মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩- এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি,সময়সূচী ও ফলাফল

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ , এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রাণীত ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময় সীমার মধ্যে আবেদন করুন। এমবিবিএস কোর্সে ভর্তি আবেদন ২০২০-২০২১ শিক্ষাবর্ষ সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এর জন্য প্রযোজ্য ।

সর্থঃ দেশে বা বিদেশে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি , এইচএসসি বা সমমানের পরীক্ষার ন্যূনতম জিপিএ ৯ পয়েন্ট হতে হবে। ক্ষুদ্র জাতিসত্তা ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৮ পয়েন্ট । যে কোনও পরীক্ষায় ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ এর চেয়ে কম হলে শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। এছাড়াও, প্রত্যেকের অবশ্যই এইচএসসি তে জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ থাকতে হবে।

যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৯ নির্ধারণ করা হয়েছে ।

নীতিমালাঃ প্রার্থী সমূহ ২০২০ সালের মেডিকেল ভর্তি অনলাইনের নীতিমালা অনুসারে আবেদন করতে পারবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরঃ ১০০ + ১০০ = ২০০

আসন সংখ্যাঃ দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০ জন এবং ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৩৪০ জন ।

আবেদন শুরুর সময়ঃ অনলাইনে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে।

আবেদন শেষের সময়ঃ ০১ মার্চ ২০২১ তারিখ বিকাল ৪ টা পর্যন্ত ।

পরিক্ষার ফী ১০০০ টাকা

পরিক্ষার তারিখ: ০২ এপ্রিল ২০২১

পরিক্ষার প্রবেশপত্র দেওয়ার তারিখ: ২০ মার্চ ২০২১

আবেদনের লিংকঃ  http://dghs.teletalk.com.bd

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১

এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি

এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদনের করুন এখানেঃ-

http://dghs.teletalk.com.bd/mbbs/index.php

 


মেডিকেল ভর্তি পরীক্ষা ,মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১ ,মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ কবে হবে ,
মেডিকেল ভর্তি যোগ্যতা ২০২০-২০২১ ,মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে ,মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ,মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ তারিখ ,মেডিকেল ভর্তি তথ্য ,মেডিকেল ভর্তি ফরম ,মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ,মেডিকেল ভর্তি আবেদন ,মেডিকেল ভর্তি পরীক্ষার আসন বিন্যাস , এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ,

মেডিকেল ভর্তি সংক্রান্ত তথ্য ,মেডিকেল ভর্তি প্রক্রিয়া ,মেডিকেল এ ভর্তি ,মেডিকেল এ ভর্তির যোগ্যতা ,মেডিকেল কলেজ ভর্তি ,মেডিকেল কলেজে ভর্তি ফি ,মেডিকেল কলেজে ভর্তি যোগ্যতা ,মেডিকেল ভর্তি টিপস ,মেডিকেল ভর্তির তারিখ ,মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ২০২০-২০২১ ,বেসরকারি মেডিকেল ভর্তি তথ্য ,মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা ,মেডিকেল ভর্তি নীতিমালা ,মেডিকেল ভর্তি নীতিমালা ২০২১ ,মেডিকেল ভর্তি ফি ,মেডিকেল ভর্তি বিস্তারিত ,মেডিকেল ভর্তি যোগ্যতা ,মেডিকেল ভর্তি সার্কুলার ,মেডিকেল ভর্তি 2021 ,

One thought on “মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩- এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি,সময়সূচী ও ফলাফল

  1. বরাবর
    মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ
    বিষয়ঃ ভর্তি পরীক্ষায় এসএসসি ×15 এবং এইচএসসি ×25 এই নিয়ম বাতিল করার জন্য আবেদন।
    জনাব,
    যথাবিহিত সন্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি GPA ×15 এবং এইচএসসি GPA ×25 এই নিয়ম করে ভর্তিপ্রার্থীকে 200 নম্বর (সর্বোচ্চ) স্কোর করার এই পদ্ধতিতে প্রকৃত মেধাবীরা সুবিধা বঞ্চিত হচ্ছেন। এছাড়া দেশে প্রতি চার হাজার রোগীর জন্য ডাক্তারও মাত্র একজন। যা খুবই উদ্বেগের বিষয়।তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের NEET এ বসার যো‍গ‍্যতা এসএসসি ও 10+2 তে মোট 50% অর্জন করলেই প্রার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। সেখানে GPA×15 ও GPA ×25 এই নীতি মানেনা। সেখানে 4 নম্বরের মোট 180টি প্রশ্নের 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর পরীক্ষা নিয়ে প্রকৃত মেধাবীদের বাছাই করে নেওয়া হয়। এমন অনেক GPA 3.5 +3.5=7 বা 8 বা 8+ প্রার্থীরা আছেন যারা দেশে প্রচলিত 100 নম্বরের 1ঘন্টার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারলে মানষিক শক্তির কারণে GPA 5 +5=10 বা মোট 9 পাওয়া প্রার্থীদের চেয়ে ভালো করতে পারবেন।
    অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে GPA×15 ও GPA × 25 এই নীতি বাতিল করে পরীক্ষাভিত্তিক মেধা বাছাইয়ের মাধ‍্যমে আপনার ভবিষ্যত ডাক্তারকে ভর্তির জন‍্য নির্বাচিত করতে আপনার মর্জি হয়।
    নিবেদনান্তে,
    মোঃ এনামুল করীম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *