাসিত দেশ যেখানে প্রেসিডেন্ট সর্ব ক্ষমতার মালিক। তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন।

২. কানাডা

কানাডার রাজধানীর নাম হল অটোয়া। কানাডার মোট আয়তন হল ৯,৯৮৪,৬৭০ বর্গ কিলোমিটার। কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে বলে গন্য করা হয়। কানাডা দেশের মোট জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। যার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৪জন বসোবাস করে। কানাডার  ইংরেজি ও ফরাসি ভাষা দুটোই সরকারি ভাবে গন্য করা হয়। বর্তমান কানাডীয় সামরিক বাহিনী ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।

৩. আমেরিকা

আমেরিকা রাজধানীর নাম হল ওয়াশিংটন, ডিসি। আমেরিকা মোট আয়তন হল ৯,৮৩৩,৫১৭ বর্গ কিলোমিটার। এর বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত এই আমেরিকা। যা মার্কিন যুক্তরাষ্ট্র নামেও পরিচিত। এই দেশটি কানাডার চেয়ে একটু ছোট। আমেরিকার সঙ্গে শুধুমাত্র কানাডা ও মেসিকোর স্থল সীমান্ত রয়েছে। আমেরিকার বৈচিত্রময় ভূপ্রকৃতি ও বন্য প্রাণী রয়েছে। দেশটির পশ্চিম দিকে পাথরের পাহাড়ি এলাকা রয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া উপকূলী অঞ্চলে রয়েছে অনেকগুলো সৈকত রয়েছে।

৪. চীন

চীনের রাজধানীর নাম হল বেইজিং এবং রাশিয়ার মোট আয়তন হল ৯,৫৬৯,৯৬০ বর্গ কিলোমিটার। চীন বা গণচীন, পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি ১৪৪ কোটি জনসংখ্যার দেশ। যা বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র নামে ক্ষেত। দেশটির প্রধান প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেইজিং, ছোংছিং, শেনচেন, থিয়েনচিন ও হংকং উল্লেখযোগ্য। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি শালী দেশ এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মা অবলম্ভি হলেও জনসংখ্যার হিসেবে চীন বিশ্বের ১৮ তম মুসলিম জনগোষ্ঠীর দেশ এবং ১৯ তম খিষ্ট্রান জনগোষ্ঠীর দেশ। চীনে প্রতি ১হাজার মানুষের জন্য চিকিৎসক রয়েছে মাত্র ১.৯ জন। ন্যাশনাল পিপলস কংগ্রেস হল গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কক্ষ। চীন বর্তমানে বিশ্বের ২য় সামরিক শক্তি হলেও ১৯৬২-র চীন-ভারত যুদ্ধ ছাড়া অপর কোনো উল্লেখযোগ্য বৃহৎ আকারের যুদ্ধে জড়িত হয়নি।

৫. ব্রাজিল

ব্রাজিলের রাজধানীর নাম হল ব্রাসিলিয়া এবং ব্রাজিলের মোট আয়তন হল ৮,৫১৫,৭৭০ বর্গকিলোমিটার (৫,২৯০,৮৯৯ বর্গমাইল) । ব্রাজিলের বিশ্বের বৃহৎতম রিন্ ফরেস্ট আমাজন এ অবস্থান। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র এটি। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। বর্তমান দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় ১৯ কোটি। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত-সংযোগ রয়েছে। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ। ব্রাজিলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। আদিবাসী আমেরিকান, পর্তুগিজ বসতি স্থাপনকারী এবং আফ্রিকান দাসদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্রাজিলীয় জাতীয়তাকে বহুমুখী রূপ দিয়েছে। ব্রাজিলীয় সাহিত্য বিশ্বে অন্যতম আলোড়ন তোলা সাহিত্য। ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহো বিশ্বের সর্বাধিক পঠিত লেখক। এছাড়া মাচাদো দ্যে অ্যাসিস ব্রাজিলের সর্বকালের সেরা লেখক হিসেবে সুপরিচিত।

৬. অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হল ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মোট আয়তন ৭,৭৪১,২২০ বর্গ কিলোমিটার। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ৬ষ্ঠ বৃহত্তম দেশ। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর, ও টরেস প্রণালী; পূর্বে প্রবাল সাগর এবং তাসমান সাগর; দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর; পশ্চিমে ভারত মহাসাগর। সিডনী হল এর বৃহত্তম শহর। ১৯০১ সালে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে। ব্রিটেনের রাণী তাদের দেশের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি ও রাষ্ট্রের প্রধান। এইদেশে সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে যেখানে দ্বিতীয় এলিজাবেথ রানী হিসাবে স্বীকৃত। রানীর প্রতিনিধিত্ব করেন একজন গভর্নর জেনারেল। প্রতি ৩ বছর অন্তর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৭. ভারত

ভারতের রাজধানীর নাম হল নয়াদিল্লি এবং অস্ট্রেলিয়ার মোট আয়তন ৩,২৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। এর বৃহত্তম নগরী হল মুম্বই। সরকারি ভাষা হিসাবে বাংলা, হিন্দি ও ইংরেজি ব্যাবহার করা হয়। দেশটির সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর-পূর্বে চীন, নেপাল, ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। ভৌগোলিভাবে ভারতের উত্তরের হিমালয় পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণের মৌসুমী জলবায়ু এলাকা এবং দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। ষোড়শ শতক থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ব্রিটিশ যুক্তরাজ্যের মতো ইউরোপীয় শক্তিগুলি ভারতে বাণিজ্যকুঠি স্থাপন করতে শুরু করে। পরবর্তীকালে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের সুযোগ নিয়ে তারা ভারতে উপনিবেশ স্থাপন করতেও সক্ষম হয়।

৮. আর্জেটিনা

ভারতের রাজধানীর নাম হল বুয়েনস আইরেস এবং অস্ট্রেলিয়ার মোট আয়তন ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। দেশটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এবং ৩২ তম সর্বাধিক জনবহুল এবং বিশ্বের বৃহত্তম স্প্যানিশ ভাষী দেশএটি। দেশটির উত্তর অঞ্চলে মৌসুমী জলবায়ু দেখা গেলেও দক্ষিণ অঞ্চলের অনেক জায়গাই বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। দেশটির দক্ষিণে রয়েছে পৃথিবীর সবচেয়ে দর্শনীয় ও বিপদ সংকুল আন্দিস পর্বতমালা। দেশটির পূর্বে রয়েছে পশ্চিম এন্টাটিক মহাসাগর যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ঝড় হয়।  এই দেশের মোট ৯১%লোকের ধর্ম খ্রিস্টান, ৪% ধর্ম হিন্দু, ২% ইসলাম এবং অন্যান্য ধর্ম ৩%।

৯. কাজাকিস্তান

কাজাকিস্তানের রাজধানীর নাম হল আস্তানা এবং কাজাকিস্তানের মোট আয়তন ২,৭২৪,৯০০ বর্গ কিলোমিটার। দেশটি বিশ্বের ৯ম বৃহত্তম দেশ।  কাজাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ড লকড বা স্থলবেষ্টিত দেশ। দেশটির কোন প্রান্তেই সমুদ্র নেই। দেশটিতে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা ও শুঁকনো আবহাওয়া থাকে। দেশটির বেশিরভাগ এলাকায় বড় বড় গাছপালা না থাকায় এখানকার পরিবেশ এবং আবহাওয়া অনেকটা মরুএলাকার মতো। এখানে সারা বছর শীত থাকলেও তা পাশের দেশ রাশিয়ার মতো তীব্র হয় না।

১০. আলজিরিয়া

আলজিরিয়ার রাজধানীর নাম হল আলজিয়ার্স এবং আলজিরিয়ার মোট আয়তন ২,৩৮১,৭৪১ বর্গ কিলোমিটার। আলজেরিয়া উত্তর-পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম ও বিশ্বের ১০ম বৃহত্তম দেশ। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ, তা প্রতি বর্গকিলোমিটারে ৪৬ জন বাস করে। আলজেরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে তিউনিসিয়া, পূর্বে লিবিয়া। পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা প্রজাতন্ত্র, এবং দক্ষিণ-পশ্চিমে মালি ও মোরিতানিয়া এবং দক্ষিণ-পূর্বে নাইজার অবস্থিত। আলজেরিয়ার নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়।


সবচেয়ে বড় দেশের তালিকা, সবচেয়ে বড় দেশ কোনটা, আয়তনে সবচেয়ে বড় দেশ, সবচেয়ে বড় দেশ কোনটি, বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দেশ, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি, বিশ্বের সবচেয়ে বড় দেশ, বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি, সবচাইতে বড় দেশ কোনটি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি, বিশ্বের সবচেয়ে বড় দেশগুলো, বিশ্বের সবচাইতে বড় দেশ কোনটি, পৃথিবীর সবচেয়ে বড় দেশ টির নাম কি, সবচেয়ে বড় 10 টি দেশ, পৃথিবীর সবচেয়ে বড় ১০টি দেশ, সবচেয়ে বড় ১০টি দেশ, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ, বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ,আয়তনে সবচেয়ে বড় দশটি দেশ, সবচেয়ে বড় দেশ কোন দেশ, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় দেশ, পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, পৃথিবীর সবচাইতে বড় দেশ কোনটি, বাংলাদেশে সবচেয়ে বড় দেশ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *