বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি (সরকারি ০৮ কলেজ)

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2022-23,  B.Sc in Textile Engineering Admission 2022-23.  বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকাশ পেয়েছে। বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি ০৮ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন শুরু ০২ মে এবং ভর্তির আবেদনের শেষ তারিখ ০৪ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ২২ জুলাই তারিখে অনুষ্ঠিত হবে৷  আবেদনকারীদের টেলিটক মোবাইল এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে৷  শিক্ষার্থীরা ১ম বর্ষ/লেভেল ১ কোর্সে ৮ টি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আবেদন করতে পারে। শিক্ষার্থীদের dot.gov.bd ওয়েব সাইট থেকে ভর্তি বিজ্ঞপ্তি এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর পছন্দের কলেজের জন্য নির্বাচন করা হবে। আবেদনকারী ভর্তি আবেদনের সময় এক এক করে কলেজের নাম পছন্দ করবেন।  আবেদনকারীকে এসএসসি পরীক্ষার দুই কপি সত্যায়িত রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। ভর্তি পরীক্ষার জন্য কোন অতিরিক্ত প্রবেশপত্র প্রদান করা হবে না।

সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা ২০২৩

  1. আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশী নাগরিকত্ব থাকতে হবে।
  2. আবেদনকারীরা যারা ২০১৯ বা ২০২০ সেশনে SSC বা সমমান পাস হতে হবে।
  3. আবেদনকারীরা যারা ২০২১ বা ২০২২ সেশনে HSC বা সমমান পাস হতে হবে।
  4. এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান গ্রুপ থেকে Four Subject ছাড়াই আবেদনকারীদের ৫.০ স্কেলে কমপক্ষে CGPA ৪.০ থাকতে হবে
  5. এসএসসি ও এইচএসসিতে মোট CGPA ৮.০ থাকতে হবে। তবে তাদের অবশ্যই প্রতিটি বিষয়ে CGPA 3.50 এবং গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে গ্রেড পয়েন্ট ১৩ থাকতে হবে।
  6. আবেদনকারীদের অবশ্যই GCE স্তরের “O” স্তরে “O” স্তরে ৫ টি বিষয়ে গ্রেড ‘B’ এবং গড় পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতের স্তর “A” এবং গ্রেড ‘B’ থাকতে হবে।
  7. কোনো গ্রেড ‘ডি’ গ্রহণযোগ্য নয়।

বস্ত্র অধিদপ্তরের অধীনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

বাংলাদেশের সকল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *