কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৩

কৃষি বিষয়ে ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় সমূহে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহনের মাধ্যমে ১ বর্ষ স্নাতক শ্রেণীতে ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু অবেদনকারিদের নিকট থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ এর সকল তথ্য জানতে পোষ্টটি ভালভাবে পড়ুন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা০৮ টি
আবেদনের মাধ্যমঅনলাইনের মাধ্যমে
আবেদন ফি ১২০০/- টাকা
আবেদন শুরু ১৭ জুলাই ২০২২ 
আবেদনের সময়সীমা১৬ আগস্ট ২০২২
পরীক্ষার তারিখ১০ সেপ্টেম্বর ২০২২
পরীক্ষার সময়১১.৩০ থেকে ১২.৩০ টা পর্যন্ত

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলারে উল্লেখিত আবেদনের যোগ্যতা ২০২২

২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি ও এইচএসসি সমমান এবং ২০২০/২০২১ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ও গণিত বিষয় সমূহে উত্তীর্ণ এবং চতুর্থ বিষয় বাদে নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে এবং সর্বমোট জিপিএ ৮ থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় ও আসনসংখ্যাঃ

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ১১১৬
  2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর – ৩৬০
  3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা -৭০৪
  4. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট – ৪৩১
  5. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী – ৪৪৩
  6.  চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম  -২৪৫
  7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা – ১৫০
  8. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়,হবিগঞ্জ – ৯০

     সর্বমোট ৩৫৫৫ টি

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টনঃ

  1. ইংরেজি -১০
  2. প্রাণীবিজ্ঞান -১৫
  3. উদ্ভিদবিজ্ঞান -১৫
  4. পদার্থবিজ্ঞান -২০
  5. রসায়ন -২০
  6. গণিত -২০

মেধা নির্ধারণঃ

লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর, এসএসসি/ সমমান হতে ২৫ নম্বর এবং এইচএসসি/ সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধা নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়মাবলীঃ

Online-এ আবেদন ফরম পূরণ করতে হবে। পর্বতিতে মোবাইল নম্বর হিসেবে নিজের মোবাইল নম্বর প্রদান করতে হবে। SMS এর মাধ্যমে পিন/লগইন পাসওয়ার্ড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য উক্ত নাম্বারে দেওয়া হবে।

আবেদন ফিঃ

আবেদন ফি ১২০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে।


কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২, কৃষি গুচ্ছ ভর্তিi সার্কুলার,কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২ সার্কুলার, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২,কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন,কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা,গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার সার্কুলার ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *