শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাস্টার্স,এমএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি ও মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে ৫০০(পাঁচ শত) টাকা জমাদান
পূর্বক নির্ধারিত আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদনপত্র পাঠানোর শেষসীমাঃ আবেদনপত্র ২২/০৮/২০২২ হতে ২২/১১/২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্রের সাথে যে সব কাগজপত্র জমা দিতে হবেঃ 

আবেদনপত্রের সাথে স্নাতক পরীক্ষার সনদপত্র, সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবির সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। sust.edu থেকে ডাউনলোড করা যাবে।

বিঃদ্রঃ এমএসসি(ইঞজি), মাস্টার্স ভর্তির যোগ্যতা ও অন্যন্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস ও ওয়েবসাইট sust.edu থেকে জানা যাবে। উল্লেখ্য চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

কোর্সের নামঃ Masters in IT (MIT)

স্নাতক বা স্নাতকোত্তর ছাত্রদের অবশ্যই ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) বা প্রচলিত পদ্ধতিতে ন্যূনতম ২য় শ্রেণী থাকতে হবে।  বিজ্ঞান/ প্রকৌশলে ০৪ বছরের বিএসসি ডিগ্রি (বা ৩ বছরের ডিগ্রি + ১ বছরের মাস্টার্স) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কোর্সের সময়কালঃ  ১৮মাস (০৩ সেমিস্টার)

আসন সংখ্যাঃ ৩০

কোর্স ফিঃ 20,000 টাকা (এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হবে)

আবেদন জমা দেওয়ার শেষ তারিখঃ —২০২২

ভর্তি পরীক্ষাঃ —-২০২২

ভর্তি পরীক্ষার ফলাফলঃ –২০২২

ভর্তির তারিখঃ –২০২২

আবেদন ফিঃ ৫০০ টাকা

ক্লাস শুরু হচ্ছেঃ  ২০২২

👌 আমাদের ফেসবুক পেজে ⚡লাইক দিয়ে একটিভ থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *