যশোর জেলার ইউনিয়ন পরিষদ সমূহ হচ্ছে বাংলাদেশের বৃহত্তর খুলনা জেলার ক্ষুদ্রতম পল্লী অঞ্চল এবং স্থানীয় সরকার একটি প্রশাসনিক ইউনিট। ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশে পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে ৪৫৭১টি ইউনিয়ন আছে। তার মধ্যে যশোর জেলায় মোট ৮টি উপজেলার ৯২ টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে। নিম্নে বিস্তারিত তালিকা উল্লেখ করা হল:
যশোর জেলার ইউনিয়ন সমূহ
যশোর সদর উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- আরবপুর
- বাসুন্দিয়া
- চাঁচড়া
- চুড়ামনকাটি
- দেয়াড়া
- ফতেপুর
- হৈবতপুর
- ইছালী
- কাশিমপুর
- কচুয়া
- লেবুতলা
- নরেন্দ্রপুর
- নওয়াপাড়া
- রামনগর
- উপশহর
- যশোর ক্যান্টনমেন্ট
মনিরামপুর উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- ভোজগাতী
- চালুয়াহাটী
- ঢাকুরিয়া
- দুর্বডাঙ্গা
- হরিদাসকাটি
- হরিহরনগর
- ঝাঁপা
- কাশিমনগর
- খানপুর
- খেদাপাড়া
- কুলটিয়া
- মনিরামপুর
- মনোহরপুর
- মশ্মিমনগর
- নেহালপুর
- রুহিতা
- শ্যামকুড়
অভয়নগর উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- বাঘুটিয়া,
- প্রেমবাগ,
- সুন্দলী,
- পায়রা,
- চলিশিয়া,
- সিদ্দিপাশা,
- শ্রীধরপুর,
- শুভপাড়া,
বাঘেরপাড়া উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- বাসুয়াড়ী,
- বন্দবিলা,
- দরাজহাট,
- ধলগ্রাম,
- দোহাকুলা,
- জামদিয়া,
- জহুরপুর,
- নারিকেলবাড়িয়া,
- রায়পুর,
চৌগাছা উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- চৌগাছা
- ধুলিয়ানি
- হাকিমপুর
- জগদীশপুর
- স্বরূপদাহ
- নারায়নপুর
- পাশাপোল
- পাতিবিলা
- ফুলসারা
- সিংহঝুলি
- সুখপুকুরিয়া
শার্শা উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- বাগআচড়া
- বাহাদুরপুর
- বেনাপোল
- ডিহি
- গোগা
- কায়বা
- লক্ষ্মণপুর
- নিজামপুর
- পুটখালী
- শার্শা
- উলাশী
ঝিকরগাছা উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- বাকড়া
- গংগানন্দপুর
- গদখালী
- হাজীরবাগ
- ঝিকরগাছা
- মাগুরা
- নাভারণ
- নির্বাসখোলা
- পানিসারা
- শংকরপুর
- শিমুলিয়া
কেশবপুর উপজেলের ইউনিয়নের তালিকাঃ
- বিদ্যানন্দকাটি
- গৌরীঘোনা
- কেশবপুর
- মজিদপুর
- মঙ্গলকোট
- পাজিয়া
- সাগরদাড়ি
- সুফলাকাটি
- ত্রিমোহিনী
যশোর জেলার ইউনিয়ন তালিকা, যশোর জেলার ইউনিয়নের তালিকা, ইউনিয়ন পরিষদের তালিকা যশোর ,যশোরের ইউনিয়ন লিস্ট, যশোরের ইউনিয়ন কতটি, যশোরের মোট ইউনিয়ন পরিষদ, যশোরের ইউনিয়ন পরিষদের তালিকা, যশোরের ইউনিয়ন পরিষদ তালিকা, যশোরের ইউনিয়ন সমূহের তালিকা, যশোরের ইউনিয়নের সংখ্যা কত,