গুগল জিমেইল একাউন্ট রিকভারি – Gmail Account Recovery

Google এর Gmail অ্যাকাউন্ট আমাদের বর্তমান জীবনের একটি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আপনার অফিসের কাজ থেকে শুরু করে নিয়ে আপনার পার্সোনাল লাইফেও ইমেল ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্য়বহার করেন তবেও এই জিমেইল অ্যাকাউন্ট ফোনে ব্যাবহার করা বাধ্যতামূলক। তাই আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক সমস্য়া হতে পারে।

আপনি কি আপনার ইমেইল আইডি ভুলে গিয়েছেন, আপনি এখন ভাবছেন ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবেন তা নিয়ে চিন্তিতো, কোন সমস্যা নাই আপনি আপনান জিমেইলের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে নীচে দেওয়া পদ্ধতি গুলির মাধ্য়মে আবার তা ফিরে পাবেন। তাই চলুন জেনে আসি কি ভাবে আপনি আপনার গুগল জিমেইল পাসওয়ার্ড রিকভারি (Gmail Account Recovery) করবেন। প্রথমে এ ঠিকানায় যেতে হবে।

গুগল জিমেইল একাউন্ট রিকভারি

গুগল জিমেইল একাউন্ট রিকভারি

আপনি যদি পাসওয়ার্ড ভুলেজান তাহলে  আপনাকে প্রথমে এই লিংকে ক্লিক করুন। তারপর  ‘I don’t know my password’ সিলেক্ট করে যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি দিতে হবে। এরপর জিমেইল সর্বশেষ পাসওয়ার্ডটি চাইবে। যদি মনে থাকে সেটি চাইপ করুন। না মনে থাকলে পরবর্তী নির্দেশনায় যেতে হবে। এরপর আপনার রিকভারি মেইল আইডি দিতে বলা হবে। ই-মেইল আইডি ওপেন করার সময় দেওয়া আইডিটিই রিকভারি মেইল। তাহলে ওই মেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কিভাবে পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। যদি মেইল আইডি ভুলে যান তাহলে ‘Verify your identity’ অপশনটি ক্লিক করতে হবে। এতে বর্তমানে চালু আছে এমন একটি মেইল আইডি দিতে হবে। এরপর জিমেইল আইডির প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন: জন্মতারিখ এবং কবে আইডিটি খোলা হয়েছিল ইত্যাদি তথ্য। তারপর আপনার গুগল জিমেইল একাউন্ট খুলে যাবে। তখন নতুন পাসওয়ার্ড ব্য়বহার করে আপনার Gmail লগ ইন করুন।

জিমেইল একাউন্ট রিকভারি পাসওয়ার্ডঃ

সবার প্রথমে আপনার গুগল অ্যাকাউন্ট বা Gmail পেজটি ওপেন করুন।

এবার গুগল লগ ইন পেজে ‘Forget Password’ অপশনটি তে ক্লিক করুন।

আপনার শেষ যে পাসওয়ার্ডটি মনে করতে পারছেন তা লিখুন। কোন পাসওয়ার্ড মনে করতে না পারনে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’(Try another way) সিলেক্ট করুন।

আপনার জিমেইল অ্যাকাউন্ট এর সাথে যে ফোন নম্বারটি  আছে সেই নম্বরে মেসেজ পাঠাবে গুগল।

আপনার কাছে সেই ফোন নম্বর না থাকলে বিকল্প আপনার ইমেলে (Email) ভেরিফিকেশান কোড পাঠাবে গুগল।

বিকল্প ইমেল না থাকলে ‘ট্রাই অ্যানাদার ওয়ে’ (Try another way) সিলেক্ট করতে হবে।

এরপরে গুগল আপনার কাছে অন্য় কোনও ইমেল আইডি চাইবে, তখন অন্য ইমেইল দিন। যেখানে আপনাকে গুগল ইমেল পাঠাতে পারবে।

এবার গুগলের ইমেলে পেলে গুগল লগইন করুন।

এরপর আপনার একাউন্ট ওপেন হয়ে যাবে।

রিকভার হয়ে গেলে নতুন পাসওয়ার্ড ব্য়বহার করে আপনার Gmail লগ ইন করুন।

বিদ্রঃ পাসওয়ার্ড পরিবর্তন করে তা সুন্দর ভাবে আপনার ব্যাক্তিগত কোন স্থানে লিখে রাখুন। তানাহলে জিমেইল লগ ইন করার সময় ব্রাউজারে পাসওয়ার্ড সেভ (Browser Save Password)  করে রাখতে পারেন।

 

আরো তথ্য পড়ুনঃ 

ফেসবুক একাউন্ট রিকভারি

ইউটিউব চ্যানেল তৈরি করার নিয়ম

ইউটিউব মনিটাইজেশন

 

জিমেইল একাউন্ট রিকভারি পাসওয়ার্ড, জিমেইল একাউন্ট রিকভারি ফোন নম্বর, গুগল জিমেইল একাউন্ট রিকভারি, ডিলিট জিমেইল একাউন্ট রিকভারি, জিমেইল একাউন্ট রিকভারি বি মোবাইল নম্বর, জিমেইল রিকভারি নম্বর, ইমেইল রিকভারি, ইমেইল রিকভারি পাসওয়ার্ড, জিমেইল রিকভারি পাসওয়ার্ড, রিকভার জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল আইডি রিকভারি, জিমেইল একাউন্ট রিকভারি, জিমেইল একাউন্ট রিকভার, জিমেইল একাউন্ট রিকভারি পাসওয়ার্ড, ডিলিট জিমেইল একাউন্ট রিকভারি, রিকভারি জিমেইল পাসওয়ার্ড, Gmail Account Recovery, Google account recovery, Gmail account recovery with phone number, Gmail account recovery without phone number, Gmail account recovery by mobile number, Gmail account remove phone, Gmail account recovery help, a gmail account recovery, gmail.com account recovery, go to gmail account recovery, go to gmail account recovery page, how to do gmail account recovery, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *