বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২-২০২৩ (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি

বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২-২০২৩ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি সার্কুলারের আলোকে সকল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। BUET Admission Circular 2022-23, ভর্তি নোটিশ ও ভর্তি বিষয়ক সকল তথ্য তাদের ওয়েবসাইটে www.ugadmission.buet.ac.bd সবার আগে প্রকাশ করে থাকেন ।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা সমূহের বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণী শিক্ষাবর্ষ ২০২২-২৩ সালের ভর্তি ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ভর্তির জন্য দরখাস্ত পূরণ করে সঠিক সময়ে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি তথ্য 

আবেদন শুরুঃ ০১ মার্চ ( সকাল ১০ টা)

আবেদনের শেষ তারিখঃ ১২ মার্চ ২০২৩ ( বিকাল ৩ টা)

আবেদন ফী প্রদানের শেষ তারিখঃ ১৩ মার্চ ( বিকাল ৩ টা)

পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ২৯ মার্চ ২০২৩

প্রাক নির্বাচনী পরীক্ষাঃ ২০ মে ২০২৩

মূল ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশঃ ১০ জুন ২০২৩

মূল ভর্তি পরীক্ষাঃ ১০ জুন ২০২১

ভর্তি পরীক্ষার ফলাফলঃ ২৬ জুন ২০২৩

ভর্তি পরীক্ষার ফিঃ ১০০০/- ও ১২০০/- টাকা ।

মোট আসন সংখ্যাঃ ১৩০৯ টি ৷

আবেদনের লিংকঃ ugadmission.buet.ac.bd

বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ

  1. এসএসসি সমমান পরীক্ষায় ৫.০০ এর মধ্যে ৪.০০ পেতে হবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশের বা বিদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে(গণিত,পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ৪.০০ পেতে হবে এবং উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয়ে ৩০০ নম্বরের মধ্যে ন্যুনতম ২৭০ নম্বর পেয়ে পাশ করতে হবে। সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে উল্লেখিত নির্ধারিত নম্বরের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ২৪,০০০তম সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে৷
  2. GCE O সমমান এবং GCE A সমমান পাশ করা প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য GCE O লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি সহ) এর প্রতিটিতে কমপক্ষে B গ্রেড এবং GCE A লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের প্রতিটিতে কমপক্ষে A গ্রেড পেয়ে পাশ করতে হবে ৷ সমমান পরীক্ষায় পাশ করা সকল প্রার্থিকে আবেদনকার ও ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে৷
  3. নুন্যতম যোগ্যতা পূরণসাপেক্ষে ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদন কারীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে ৷
  4. যোগ্য প্রার্থিদেরকে ৪ টি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে।
  5. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদন কারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে, ওয়েবসাইট এবং বিডিনেক্সটওয়েব এ প্রকাশ করা হবে৷

বুয়েট ভর্তি পরীক্ষার ফিঃ

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিটি আবেদনকারীকে ভর্তির পরীক্ষার জন্য ফি প্রদান করতে হবে।

  • ক-গ্রুপের আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ মোট ১০০০/ টাকা মোবাইল ব্যাংকিং বা অনলাইনে ফি প্রদান করতে হবে।
  • খ-গ্রুপের আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ মোট ১২০০/-  টাকা মোবাইল ব্যাংকিং বা অনলাইনে ফি প্রদান করতে হবে।

বুয়েট ভর্তির মোট আসন সংখ্যাঃ

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসন সহ সর্বমোট আসন সংখ্যা হল ১৩০৯ টি ৷ নিচে সংযুক্ত বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন।

বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২-২০২৩

বুয়েট ভর্তি নির্দেশিকা PDF 

ভর্তি আবেদন করতে ভিজিট করুনঃ  www.buet.ac.bd

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি : বিভাগ ও আসন সংখ্যা

বিভাগের নামআসন সংখ্যা
রাসায়নিক প্রকৌশল বিভাগ৬০
ধাতব প্রকৌশল বিভাগ৫০
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৯৫
পানি সম্পদ প্রকৌশল বিভাগ৩০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৮০
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ৫৫
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ৩০
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ১৯৫
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ১২০
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ৩০
স্থাপত্য বিভাগ৫৫
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৩০
মোট আসন সংখ্যাঃ      ১২১৫

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *