বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র; যা সংক্ষেপে বিকেএসপি নামে পরিচিত। ঢাকার অদূরে সাভারের জিরানিতে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। বিকেএসপি তে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষন প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তি করা হবে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভর্তি প্রক্রিয়া
১। বিকেএসপি প্রধান কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে মোট ১৭টি খেলা শেখার ব্যবস্থা রয়েছে। এখানে সাধারণত ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতিবছর পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। সম্পূর্ণ আবাসিক ব্যবস্থায় চলে পড়াশোনা ও খেলাধুলার নিবিড় পরিচর্যা।
২। ভর্তির জন্য প্রথমে আবেদনপত্র সংগ্রহ করে সেটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হয়। এরপর আবেদনপত্র থেকে বাছাই করা শিক্ষার্থীদের ডাকা হয় নির্ধারিত দিনে। মূলত দেখা হয় তার খেলার যোগ্যতা। ভালো শিক্ষার্থীদের বাছাই করে মেডিকেল চেকআপের পর ভর্তি করিয়ে নেয়া হয় বিকেএসপিতে।
৩। ১০ থেকে ১৫ বছর বয়সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পড়ার সুযোগ রয়েছে এখানে। মূলধারার পাঠ্যবই পড়েই একাডেমিক পরীক্ষায় বসতে হয় শিক্ষার্থীদের।
৪। সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানে ছেলেদের জন্য চারটি হোস্টেল ও মেয়েদের জন্য রয়েছে একটি হোস্টেল। ভর্তি হতে সর্বমোট ২০ হাজার টাকার মতো লাগে। আছে মাসিক বেতন। তবে এটা নির্ভর করে অভিভাবকের আয়ের ওপর। প্রতিবছর একেকটি খেলায় যে কয়টি আসন খালি হয়, তার বিপরীতেই শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।
যেসব খেলায় ভর্তির সুযোগ আছেঃ
ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, বক্সিং, জুডো, কাবাডি, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, স্কোয়াশ, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং ও টেবিল টেনিস—এই ১৯টি খেলায় শিক্ষার্থী ভর্তি নেবে বিকেএসপি।
বিকেএসপি প্রাথমিকভাবে নির্বাচন পক্রিয়া
১।প্রাথমিক নির্বাচনের দিনে প্রশিক্ষণার্থীকে অনলাইনে ফরম পুরণকৃত নিবন্ধন ফরমের প্রিন্ট কপি এবং পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
২।প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে।
৩।প্রাথমিক নির্বাচনের দিনে স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সবাইকে স্ব স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সঙ্গে আনতে হবে।
৪।একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে।
৫।প্রাথমিক নির্বাচনের ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে http://www.bksp.gov.bd/ প্রকাশ করা হবে।
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি 2022
অনলাইনে ভর্তির শেষ তারিখঃ — ২০২২
বিভাগভিত্তিক পরীক্ষা ও কেন্দ্র কোথায়
১। সিলেট বিভাগ: ৫ ও ৬ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) প্রাথমিক বাছাই। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কল্লগ্রাম, বাইপাস, খাদিমনগর, সিলেটে এ প্রাথমিক নির্বাচনী হবে।
২। বরিশাল বিভাগ: ৯ ও ১০ ফেব্রুয়ারি (মঙ্গল ও বুধবার) প্রাথমিক বাছাই হবে। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গড়িয়ারপাড়, বরিশালে এ দুই দিন হবে প্রাথমিক নির্বাচনী।
৩। খুলনা বিভাগ: ১২ ও ১৩ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) এ বিভাগের প্রাথমিক নির্বাচনী হবে। এ বিভাগের দুই দিনের প্রাথমিক নির্বাচনী হবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিলগেট, খুলনায়।
৪। রংপুর বিভাগ: এ বিভাগের প্রাথমিক নির্বাচনী হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার)। বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুরে হবে প্রাথমিক নির্বাচনী।
৫। রাজশাহী বিভাগ: ২২ ও ২৩ ফেব্রুয়ারি (সোম ও মঙ্গলবার), মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীতে হবে এ প্রাথমিক নির্বাচনী পরীক্ষা।
৬। চট্টগ্রাম বিভাগ: ২৬ ও ২৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, পাহাড়তলি, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এ বিভাগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা।
৭। ঢাকা ও ময়মনসিংহ বিভাগ: ৫ ও ৬ মার্চ (শুক্র ও শনিবার) বিকেএসপি, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকায় হবে ও দুই বিভাগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষা।
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি উচ্চ মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি মাধ্যমিক ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি 2022,bksp admission circular 2022,bksp admission circular 2022 chittagong,bksp school admission circular 2022,bksp admission circular 2022,bksp admission,bksp.gov.bd admission,bksp.gov.bd admission 2022,বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বিকেএসপিতে ভর্তি হতে কত টাকা লাগে,আমি বিকেএসপিতে ভর্তি হতে চাই,বিকেএসপিতে কিভাবে ভর্তি হওয়া যায়,বিকেএসপি ভর্তি ফি,বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি 2022,ক্লাবে ভর্তি ফরম,বিকেএসপিতে ভর্তির যোগ্যতা