রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নাম ও ঠিকানা জানুন!

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য গুরুত্ব পূর্ণ একটি ভূমিকা পালন করে আসছে। উত্তরবঙ্গের মধ্যে সর্ব বৃহৎ সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের অনেক গুলি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমাদের এই পোষ্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নাম ও ঠিকানা সহ সকল তথ্য তুলে ধরব। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক গুলি কলেজ অন্তর্ভুক্ত করে শিক্ষার প্রসার ও মান বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সকল শিক্ষার্থীদের ইচ্ছা থাকে ভাল একটি কলেজে পড়াশুনা করার।  রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে লেখাপড়ার গতি অনেকাংশে বৃদ্ধি পেয়ছে। আপনি যোগ্যতা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোন কলেজে ভর্তি হতে পারবেন। আপনাদের সুবিধার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজ সমূহের সকল তথ্য গুলি দেওয়া হল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ আছে, যার মধ্যে ইঞ্জিনিয়ার কলেজ ও কৃষি কলেজ  অন্যতম। এই সকল কলেজ গুলি আপনিও ভর্তি হতে পারেন তবে নিদিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। দেশ সেরা এই সকল কলেজ সমূহে বিভিন্ন বিষয়ে অনার্স করতে পারবেন। তবে মনে রাখবেন ইঞ্জিনিয়ার ও কৃষি কলেজ ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ/ইন্সটিটিউটসমূহের বিভিন্ন বিভাগে ভর্তি সুযোগ দিয়ে থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নাম গুলি খুব সুন্দর ভাবে নিচে তুলে ধার হল , ফলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কি কি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং  কলেজ সমূহ

  • রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ –                  বিষয়: CE, EEE, ICE, CSE
  • টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ –      বিষয়: TE, CE, EEE, CSE, ICE
  • পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ –                  বিষয়: CE, EEE, CSE
  • ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং -বিষয়: TE, ME, CE, EEE, CSE
  • আশারাই ইঞ্জিনিয়ারিং কলেজ –              বিষয়: EEE, CSE

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষি কলেজ সমূহ

  • ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড বিজ্ঞান ও প্রযুক্তি –    বিষয়: Micro.Bio, Food.Sc,Fisha.
  • হেনরি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড প্রযুক্তি –                    বিষয়: AG, Micro.Bio, Food.Sc, Fisha
  • আনোয়ারা কলেজ অব বায়োসায়েন্স –                                             বিষয়: AG, Food.Sc
  • বরেন্দ্র ইনস্টিটিউট অফ জীববিজ্ঞান –                                             বিষয়: AG, Micro.Bio, Food.Sc, Fisha
  • উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড প্রযুক্তি –                            বিষয়: AG, Micro.Bio, Food.Sc, Fisha.
  • ভাষাসৈনিক গাজীউল হক জীববিজ্ঞান ইনস্টিটিউট –                    বিষয়: AG, Micro.Bio, Food.Sc, Fisha.
  • আশারাই কৃষি কলেজ বিজ্ঞান –                                                        বিষয়: AG, Fisha.
  • স্নাতক ইনস্টিটিউট অফ কৃষি ও প্রযুক্তি –                                        বিষয়: AG, Fisha. Micro.B, Food

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং ও কৃষি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। আমাদের এই পোষ্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের তথ্য সমূহ বিস্তারিত তুলে ধরেছি। আমাদের তথ্যের অনুসারে আপনি যে কলেজ টি তে ভর্তি হতে সেই কলেজে কি কি বিষয় আছে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *