মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৩

ইউটিউব (Youtube) হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং সাইট যা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশ করেন। ২০০৬ সালের অক্টোবরে, গুগল সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত। ইউটিউব এবং নির্বাচিত নির্মাতা গুগল অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন উপার্জন অর্জন করে, এটি এমন একটি প্রোগ্রাম যা সাইটের সামগ্রী এবং দর্শক-শ্রোতা অনুযায়ী বিজ্ঞাপনকে লক্ষ্য করে। ইউটিউবের সিংহভাগ ভিডিও নিখরচায় দেখার জন্য উন্মুক্ত, তবে গ্রাহকসুবিধা-ভিত্তিক উচ্চমানের সম্প্রচারকেন্দ্র।

ইউটিউব হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে মূলত শুধু ভিডিও আপলোড করা হয়। জেকেও একটি YouTube channel তৈরি করে, নিজের বানানো ভিডিও এই ওয়েবসাইটে আপলোড করে লোকেদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া এখান থেকে ইনকাম করাও সম্ভাব। অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই। কিন্তু আমরা সবাই আসলে সঠিক এবং সহজ পদ্ধতি জানিনা যার ফলে আমাদের ইউটিউবার হওয়ার কিংবা কন্টেন ক্রিয়েটর হওয়ার ইচ্ছে টা  নিমিষেই শেষ হয়ে যায়। আজকে আমরা জানাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম কি। চলুন জেনে আসি কিভাবে আপনি মোবাইলে ইউটিউব চ্যানেল খুলবেন।

মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১

মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২১

ইউটিউব চ্যানেল খুলতে আপনার ৩টা জিনিস প্রয়োজন যেমন ইন্টারনেট সংযোগ , জিমেইল অর্থাৎ গুগল একাউন্ট এবং মোবাইল নাম্বার কারণ আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগ ছাড়া ইউটিউব চলে না। ইউটিউব চ্যানেল খুলতে একটি জিমেইল বা গুগল একাউন্ট লাগে।   তারপর একটি জিমেইল দিয়ে এড করার পর একাউন্ট সাইন ইন করতে হবে তাহলে আপনি ইউটিউবের সকল ফিচার পাবেন। এছাড়া আরো ফিচার পেতে হলে আপনাকে ফোন নাম্বার ব্যবহার হবে।

প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপস টি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। ইউটিউবে ঢুকে ডানে কর্নারে উপরে ছোট্ট একটি গোল চিহ্ন দেখা যাবে সেই খানে ক্লিক করলেই আপনাকে একটি জিমেইল একাউন্ট এড করতে বলবেইউটিউব একাউন্ট খোলার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা খুবই দরকারি তারপর একটি জিমেইল দিয়ে এড করার পর একাউন্ট সাইন ইন করতে হবে

এরপর ডান পাসের থ্রি ডটে ক্লিক করুন  তখন নিচে ইউর চ্যানেল নামে একটি অপশন পাবেন, সেইখানে ঢুকলে দেখা যাবে আপনার জিমেইল একাউন্টের নামে ই একটি ইউটিউব একাউন্ট ক্রিয়েট হয়েছে, তখন সেখান থেকে এডিট একাউন্ট এ ক্লিক করে আপনি আপনার ইউটিউব একাউন্টের সুন্দর একটি নাম দিতে পারবেন। তারপর হয়ে গেলো আপনার মোবাইল দিয়ে ইউটিউব একাউন্ট খোলা

কিন্তু এখন ভাবছেন আমি কিভাবে ইউটিউবে একটি ভিডিও আপলোড করব? এর জন্য আপনার সহজ পদ্ধতি হল YouTube অ্যাপে প্রবেশ করে উপরে ভিডিও ক্যামেরার মত একটি অপশন পাবেন তখন সেখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিও দেখাবে। আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটিতে ক্লিক করলে আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হবে, তারপর আপনাকে একটি শিরোনাম দিতে হবে, টাইটেল দেওয়ার পরে আপনাকে ভিডিওটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। তারপর আপনার ভিডিওর গোপনীয়তা সর্বজনীন করুন। উপরের আপলোড অপশনে ক্লিক করলেই ভিডিও টি আপলোড হয়ে যাবে। আপনি পরীক্ষা করে চান যে আপনার ভিডিওটি আপলোড হয়েছে কিনা সে জন্য আপনাকে ইউটিউব অ্যাপস এ ঢুকে সার্চ বাটনে আপনার একাউন্টের নাম কি সেটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার সকল ভিডিওটি তথ্য

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

ইউটিউব চ্যানেল খোলা তো শিখে গেলাম। এবার পালা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার। ইউটিউব চ্যানেল খোলার পর ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করার পর্যন্ত কিছু ফিচার লক করা থাকে। তাহলো

  • ১৫মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড
  • কাস্টম থাম্বনেইল
  • লাইভস্ট্রিমিং
  • কনটেন্ট আইডি ক্লেইম আপিল

ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম ও যা যা করতে হবে তাহল,

  • ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করুন
  • ইউটিউব চ্যানেলে লগিন করা না থাকলে জিমেইল আইডি দিয়ে লগিন করুন
  • বামদিকের মেন্যু থেকে Settings এ ক্লিক করুন
  • Channel ট্যাব সিলেক্ট করুন
  • Verify Phone Number এ ক্লিক করুন
  • এরপর Text me the verification code সিলেক্ট করুন
  • Select your country থেকে দেশ সিলেক্ট করুন
  • এরপর নিচের ফোন নাম্বার বক্সে ফোন নাম্বার দিয়ে Get Code এ ক্লিক করুন
  • এরপর আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড আসবে,
  • কোড প্রদান করে Submit চাপুন

উপরোক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ও আপনি ভেরিফাইড চ্যানেল এর ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

মোবাইলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা, জিও মোবাইলে ইউটিউব চ্যানেল খোলা, মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব কিভাবে খুলতে হয়, ইউটিউবে কিভাবে চ্যানেল খুলতে হয়, কি বিষয়ে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব কিভাবে চালু করবো, ইউটিউব চ্যানেল কেমনে খুলে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলব, কীভাবে ইউটিউব চ্যানেল খুলব, নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন মোবাইলে, ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব চ্যানেল খোলার নিয়ম,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *