ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি প্রস্তুতি ও ভর্তি গাইড PDF ২০২৩

ক্যাডেট কলেজ সামরিক বাহিনী পরিচালিত বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজ   ধারণার সৃষ্টি হয় সামরিক বাহিনীতে যোগ্য কর্মকর্তা তৈরির চেতনা থেকে।ক্যাডেট কলেজ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে।  ক্যাডেট কলেজ নামীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাতন্ত্র বজায় রেখে চলেছে। ক্যাডেট কলেজ বলতে বিশেষ ধরনের সামরিক স্কুল বোঝালেও সকল সামরিক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানকেই ক্যাডেট কলেজ বলা যাবে না। কেবল বাংলাদেশ ও পাকিস্তানেই এই নামটি ব্যবহৃত হয়ে থাকে।

ক্যাডেট কলেজ সমূহে ভর্তি

ক্যাডেট কলেজ সমূহে ভর্তি

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ক্যাডেট কলেজসমূহ একটি আস্থা ও নির্ভরতার প্রতীক। ইতোমধ্যে ক্যাডেট কলেজসমূহ শিক্ষাবোর্ডসমূহের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মুকুট অর্জন করেছে। বোর্ডের মেধাতালিকায় স্থান, শতভাগ পাসসহ যেকোনো বোর্ড পরীক্ষায় ক্যাডেট কলেজের রয়েছে ধারাবাহিক সাফল্যের রেকর্ড।তাই ক্যাডেট কলেজে পড়া এখন অনেকের জন্য একটা স্বপ্নের ব্যাপার।কিন্তু চাইলেই ক্যাডেট কলেজে ভর্তি হওয়া সম্ভব না ।বেশ  কিছু প্রক্রিয়ার মাধ্যমে ক্যাডেট কলেজে ভর্তি হতে হয়।

বিজ্ঞপ্তির নামক্যাডেট কলেজে ভর্তি
ক্যাডেট কলেজের সংখ্যা১২টি, ৯টি ছেলেদের, ৩টি মেয়েদের
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মানবণ্টনগণিত-১০০, বাংলা-৬০, ইংরেজী-১০০ এবং সাধারণ জ্ঞান-৪০
লিখত পরীক্ষার মোট নম্বর৩০০
লিখিত পরীক্ষার তারিখ২৮ জানুয়ারি ২০২২ (শুক্রবার)
আবেদন ফি বাবদ১৬০০ টাকা
আবেদনের মাধ্যমঅনলাইন
 আবেদনের লিংকhttps://www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
আবেদন প্রকাশের তারিখ৩ ডিসেম্বর ২০২১
বিজ্ঞপ্তির PDFডাউনলোড 
আবেদনের শেষ সময়১৬ জানুয়ারি ২০২২

সপ্তম শ্রেণির ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

সপ্তম শ্রেণির ক্যাডেট কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি PDF

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ:

ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ।

ক্যাডেট কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয় নভেম্বর মাসে ফর্ম ছাড়ার মাধ্যমে।ডিসেম্বর মাসে হয় পরীক্ষা এবং জানুয়ারিতে ভর্তির মাধ্যমীই প্রক্রিয়া শুরু হয়।

ভর্তি প্রক্রিয়াঃ

সময় বদলে গেছে, তার সাথে সাথে উন্নত হচ্ছে তথ্যপ্রযুক্তি। এক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে ক্যাডেট কলেজসমূহে ভর্তির জন্য ফরম সংগ্রহ করতে হতো। ফরম ফিলাপ করতে বা জমা দিতে অনেক ঝামেলা পোহাতে হতো। আর এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যায়।
আবেদনে সকল তথ্য নির্ভুল ও সঠিক হতে হবে, অন্যথায় আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত হলে প্রার্থীকে জানানো হয়, এরপর নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে লিখিত, মৌখিক ও মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদেরকে নিয়মানুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।

আবেদনের যোগ্যতাঃ

ক৷ জাতীয়তাঃ প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে৷
খ৷ শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷
গ৷ বয়সঃ ০১ জানুয়ারি ২০১৯ তারিখে ১৩ বছর ০৬ দিন৷
ঘ৷ শারীরিক যোগ্যতাঃ
(১) উচ্চতাঃ ন্যুন্যতম সর্বোচ্চ ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)৷
(২) সুস্থতাঃ প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে৷

আবেদনের অযোগ্যতাঃ

নিম্নলিখিত কারণসমূহের জন্য প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হবেঃ

১।পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়া।

২।  ফ্লাট ফুট, কালার ব্লাইন্ড ও অতিরিক্ত ওজন।

৩। অ্যাজমা, মৃগী, হৃদরোগ, বাত, বাতজ্বর, যক্ষ্মা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, যেকোনো প্রকার ডায়াবেটিস, হেমোফাইলিয়া, বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত।

প্রয়োজনীয় কাগজপত্র:

১। প্রার্থীর  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সত্যায়িত সনদপত্র।

২। প্রার্থীর জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

৩। প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাল উল্লেখপূর্বক সনদপত্র।

৪।প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।

৫। প্রার্থীর পিতা/অভিভাবক ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্র ।

৬। অনলাইন আবেদনপত্রে আপলোড করা ছবির অনুরূপ এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজ (রঙিন) ছবি।

 

সব সময়ের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুনঃ ? The Next Web BD


ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মডেল টেস্ট-২,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার রেজাল্ট ,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০ ,ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা ,ক্যাডেট কলেজে ভর্তির ফলাফল ২০২০ ,ক্যাডেট কলেজ ভর্তি আবেদন ,
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২০ এর ফলাফল,ক্যাডেট কলেজ ভর্তি কোচিং,ক্যাডেট কলেজে ক্যাডেট হিসেবে কোন শ্রেনিতে ভর্তি করা হয়,ক্যাডেট কলেজ ভর্তি খরচ,ক্যাডেট কলেজ ভর্তি গাইড pdf,ক্যাডেট কলেজ ভর্তি গাইড বই,ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান,ক্যাডেট কলেজ ভর্তি মডেল টেস্ট,ক্যাডেট কলেজ ভর্তি তথ্য,ক্যাডেট কলেজে ভর্তির নিয়ম,
ক্যাডেট কলেজ ভর্তি ফরম,ক্যাডেট কলেজ ভর্তি ফরম ২০২০,ক্যাডেট কলেজ ভর্তি বই,কুমিল্লা ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,
ক্যাডেট কলেজ ভর্তি ভাইভা,bd next web,বিডি নেক্সট ওয়েব,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *