আপনি কি আপনার ফেসবুক একাউন্টে লগইন করতে পারছেন না বা আপনার কি ফেসবুক একাউন্ট হ্যাকহয়ে গেছে। আপনি এখন ভাবেছেন কিভাবে ফেসবুক একাউন্ট ফেরত আনব বা লগইন করব। আপনি যদি ফেসবুক একাউন্ট রিকভারি নিয়ে ভাবেন তাহলে এই পোষ্টি আপনার জন্য। একটি ফেসবুক একাউন্ট বিভিন্ন কারণে হ্যাক হয়ে থাকে, তার মধ্যে উন্নতম কারন হল যেখানে সেখানে ফেসবুক লগইন করা ও বিভিন্ন App ডাউনলোড করে পারমিশন দেওয়া। হ্যাকার সাধারণত ২ টি উপায়ে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারে। যেমন– ১)পাসওয়ার্ড পরিবর্তন করে ও ২) ই-মেইল এড্রেস পরিবর্তন করে। চলুন জেনে আসি হ্যাক হওয়া ফেসবুক আইডি রিকভার করার সবচেয়ে সহজ উপায় গুলি সম্পর্কে কিছু তথ্য নিম্নে আলোচনা করা হলঃ
ফেসবুক একাউন্ট রিকভারি
ফরগেট পাসওয়ার্ড দিয়ে ফেসবুক রিকভারিঃ
প্রায় বেশিরভাগ হ্যাকাররা একাউন্ট হ্যাক করার পর পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেয়। যখন হ্যাকার শুধু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবে কিন্তু আপনার ইমেইলটি / মোবাইল নম্বর রিমুভ করবে না। তখন আপনি ফেসবুক Log in পেজে ”Forgot Password” অপশনটিতে ক্লিক করুন। তারপর ফেসবুক আপনার কাছে আপনার জিমেইল অথবা নম্বার জানতে চাইবে তখন আপনি এগুলোর মধ্যে যেকোনো একটি অপশন সিলেক্ট করে, আপনার জিমেইল অথবা নম্বার দিন। তারপর ফেসবুক আপনার ফেসবুক প্রোফাইলটি শো করবে। যদি আপনার একাউন্টটি শো করায় তাহলে ”Continue” অপশনে ক্লিক করবেন। তারপর ফেসবুক আপনার ফেসবুক দেওয়া জিমেইল অথবা নম্বারে একটি রিকভারি কোড পাঠাবে। তখন সেই রিকভারি কোডটি দেয়ার পর আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে পারবেন। কিন্তু আপনি যেন আগের সেই পাসওয়ার্ডটি দিবেনা কারন পব্লেম হতে পারে।
ব্রাউজার দিয়ে ফেসবুক রিকভারিঃ
আপনি এমন ব্রাউজারটি ওপেন করুন, যে ব্রাউজারে আপনি প্রায় বেশিরভাগ সময় ফেসবুক ব্যবহার করেছিলেন। এবার চেস্টা করুন আপনার হ্যাক হওয়া আইডির “Password Reset” দেয়ার জন্য। ফেসবুক আপনার ব্রাউজারের Cookies/History চেক করার পর আপনার Password Reset করার সুবিধা দিতে পারে। পুরাতন ব্রাউজার ব্যবহারের পাশাপাশি ঐ আইডিটা ব্যবহারের সময় যে ওয়াই-ফাই ব্যবহার করছিলেন। সেই ওয়াই-ফাই ব্যবহার করতে পারেন। যাতে ফেসবুকের কাছে একটি ট্রাষ্টেড সিগন্যাল পৌঁছায়।
ফেসবুক লগইন করা না থাকেঃ
সেই ফেসবুক লগইন করা না থাকে তবে আপনি এই পদ্ধতি টি অনুসরণ করুন। এজন্য আপনার অন্য একটি ফেসবুক একাউন্ট এর প্রয়োজন হবে যার ফ্রেন্ড লিস্টে আপনি আছেন । প্রথমে আপনার ফেসবুক বন্ধুর একাউন্ট থেকে, আপনি আপনার যে একাউন্ট টি রিকভার করতে চান সেই প্রোফাইল পেজে যান। এরপর এই পেজের নামের পরে যে ১৫ টি সংখ্যা আছে সে সংখ্যা গুলি কপি করুন। তারপর নতুন ভাবে ফেসবুক অন করে আপনি আপনার ইউজার নেমের ওখানে সেই কপি করা সংখ্যা গুলি পেষ্ট করে পাসওয়ার্ড না দিয়ে লগইন করুন। এবার আপনার একাউন্ট টি ওপেন হবে, এখান লগইন করতে পাসওয়ার্ড চাইবে, কিন্তু যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তাই “forgotten password” ক্লিক করুন। এখানে আপনার ফেসবুক একাউন্টের মেইল আইডি বা মোবাইল নাম্বার দেখবে আপনার যদি মেইল আইডি বা মোবাইল নাম্বার মনে না থাকে তাহলে আপনি যদি মেইল বা নাম্বার অনে না থাকে তাহলে আপনি no longer access these লেখা অপশনে ক্লিক করুন। তারপর আপনি i cannot access my email account অপশন এ ক্লিক করুন। তখন নতুন পেজ খুলে, যেখানে আপনি অন্য একটা email একাউন্ট দিয়ে দিন এবং কানেক্ট করুন। নতুন ইমেইল সাবমিট করা হয়েগেল। আপনার কাছে ধাপে ধাপে কিছু তথ্য চাবে আপনি সে গুলি নিয়ম মেনে দিয়ে দিলে আপনার একাউন্ট চালু হয়ে যাবে।
কিভাবে ফেসবুক আইডি ফিরে পাবেনঃ
যদি কোন কারনে উপরের পদ্ধতিটি অনুসরণ করা সম্ভব না হয় তাহলে আপনি https://www.facebook.com/recover.php এই লিংকে ক্লিক করুন। এখানে আপনার ফেসবুকে দেওয়া ইমেল এড্রেস বা ফোন নাম্বার দিন। তখন আপনার ইমেল এড্রেস বা ফোন নাম্বার একটা কোড সেন্ড হবে ,তখন সেই কোর্ডটি আপনি ওখানে পেষ্ট করুন। তারপর আপনার নতুন পাসওয়ার্ড দিতে বলবে তখন আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার একাউন্ট চালু হয়ে যাবে।
ফেসবুক আইডি হ্যাক হলে বুঝবো কিভাবেঃ
আপনার ফেসবুক আইডিটা আপনার অবর্তমানে কেউ হ্যাক করেছে কি না। তা বোঝার অনেকগুলো উপায় আছে।যেমন,
আপনি ফেসবুকে না থাকলেও আপনাকে একটিভ দেখাবে।
আপনার ফেসবুক বন্ধুদের অটোমেটিক মেসেজ যাবে।
মেসেজে কাউকে ব্ল্যাকমেইল করা হবে।
আপনি কোথাও লাইক,কমেন্ট না করলেও অটোমেটিক লাইক,কমেন্ট চলে যাবে।
আপনার টাইমলাইনে অটোমেটিক পোষ্ট/ফটো আপলোড হবে।
এমন অনেক কাজ আছে,যেগুলো আপনি না করলেও অটোমেটিক সেই কাজগুলো হতে থাকবে।
যদি আপনার একাউন্টেও উক্ত এমন কিছু হয়ে থাকে।তাহলে বুঝে নিবেন আপনার অজান্তে কেউ আপনার আইডিটা ব্যবহার করছে।
ফেসবুক একাউন্ট রিকভারি, ফেসবুক আইডি রিকভার, ফেসবুক একাউন্ট হ্যাক রিকভারি, ফেসবুক একাউন্ট হ্যাক রিকভার, ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়, ফেসবুক আইডি ফিরিয়ে আনার উপায়, ফেসবুক আইডি উদ্ধার করার উপায়, ফেসবুক আইডি হারিয়ে গেলে, ফেসবুক আইডি ভুলে গেলে, ফেসবুক আইডি লক হয়ে গেলে কি করব, ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে কিভাবে তা পুনরুদ্ধার/বন্ধ করব, ফেসবুক আইডি বন্ধ হয়ে গেছে, ফেসবুক আইডিতে ঢুকতে পারছি না, ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, ফেসবুক আইডি পাসওয়ার্ড , ফেসবুক আইডি পুনরুদ্ধার, ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়, ফেসবুক আইডি ফিরে পাবার উপায়, ফেসবুক আইডি রিকভার, ফেসবুক আইডি রিকভার করার নিয়ম/সহজ উপায়, ফেসবুক আইডি সমস্যার সমাধান, ফেসবুক আইডি হ্যাক হওয়ার লক্ষণ, ফেসবুক আইডি হ্যাক হলে করণীয় কি, ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাবার উপায়,
onek din age mar ekta id lock hoye gesilo death of Birth mone nai sudhu numbar ase id ki thik korte parbo viya please help
নাম্বার দিয়ে পারবেন।
আমার আইডি হেগ হয়েছে
রিকভার করুন!