আপনারা আজ জানতে চলেছেন বাংলাদেশের সেরা ১০ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সংখ্যা কত গুলি, কি কি, ও তার বিস্তারিত তথ্য সমূহ সম্পর্কে। চলুন আর দেরি না করে জেনে আসি সেরা সরকারি পলিটেকনিক সমূহ সম্পর্কে কিছু বিস্তারিত; পলিটেকনিক ইনস্টিটিউট হল একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও বাস্তব শিক্ষা প্রয়োগ করা হয়। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত কোর্স গুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, ডিপ্লোমা ইন ইকোনমিক্স, ডিপ্লোমা ইন ই. এসএসসি (ভোকেশনাল)। বোর্ডের অধীনে একটি চার বছরের কোর্স পরিচালিত হয়।
বাংলাদেশের সেরা ১০ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
নং | পলিটেকনিকের নাম | প্রতিষ্ঠিত | প্রতিষ্ঠাকাল |
০১ | ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট − Dhaka Polytechnic institute (DPI) | তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা | ১৯৫৫ সাল |
০২ | চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট − Chittagong Polytechnic Institute | নাসিরাবাদ ,চট্টগ্রাম | ১৯৬২ সাল |
০৩ | কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট − Comilla Polytechnic Institute | কোটবাড়ি ,কুমিল্লা | ১৯৬২ সাল |
০৪ | বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট − Barisal Polytechnic Institute | আলেকান্দা ,বরিশাল | ১৯৬২ সাল |
০৫ | সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট − Sylhet Polytechnic Institute (SPI) | টেকনিক্যাল রোড, বরইকান্দি সিলেট | ১৯৬২ সাল |
০৬ | পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট − Pabna Polytechnic Institute | গাংকোলা ,পাবনা | ১৯৬২ সাল |
০৭ | বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট − Bogra Polytechnic Institute | শেরপুর রোড, বগুড়া | ১৯৬২ সাল |
০৮ | রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট − Rangpur Polytechnic Institute | জুম্মাপাড়া রং,পুর | ১৯৬২ সাল |
০৯ | বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট − Bangladesh Sweden Polytechnic Institute | রাঙ্গামাটি, রাঙ্গামাটি | ১৯৬৩ সাল |
১০ | রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট − Raj Shahi Polytechnic Institute | সপুরা, রাজশাহী | ১৯৬৩ সাল |
সেরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
১) ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটঃ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। ১৯৫৫ সাল এটি প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Dhaka Polytechnic institute (DPI) বলা হয়। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক।
২) চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটঃ চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট। ১৯৬২ সালে এটি প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Chittagong Polytechnic Institute বলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে তৎকালীন পাকিস্তান সরকারের সময়ে এই ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রথম থেকেই এটি ৭টি ডিপার্টমেন্ট নিয়ে পরিচালনা শুরু করে।
৩) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটঃ কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি বৃহত্তম ও প্রসিদ্ধ পলিটেকনিক ইন্সটিটিউট। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Comilla Polytechnic Institute বলা হয়। এটি বাংলাদেশের সবচেয়ে পুরোনো পলিটেকনিক ইন্সটিটিউট গুলোর মধ্যে অন্যতম এবং প্রথম আইসিটি বেসড পলিটেকনিক ইন্সটিটিউট।
৪) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটঃ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম পুরাতন ও বৃহত্তম সরকারি বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি বরিশাল শহরের আলেকান্দা – পলিটেকনিক রোডে অবস্থিত। ১৯৬২ সালে এই পলিটেকনিক ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Barisal Polytechnic Institute বলা হয়। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।
৫) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটঃ সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট, বাংলাদেশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত প্রাচীন ও বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান। এই সরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট শহরে ১৯৬২ সালে বিশাল বড় আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Sylhet Polytechnic Institute (SPI) বলা হয়। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সিলেটের বরইকান্দি এলাকায় অবস্থিত। এর কাছেই সিলেট সরকারি টেকনিক্যাল কলেজ এবং সরকারি বাণিজ্য মহাবিদ্যালয় অবস্থিত। সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিষ্ঠানটির দূরত্ব মাত্র এক কিলোমিটার।
৬) পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটঃ পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইন্সটিটিউট। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬০ দশকে পূর্ব পাকিস্তানের বহু জেলাতে পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপিত করে। তারই অংশ হিসেবে পাবনা জেলাতে ১৯৬২ সালে উক্ত টেকনিক্যাল স্কুলটি “পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট” নামে প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Pabna Polytechnic Institute বলা হয়। পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট পাবনা শহর এলাকার গাংকোলায় অবস্থিত। এর উত্তরে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে পাবনা -চাটমোহর হাইওয়ে, পূর্ব দিকে পাবনা এডওয়ার্ড কলেজের ক্যাম্পাস অবস্থিত।
৭) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটঃ বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইন্সটিটিউটটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Bogra Polytechnic Institute বলা হয়। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রমানুসারে ৩ বছর মেয়াদি কোর্স দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে বিজ্ঞান কোর্সে প্রকৌশলে স্নাতককারী কর্তৃক বিধান রেখে তৎকালীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।
৮) রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটঃ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের রংপুরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটটি রংপুর বিভাগের রংপুর শহরের জুম্মাপাড়ায় অবস্থিত। বিপরীতে বিভাগীয় কারিগরি শিক্ষাবোর্ড অবস্থিত। একে ইংরেজিতে Rangpur Polytechnic Institute বলা হয়। ১৮৮২ সালে প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনসম্পদ তৈরীর লক্ষে “বেইলী ব্রীজ গোবিন্দ লাল টেকনিক্যাল স্কুল” নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৬২ খ্রিষ্টাব্দে আইয়ুব খান সরকার কর্তিক গৃহীত ৭ স্টেপ কর্মসুচিতে সিভিল ও পাওয়ার টেকনোলজি নিয়ে প্রতিষ্ঠিত হয় “রংপুর টেকনিক্যাল ইন্সটিটিউট”।
৯) বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটঃ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। এটি বাংলাদেশের একটি পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অন্যতম। ১৯৬০ সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং এই পলিটেকনিক ইন্সটিটিউটটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Bangladesh Sweden Polytechnic Institute বলা হয়। বর্তমান প্রিন্সিপালঃ অত্র ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র জনাব আব্দুল মতিন হাওলাদার – প্রাক্তন ছাত্র সিভিল (উড) ডিপার্টমেন্ট৷।
১০) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটঃ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ রাজশাহীতে অবস্থিত একটি প্রাচীন সরকারি বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে এই পলিটেকনিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। একে ইংরেজিতে Raj Shahi Polytechnic Institute বলা হয়। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।
sorkari polytechnic institute, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট তালিকা, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর তালিকা, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকা, বাংলাদেশ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট, সরকারি পলিটেকনিক এর তালিকা, বাংলাদেশের সেরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সেরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সংখ্যা