বিকাশ অ্যাকাউন্ট খোলার এক অভিনব উপায় হল দেশের যেকোন মোবাইল নম্বর থেকে * ২৪৭ # ডায়াল করে একটি ‘বিকাশ’ অ্যাকাউন্ট খলতে পারেন। এখন, ‘বিকাশ’ অ্যাকাউন্ট খুলতে, আপনি কেবল কিছু পদক্ষেপ গ্রহন করলে হয়ে যাবে বিকাশ। তার পর পিন সেটআপ করে ‘বিকাশ’ অ্যাকাউন্ট সম্পূর্ন চালু করুন। আপনি যদি বিকাশ একাউন্টের অফার বা কোন সমস্যতে পড়েন তাহলে আপনি বিকাশ একাউন্ট ভিজিট করতে পারেন এবং যে কোন মতামত জানাতে চাইলে আপনি ‘বিকাশ’-এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।
বিকাশ নতুন অফার ২০২২
বিকাশ অ্যাপ ডাউনলোড অফারঃ
আপনি যদি এই অফিশিয়াল লিংক থেকে আপনার ফোনে প্রথমবার বিকাশ অ্যাপ ডাউনলোড করে লগিন করেন তাহলে উক্ত লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি অতিরিক্ত ২০ টাকা বোনাস পাবেন।
বিকাশ অ্যাপ রেফার অফারঃ
বিকাশ অ্যাপ থেকে লিংক শেয়ার করে নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলেই পাচ্ছেন ১০০ টাকা বোনাস। রেফারেল লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে লেনদেন করতে হবে। তবেই কেবল রেফার এর জন্য পাবেন ১০০ টাকা বোনাস। রেফার এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদির মাধ্যমে রেফার লিঙ্কটি সিয়ার করতে পারে এবং এই লিঙ্ক থেকে আপনি সফল লগইন এবং লেনদেনের জন্য রেফার বোনাস পাবেন।প্রতিটি সফল রেফারেলের জন্য পাবে ১০০টাকা বোনাস। যতো খুশি ততো অ্যাপ লিংক রেফার করা যাবে।
বিকাশ বইমেলা অফারঃ
বছরের পর বছর অমর একুশে বইমেলা ফিরে এল। আপনি যদি এই বই মেলায় আপনার প্রিয় বইটি কিনে এবং অর্থ বিকাশে প্রদান করেন তবে আপনি প্রকাশকের কাছ থেকে ২৫% ছাড় সহ ১৫% তাত্ক্ষণিক ক্যাশব্যাক পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বমোট ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন।
বিকাশ ক্যাশ আউট অফারঃ
একদিনে আপনি আপনার বিকাশ ব্যক্তিগত অ্যাকাউন্টের সীমা থেকে সর্বোচ্চ ২৫০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন। এই অর্থ ক্যাশ আউট মাধ্যমে দিনে একবার থেকে পাচ বার উত্তোলন করতে পারবেন। এভাবে আপনি ক্যাশ আউট করতে পারবেন মাসে ২০ বার। বিকাশ অ্যাপ ব্যাবহার করে ক্যাশ আউট চার্জ রাখা হিয়েছিল ১৫ টাকা মাত্র। কিন্তু বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ২০ টাকা। তাই আপনি অ্যাপ ব্যাবহার করে আপনি বিকাশ ক্যাশ আউট অফার পেতে পারেন ০৫ টাকা।
বিকাশ ইন্টারনেট অফারঃ
বিকাশ অ্যাপ এর মোবাইল রিচার্জ অপশনে রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক-এর অফারগুলো পাওয়া যাচ্ছে। তাই রিচার্জ করুন বিকাশ অ্যাপ দিয়েই। রিচার্জ করে অফার কিনতে পারবেন নিজের নাম্বারে অথবা অন্য মোবাইল নাম্বারেও। বিকাশ ইন্টারনেট উইকে এই প্রথমবার নির্দিষ্ট প্যাক কিনলে পাবেন এক্সট্রা ইন্টারনেটের সাথে ১০ টাকা ক্যাশব্যাক। দেরি না করে মোবাইল রিচার্জ বিকাশ করুন ও পেয়ে যান ক্যাশব্যাক অফার।
বিকাশ ঈদ অফারঃ
বিকাশ- দারুন সব ঈদ অফার চলছে বিস্তারিত জানতে নিম্নের সকল তথ্য ভালো ভাবে পড়ুন।
- গ্রাহক রাও নেশন এর নির্দিষ্ট আউটলেটে বিকাশ পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন।
- কোনো লিমিট প্রযোজ্য নয়।
পিৎজা হাট ঈদ অফারঃ
- গ্রাহক পিৎজা হাট- এর নির্দিষ্ট আউটলেটে গোল্ডেন সারপ্রাইজ, প্যান ক্রাস্ট ও থিন ক্রাস্ট পিৎজার বিকাশ পেমেন্ট করলে একটি কিনে আরেকটি ফ্রি পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- কোনো লিমিট প্রযোজ্য নয়।
কেএফসি ঈদ অফারঃ
- গ্রাহক কে এফ সি-এর নির্দিষ্ট আউটলেটে রামাদান স্পেশালস মিলের পেমেন্ট বিকাশ করলে ২৮% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: কোনো লিমিট প্রযোজ্য নয়।
- অফারের সময়, ১০ মে, ২০২২ থেকে ১৫ মে, ২০২২ পর্যন্ত
ওয়ালটন ঈদ অফারঃ
- গ্রাহক ওয়ালটন প্লাজার নির্দিষ্ট আউটলেটে এসি ব্যতীত অন্য ইলেক্ট্রনিক্স পণ্যের পেমেন্ট বিকাশ করলে ১০% ডিসকাউন্ট পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- লিমিট: কোনো লিমিট প্রযোজ্য নয়।
- অফারের সময়, ১ এপ্রিল, ২০২২ থেকে ৩১ মে, ২০২২ পর্যন্ত
ক্রোকোডাইল ঈদ অফারঃ
- গ্রাহক ১,৫০০ টাকা বা তার বেশি পেমেন্ট বিকাশ করে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন
- লিমিট: একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ ৩বার ক্যাশব্যাক নিতে পারবেন।
- অফারের সময়, ১ এপ্রিল, ২০২২ থেকে ১৫ মে, ২০২২ পর্যন্ত
আদি ঈদ অফারঃ
- গ্রাহক পেমেন্ট বিকাশ করে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ, অনলাইন পেমেন্ট অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন
- কোনো লিমিট নেই।
লিটল ইন্ডিয়া
- গ্রাহক পেমেন্ট বিকাশ করে গ্রোসারি ও ওষুধের উপর ৫% ডিসকাউন্ট ও অন্যান্য পণ্যের উপর ৪০% ডিসকাউন্ট পাবেন এই সুযোগ শুধু মাত্র ঈদের জন্য।
- অ্যাপ অথবা *247# ডায়াল করে গ্রাহক পেমেন্ট করতে পারবেন।
- ডিসকাউন্ট সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত মার্চেন্ট কর্তৃক নির্ধারিত হবে।
- নির্দিষ্ট পণ্যের উপর লিমিট প্রযোজ্য হবে।
সকল অফারের শর্তাবলী
১) যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও তার ডেলিভারি নিশ্চিত না করতে পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না। বিকাশ কেবল গ্রাহকের কাছে শুধু মাত্র পেমেন্ট সেবা সরবরাহ করে।
২) মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি না করতে পারার দরুন যদি তা পুনরায় পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন বাতিল হবে না এবং বিকাশ ঐ নির্দিষ্ট ট্রানজ্যাকশনের গ্রাহকের ডিসকাউন্ট লিমিট পুনর্বহাল করতে বাধ্য থাকবে।গ্রাহককে সেই লেনদেনের জন্য ছাড়ের অফারটি গ্রহণ করা হয়েছে বলে মনে করা হবে।
৩) সকল পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার দায়ভার শুধুমাত্র ক্যাম্পেইন অংশগ্রহণকারী মার্চেন্ট এর। বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে।
৪) যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করেন, তাহলে গ্রাহকের দাবি ও বৈধতার ভিত্তিতে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ বিষয়টি যাচাই করবে এবং বৈধতা সাপেক্ষে সমাধান দেওয়ার চেষ্টা করবে।
৫) বিকাশ কোন পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার রাখে।
হেল্পলাইনঃ
১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১ যেকোনো রবি, গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল ও টেলিটক টি নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন।
বিকাশ অফার 2022, বিকাশ অফার ২০২২, বিকাশ অ্যাপ অফার, বিকাশ নতুন অফার, বিকাশের নতুন অফার, বিকাশ আজকের অফার, বিকাশ আপ অফার, বিকাশের আজকের অফার, বিকাশ ক্যাশ আউট অফার, আজকের বিকাশ অফার ২০২২, আজকের বিকাশ অফার, বিকাশ ইন্টারনেট অফার, বিকাশ ক্যাশ ইন অফার , বিকাশ ঈদ অফার, বিকাশ এর নতুন অফার, বিকাশ এপ অফার, নতুন বিকাশ একাউন্ট অফার 2022, বিকাশ এপস এর অফার, নতুন বিকাশের অফার, বিকাশের বর্তমান অফার, বিকাশ ক্যাশব্যাক অফার,
বিকাশের ক্যাশব্যাক অফার, বিকাশ রিচার্জ ক্যাশব্যাক অফার, বিকাশ একাউন্ট খোলার অফার, বিকাশ অ্যাপ ডাউনলোড অফার, বিকাশ বোনাস অফার, বিকাশ ক্যাশ ব্যাক অফার, বিকাশ সেন্ড মানি অফার, বিকাশ এড মানি অফার, বিকাশ অ্যাড মানি অফার, বিকাশ রেফার অফার, বিকাশ রিচার্জ অফার, বিকাশ রেজিস্ট্রেশন অফার, পবিকাশ রেমিটেন্স অফার, বিকাশ লগইন অফার, বিকাশ মোবাইল রিচার্জ অফার,