২০২০ সালের পিএসসি পরীক্ষার রেজাল্ট দিবে —- তারিখ দুপুর ১ টার পর। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ছাত্রছাত্রীদের প্রথম ও অন্যতম পাবলিক পরীক্ষা। গত ১৭ নভেম্বর ২০১৯ বাংলা পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় । ৬টি বিষয়ের উপর মোট ৬০০ মার্কের পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায় এবং শেষ দুপুর ১ টায় ।কিন্তু বিশেষ শিশুদের জন্য আরো ৩০ মিনিট বরাদ্ধ করা আছে । ২০১৯ সালের পিএসসি পরীক্ষা শেষ হয় ২৪ নভেম্বর।
গত বছর ৩০ লাখের বেশি পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে ।প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রথমবারের মত শুরু হয় ২০১০ সালে । ডিপিই বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১১ সাল থেকে গ্রেড সিস্টেম চালু করে ।আগে যেটা মার্ক হিসাবে প্রকাশ করা হত বা বিভাগ হিসেবে প্রকাশ করা হত ।এবং সর্বোচ্চ গ্রেড অধিকারীকে পিএসসি বৃত্তি প্রদান করা হবে ।
প্রাইমারী শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয় সমূহঃ ১।বাংলা ২।ইংরেজী ৩।অংক ৪।বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫।প্রাথমিক বিজ্ঞান ৬ ধর্ম
গ্রেড সিস্টেম
Marks Range | Grade | Grade Point |
---|---|---|
80-100 | A+ | 5.00 |
70-79 | A | 4.00 |
60-69 | A- | 3.50 |
50-59 | B | 3.00 |
40-49 | C | 2.00 |
33-39 | D | 2.00 |
00-32 | F | 0.00 |
কিভাবে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন
এখানে আমরা পিএসসি র রেজাল্ট দেখার দুইটা উপায় দেখাবো ।এর মধ্যে একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd আরেকটা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে ।
আমরা এখানে দেখাবো কিভাবে শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায়ঃ
1.রেজাল্ট দেখার জন্য http://dperesult.teletalk.com.bd/dpe.php ওয়েব সাইটে প্রবেশ করুন ।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০২০
পরীক্ষার বছর ও রোল নাম্বার সাবমিট কলে সহজেই ফুল মার্কশীট সহ রেজাল্ট চলে আসবে ।
পিএসসি রেজাল্ট দেখুন
পিএসসি ফলাফল ২০২০ এসএমএস পদ্ধতি:
মেসেজ অপশনে যেয়ে লিখুনঃ DPE <space> Student ID number <space> পরে এটি 16222 এ পাঠান।
উদাহরণ: dpe 1120202060810798 2020; এটি 16222 এ পাঠান
দ্রষ্টব্য: প্রতি এসএমএস এ 2.44 টাকা কেটে নেওয়া হবে।
ইবতেদায়ী রেজাল্ট 2020 দেখার এসএমএস পদ্ধতি:
EBT <space> Student ID Number <space> পাশের সন এবং 16222 এ পাঠান
উদাহরণ: EBT 1120202060810798 2020; এটি 16222 এ পাঠান
দ্রষ্টব্য: প্রতি এসএমএস এ 2.44 টাকা কেটে নেওয়া হবে।
সব সময়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুনঃ ? The Next Web BD
পিএসসি রেজাল্ট ২০২০,psc রেজাল্ট,psc result 2020,ssc রেজাল্ট অনলাইন,psc result আনার নিয়ম,psc result ইবতেদায়ী,পিএসসি রেজাল্ট জানার উপায়,পিএসসি রেজাল্ট দেখার উপায়,psc রেজাল্ট জানার উপায়,psc result জানার উপায়,psc রেজাল্ট এসএমএস,পিএসসি এর রেজাল্ট,psc এর রেজাল্ট 2020,psc এর রেজাল্ট দেখবো কিভাবে,psc রেজাল্টের খবর,পিএসসি রেজাল্ট ফলাফল,psc result ফলাফল,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল,প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল 2020, প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল, শিক্ষা সমাপনী ফলাফল দেখার উপায়,