যশোর জেলার পৌরসভা কয়টি ও তাদের তালিকা সমূহ

যশোর পৌরসভা বাংলাদেশের যশোর জেলার স্থানীয় সরকার সংস্থা। ১৮৬৪ সালের ১৩ জুলাই বাংলার লেফটেন্যান্ট গভর্নরের ঘোষণা অনুযায়ী যশোর পৌরসমিতি গঠিত হয়। এটি বাংলাদেশের প্রাচীন পৌরসভার গুলোর মধ্যে অন্যতম। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, যশোর পৌরসভা এলাকার জনসংখ্যা ২,৮৬,১৬৩ জন। যশোর পৌরসভার আয়তন ১৪.৭২ বর্গ কিলোমিটার। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। যশোরে উচ্চ শিক্ষার জন্য একটি সরকারি মেডিকেল কলেজ, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ৭ টি সরকারি কলেজ রয়েছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার জন্য ১৫ টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৪৪ টি প্রাথমিক বিদ্যালয় ও ২০ টি মাদ্রাসা রয়েছে।

যশোর জেলার পৌরসভা কয়টি

যশোর জেলার মোট ৮টি পৌরসভা আছে। এবং প্রতিটা পৌরসভাতে  একটি করে থানা আছে। এছাড়া পৌরসভার আওতায় বিবিন্ন সরকারা বেসরকারি স্কুল, কলেজ,মাদ্রাসা ও বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যশোর জেলার পৌরসভা গুলি বেশ উন্নত ও সুন্দর।

যশোর পৌরসভার তালিকা

বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলার মোট ৮টি পৌরসভা আছে। সকল পৌরসভার নামের তালিকা নিম্নে দেওয়া হলোঃ-

ক্রমিক নং পৌরসভা নাম
০১যশোর পৌরসভা, যশোর
০২মণিরামপুর পৌরসভা, যশোর
০৩বেনাপোলপৌরসভা, শার্শা, যশোর
০৪কেশবপুর পৌরসভা, যশোর
০৫ঝিকরগাছা পৌরসভা, যশোর
০৬চৌগাছা পৌরসভা, যশোর
০৭বাঘারপাড়া পৌরসভা, যশোর
০৮নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর

এক নজরে যশোর পৌরসভা

এক এক নজরে যশোর পৌরসভার  কিছুতথ্য জেনে নিন;-

০১।পৌরসভার নামযশোর পৌরসভা
০২।প্রতিষ্ঠার বছর১৮৬৪ খ্রীঃ
০৩।পৌরসভার শ্রেণী১ম শ্রেণী
০৪।কলেজ সংখ্যাসরকারী -০৬টি/বেসরকারী ১০টি
০৫।নির্বাচনের তারিখ১৩/০১/২০১১ খ্রীঃ
০৬।প্রথম সভার তারিখ০৭/০৩/২০১১ খ্রীঃ
০৭।আয়তন১৪.৭২বর্গ কিঃমিঃ
০৮।জন সংখ্যা২,৮৬,১৬৩ জন
০৯।ওয়ার্ড সংখ্যা০৯ টি
১০।কাউন্সিলরের সংখ্যা১২ জন
১১।হোল্ডিং সংখ্যা১৮,৬৯০ টি
১২।কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা২১৫ জন

 

 আপনি সে সম্পর্কে জানতে চাচ্ছেনঃ যশোর জেলার পৌরসভা কয়টি, যশোর জেলার পৌরসভা কি কি, যশোর জেলার পৌরসভা তালিকা সমূহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *