সকল প্রকার ব্যথা কমানোর দোয়া

আপনারা জানতে চেছেন যে সকল প্রকার ব্যথা কমানোর দোয়া / ব্যথা দূর করার দোয়া সমূহ সম্পর্কে চলুন জেনে আসি কোন দোয়া পড়লে ব্যথা দ্রুত কমে যায়। আমাদের ব্যথা হওয়ার নানা কারণ রয়েছে। কারও হয়তো বসা বা শোয়া ভঙ্গিমার কারণে ব্যথা হয়। আবার বেশি হাঁটার কারণে পায়ে ব্যথা হয়। এছাড়া বিভিন্ন কাজ করার কারণে হাতেও ব্যথা হতে পারে। এসব ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা ও চেষ্টার শেষ নেই। শরীরের যে কোনো স্থানের ব্যথা নিরাময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমল করতো তা নিম্নে দেওয়া হলো;

সকল প্রকার ব্যথা কমানোর দোয়া

 প্রথম ব্যথার দোয়া

আরবি :  أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
আরবির উচ্চারণ : বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু ওয়া উহাজিরু

বাংলা অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার ওসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ)

আমলের নিয়ম : ব্যথার স্থানে ডান হাত রেখে ৩ বার বিসমিল্লাহ বলা এবং ৭ বার এ দোয়া পড়তে থাকা আর ব্যথার স্থান মর্দন করা।

 ২য় ব্যথার দোয়া

আরবি :  بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
আরবির উচ্চারণ :বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আঝিদু।’

বাংলা অর্থ : ‘আল্লাহর নামে আমি আল্লাহ তাআলার ইজ্জাত ও সম্মান, তাঁর কুদরাত ও শক্তি এবং তাঁর রাজত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্বের কাছে আমার এই কষ্ট হতে মুক্তি প্রার্থনা করছি।’

আমলের নিয়ম :  ব্যথার স্থানে ডান হাত দিয়ে মর্দন করতে থাকা এবং ৭ বার এ দোয়া পড়া।

ব্যথা দূর করার দোয়া

৩য় ব্যথার দোয়া

আরবি :  بِسْمِ اللهِ تُرْبَةُ اَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا لِيُشْفَىْ بِهِ سَقِيْمُنَا بِاِذْنِ رَبِّنَا
আরবির উচ্চারণ :বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা লি-ইউশফা সাক্বিমুনা বি-ইজনি রাব্বিনা।’

বাংলা অর্থ : ‘আল্লাহর নামে আমাদের জমিনের মাটি এবং আমাদের কারো থুথুর সংমিশ্রণে আমাদের রবের নির্দেশে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দান কর।’ (বুখারি ও মুসলিম)

আমলের নিয়ম : মাটিতে থুথু ফেলে তা নিয়ে ব্যথার স্থানে মর্দন করা আর এ দোয়া পড়া।

৪র্থ থার দোয়া

আরবি :  اَمْسَحْ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَه“إِلاَّ أَنْتَ
আরবির উচ্চারণ : ‘‌আমসাহল বাসা রাব্বান নাসি বিয়াদিকাশশিফাউ লা কাশিফা লাহু ইল্লা আংতা।’

বাংলা অর্থ : ‘ হে মানুষের পালনকর্তা! ব্যথা দূর করে দাও। আরোগ্য দানের ক্ষমতা শুধু তোমারই হাতে। এ ব্যথা তুমি ছাড়া আর কেউ দূর করতে পারে না।’ (বুখারি)

আমলের নিয়ম : ব্যথা হলে এ দোয়া পড়তে থাকা।


দাঁতের ব্যথা কমানোর দোয়া, পেটে ব্যথা কমানোর দোয়া, পিরিয়ডের ব্যথা কমানোর দোয়া, মাথা ব্যথা কমানোর দোয়া, মাসিকের ব্যথা কমানোর দোয়া, বুকে ব্যথা কমানোর দোয়া, কোমর ব্যথা কমানোর দোয়া, ব্যাথা কমানোর দোয়া, যে কোন ব্যথার দোয়া, ব্যথা ভালো হওয়ার দোয়া, মাথা ব্যথার দোয়া কি, যে কোন ব্যাথা দূর করার দোয়া, ব্যথা হলে যে দোয়া পড়তে হয়, ব্যথা থেকে মুক্তির দোয়া, পেট ব্যাথা কমানোর উপায় দোয়া, ব্যথার দোয়া, বেথা কমার দোয়া, গলা ব্যথা কমানোর দোয়া, শরীরের ব্যথা কমানোর দোয়া, ঘাড় ব্যথা কমানোর দোয়া, মেয়েদের তলপেটে ব্যথা কমানোর দোয়া, পায়ের ব্যথা কমানোর দোয়া, পা ব্যাথা কমানোর দোয়া, পেট ব্যাথা কমানোর দোয়া বাংলা, দাঁতের মাড়ি ব্যথা কমানোর দোয়া, শরীরের ব্যথার দোয়া, শরীরে ব্যাথার দোয়া, শরীর ব্যথার দোয়া, হাত ব্যাথা কমানোর দোয়া,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *