রকেট একাউন্ট খোলার সাথে পবেন, রকেট একাউন্ট অফার হিসাবে ২০ টাকা। তাই একাউন্ট তৈরি করে ফেলুন ঘরে বসে। মোবাইল ফোনে একটি রকেট অ্যাকাউন্ট নিবন্ধিত করতে *৩২২# ডায়াল করুন তারপরে রকেট অ্যাকাউন্ট খুলতে ১ নির্বাচন করুন। একবার নির্বাচিত হয়ে গেলে, নিবন্ধকরণ শেষ করতে চার অঙ্কের পিন দিয়ে সাবমিট করুন। যদি সবকিছু ঠিকঠাক হয় তবে আপনাকে একটি ১২ অঙ্কের রকেট অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে এবং অ্যাকাউন্টটি যাচাই করতে বলা হবে। তখন আপনি সঠিক নিয়মে একাউন্ট ভেরিফাই বা যাচাই করুন। রকেট অ্যাকাউন্ট যাচাই হয়ে গেলে অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতে পারবেন খুব সহজে।
রকেট একাউন্ট অফার ২০২১
চলুন জেনেনি রকেট একাউন্ট অফার ২০২১ সম্পর্কে সঠিক তথ্যঃ
রেফার অফারঃ প্রতি একাউন্ট রেফার করে পেতে পারেন ২৫ টাকা বোনাস।
একাউন্ট খুলার অফারঃ রকেট অ্যাপ দিয়ে নিজে একাউন্ট খুললেই ২০ টাকা থেকে ৫০টাকা পর্যন্ত বোনাস। (শর্ত প্রযোজ্য)
ক্যাশ আউট অফারঃ সাধারণত রকেট তিনটি মাধ্যমের উপর নির্ভর করে রকেট ক্যাশ আউট চার্জ করে থাকে। যথাঃ এটিএম, ডিবিবিএল ব্রাঞ্চ, রকেট এজেন্ট,
এটিএমঃ এটিএম (ATM) থেকে ক্যাশ আউট করলে আপনি সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। সাধারণ একাউন্টের জন্য এটিএম থেকে ০.৯% চার্জ করে থাকে। অর্থাৎ প্রতি হাজারে ৯ টাকা। অন্যদিকের স্যালারি একাউন্টের জন্য রকেট এটিএম ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। যা অন্য কোনো মোবাইল ব্যাংকিং প্রদান করে না।
ডিবিবিএল ব্রাঞ্চঃ আপনি ডিবিবিএল ব্রাঞ্চ এর মাধ্যমে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। সাধারণ একাউন্টের জন্য ডিবিবিএল ব্রাঞ্চ ০.৯% চার্জ করে থাকে। অর্থাৎ প্রতি হাজারে ৯ টাকা। অন্যদিকের স্যালারি বা উপবৃত্তি একাউন্টের জন্য রকেট ডিবিবিএল ব্রাঞ্চ আউট চার্জ প্রতি লেনদেনের জন্য ১০ টাকা চার্জ করে। আপনি যত বার টাকা তুলবেন তত বার ১০ টাকা চার্জ হবে। অর্থাৎ টাকা তুললেই ১০ টাকা চার্জ হবে।
রকেট এজেন্টঃ আপনি রকেট এজেন্ট এর মাধ্যমে ও ক্যাশ আউট করতে পারবেন। এতে একটু ক্যাশ আউট চার্জ একটু বেশি। সাধারণ একাউন্টের জন্য ক্যাশ আউট করলে ১.৮% চার্জ করে থাকে। অর্থাৎ প্রতি হাজারে ১৮ টাকা। এখানে রকেট এজেন্টে ক্যাশ আউট করার আর একটি উপায় আছে সেটি হল রকেট অ্যাপ। রকেট অ্যাপ থেকে ক্যাশ আউট করলেও সেই একই খরচ প্রায়, আপনি রকেট অ্যাপ থেকে ক্যাশ আউট করলে ১.৭৫% চার্জ করে থাকে। অর্থাৎ প্রতি হাজারে ১৭.৫০ পয়সা।
রকেট ক্যাশব্যাক অফারঃ আপনি রকেট থেকে যেকোন সিমে নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জ পাবে ক্যাশ ব্যাক অফার।
আপনি যদি বিকাশ অফার, নগদ অফার সম্প্ররকে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট bdnextweb.com ভিজিট করতে পারেন।
রকেট অফার ২০২১, রকেটের অফার, rocket offer, rocket offer 2021, rocket offer bd, রকেট একাউন্ট অফার, রকেট এর অফার, রকেট নতুন একাউন্ট অফার ২০২১, রকেট একাউন্ট এর অফার, রকেট ক্যাশব্যাক অফার, রকেট একাউন্ট খোলার অফার, রকেট রিচার্জ অফার, রকেট রেফার অফার,