সরকারি নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ [www.bnmc.gov.bd]

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ২০৩ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরনী, বিজয়নগর, ঢাকা-১০০০, কর্তৃক সাম্প্রতিক সরকারি নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্ট বেসিক বিএসসি, নার্সিং ও বিএসসি, পাবলিক হেলথ নার্সিং কোর্সে ৫টি কলেজে মোট আসন ৬২৫টি। কলেজ গুলো হলো কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা; ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম; বগুড়া নার্সিং কলেজ, বগুড়া; খুলনা নার্সিং কলেজ, খুলনা এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর। পাঁচটির কলেজের প্রতিটিতে ১২৫টি করে আসন রয়েছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদশে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তিন বছর মেয়াদী মিডওয়াইফারি ডিপ্লোমা এবং চার বছর মেয়াদী বিসএসসি নার্সিং এ ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে । বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নিম্ন লিখিত শর্তে ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

সরকারি নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ তথ্য

আবেদন শুরুঃ অনলাইনে আবেদন শুরুর তারিখ ১৫ মার্চ  ২০২৩  (সময়: সকাল ১০.০০ ঘটিকা)

আবেদন শেষঃ অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২২  (সময়: ২৩.৫৯ মিঃ)

ফি জমা দেওয়ার শেষ তারিখঃ অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ  ১৫  এপ্রিল ২০২২ (সময়: ২৩.৫৯ মিঃ)

অনলাইনে প্রবেশপত্র ডাউনলোডঃ ০৯ মে ২০২৩ সকাল ১০ টা থেকে

ভর্তি পরীক্ষার সময়ঃ ১৯ মে ২০২৩ শুক্রবার ( সকাল ১০ টা থেকে ১১ টা)

আবেদন ফিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৫০০ টাকা

আবেদন করার লিংকঃ dgnm.teletalk.com.bd

সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার আবেদনের নিয়ম ও শর্তাবলী 

  1. প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীকে ২০২০ খ্রিঃ বা ২০২১ খ্রিঃ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০১৮ বা ২০১৯ খ্রিঃ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  3. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে।
  4.  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারিঃ যেকোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে । তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।
  5. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরু প্রার্থীর ক্ষেত্রে সরকারি  প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০ শতাংশ ভর্তিযোগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে ।
  6. নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে ।
  7. এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে।
    লিখিত পরীক্ষায় বিষয় ভিত্তিক নম্বরঃ (ক) বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-২ পু গণিত-১০, বিজ্ঞান-৩০ (জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান-২০ অর্থাৎ সর্বমোট-১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । (খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি/ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজনঃ বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, সাধারণ বিজ্ঞান-২৫ এবং সাধারণ জ্ঞান-২৫ অর্থাৎ সর্বমোট -১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
  8. এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৪ গুনিতক  ২০ নম্বর (সর্বোচ্চ); এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৬ গুনিতক ৩০ নম্বর (সর্বোচ্চ); ০৫ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর, সর্বমোট  (২০+৩০+১০০) ১৫০ নম্বর ।
  9. লিখিত পরীক্ষায় ৪০ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে । উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

 নম্বরের ভিত্তিতে সরকারি নার্সিং ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবেঃ

বিএসসি ইন নার্সিংডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি  / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
বাংলা – ২০বাংলা – ২০
ইংরেজী – ২০ইংরেজী – ২০
গণিত – ১০গণিত – ১০
বিজ্ঞান (রসায়ন, জীব বিজ্ঞান,রসায়ন)- ৩০সাধারন বিজ্ঞান – ২৫
সাধারন জ্ঞান – ২০সাধারন জ্ঞান – ২৫

আবেদন ফি, প্রবেশপত্র ও ছবি স্বাক্ষর 

  1. ভর্তি পরীক্ষার ফি : বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়ে্স এন্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে জমা দিতে হবে । অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে ।
  2. ছবি আপলোডঃ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১০০ কেবি সাইজের রঙিন ছবি ৩০০ x ৩০০ পিক্সেল জেপিজি ফরমেটে আপলোড করতে হবে।
  3. স্বাক্ষর আপলোডঃ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে (সাদা ব্যাক গ্রাউন্ডে) সাইজ ২৫০ x ১৫০ পিক্সেল পিক্সেল জেপিজি ফরমেটে আপলোড করতে হবে।
  4. প্রবেশপত্র উত্তোলনঃ প্রার্থী তাঁর Application ID ও password ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সংবলিত প্রবেশপত্র (Admit Card) Download করতে পারবেন।

বিঃদ্রঃ – সরকারি নার্সিং কলেজ/ইনস্টিটিউট এ মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানদের জন্য মোট আসনের ২% সংরক্ষিত থাকবে। বিশিষ্ট ৯৮% আসনের মধ্যে ৬০% প্রার্থী জাতীয় মেধা এবং ৪০% প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাক্রমে মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর/সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে, স্মারক নম্বর/সনদের নম্বর ও তারিখ ছাড়া উক্ত কোটাসমূহে অনলাইন এন্ট্রি হবে না। নির্বাচন প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমানিত হলে তার ভর্তি বাতিল মর্মে গণ্য হবে।

সরকারি নার্সিং কলেজ সমূহঃ

  1. কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা।
  2. ফৌজদারহাট নার্সিং কলেজ, চট্টগ্রাম।
  3. বগুড়া নার্সিং কলেজ, বগুড়া।
  4. খুলনা নার্সিং কলেজ, খুলনা।
  5. সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ, কাপাসিয়া, গাজীপুর।

 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

সরকারি নার্সিং এর পোস্ট বেসিক কোর্স

সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা, সরকারি নার্সিং কলেজে ভর্তির সার্কুলার, সরকারি নার্সিং কলেজে ভর্তির তথ্য, সরকারি নার্সিং কলেজে ভর্তির সকল নিয়ম, সরকারি নার্সিং কলেজে ভর্তি ২০২১-২০২২, সরকারি নার্সিং কলেজে ভর্তির যোগ্যতা ২০২১-২০২২, সরকারি নার্সিং কলেজের তালিকা, সরকারি নার্সিং কলেজ সমূহ,

One thought on “সরকারি নার্সিং কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ [www.bnmc.gov.bd]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *