রেডি ক্যাশ জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

জনতা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংকটি স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড দ্বারা গঠিত হয়েছিল। এটি ১৯৭২ সালের ২৬ নং রাষ্ট্রপতির আদেশের অধীনে জাতীয়করণ করা হয়েছিল। এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে কর্পোরেটভুক্ত করা হয়। জনতা ব্যাংক লিমিটেডের বর্তমান প্রধান কার্যালয় মতিঝিলে ২৪ তলাতে জনতা ব্যাংক ভবনে অবস্থিত। তারা ইতি মধ্যে রেডি ক্যাশ কার্ড চালু করেছে। যাতে করে সকলেই খুব সহজে এই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে এছড়া আরো বিভিন্ন সুবিধা পাবেন এই রেডি ক্যাশ জনতা ব্যাংক একাউন্ট থেকে।

রেডি ক্যাশ জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

রেডি ক্যাশ একাউন্ট থেকে কী কী সেবা পাওয়া যায়ঃ
একজন রেডি ক্যাশ একাউন্ট হোল্ডার তার রেডি ক্যাশ একাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে যেকোন সময় যেকোন জায়গা থেকেই রেডি ক্যাশ এর বিভিন্ন সেবা উপভোগ করতে পারেন। এক সময় শুধুমাত্র রেডি ক্যাশ নির্ধারিত এজেন্ট থেকে রেডি ক্যাশ একাউন্ট খুলতে হতো। কিন্তু বর্তমানে নিজে নিজে রেডি ক্যাশ একাউন্ট খোলা যায়।
রেডি ক্যাশ এর বর্তমান সেবাগুলো হচ্ছেঃ
একাউন্টে টাকা জমা করা।
একটি রেডি ক্যাশ একাউন্ট থেকে আরেকটি রেডি ক্যাশ একাউন্টে টাকা পাঠানো।
একাউন্ট থেকে এজেন্ট অথবা এটিএম থেকে টাকা তোলা।
পণ্য কেনাকাটা বা সেবার বিনিময়ে মূল্য পরিশোধ করা।
বিদ্যুৎ বিল প্রদান করা।
বেতন প্রদান।
ঘরে বসে যানবাহনের টিকিট কেনা।
ইন্টারনেটে কেনাকাটা ইত্যাদি সুবিধা পাবেন।
রেডি ক্যাশ একাউন্ট দেখার নিয়ম, রেডি ক্যাশ একাউন্ট কোড, রেডি ক্যাশ একাউন্ট খোলা, অনলাইনে রেডি ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, রেডি ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, রেডি ক্যাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম, রেডি ক্যাশ একাউন্ট কিভাবে খুলবো, রেডি ক্যাশ একাউন্ট চেক কোড, রেডি ক্যাশ একাউন্ট কিভাবে খুলবো, রেডি ক্যাশ একাউন্ট খোলা, রেডি ক্যাশ এর বর্তমান সেবা ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *