নার্সিং রেজাল্ট ২০২২ কখন দিবে? নার্সিং ফলাফল দেখার নিয়ম ও লিংক-Nursing Result BD

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২০ মে ২০২২  খ্রিঃ অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফল কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় অনুমোদনক্রমে প্রকাশ করা হলো।

নার্সিং পরীক্ষায় লিখিত পরীক্ষায় অকৃতকার্যদের উত্তরপত্র পুনঃনিরীক্ষা (পুনঃমূল্যায়ন/রিভিউ) আবেদন, অনলাইন রেজাল্ট কপি, ফি-সংযুক্ত করে অধ্যক্ষের মাধ্যমে অগ্রবর্তি করে কেবলমাত্র ইমেইলে (কেবলমাত্র ব্যাংক ড্রাফট/পেঅর্ডারের ক্ষেত্রে ডাক/কুরিয়ার যোগে মুলকপি প্রয়োজন) পাঠাতে হবে। আবেদন অক্টোবর ২০২২ তারিখে অফিস সময়ের মধ্যে জমা নিশ্চিত করতে হবে (একই আবেদন একাধিক বার প্রেরণ করলে বিভ্রান্ত সৃষ্টি হয় বিধায় একটি আবেদন একবাই পাঠানোর অনুরোধ করা হলো)। রিভিউ রেজাল্ট অনুমোদন পরিস্থিতি বিবেচনা পূর্বক  http://www.bnmc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

স্বাস্থ্যবিধি মেনে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সাপ্রিমেন্টারি/রিটেইক পরীক্ষার সম্ভাব্য তারিখ — সেপ্টেম্বর ২০২২ স্বিঃ নির্ধারণ করা হয়েছে পরিস্থিতি বিবেচনা পূর্বক পরবর্তীতে পরীক্ষার বিজ্ঞপ্তি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কোর্সের নামডিপ্লোমা ও বিএসসি নার্সিং
মোট পরিক্ষার্থী ১১১,৫৬২ জন 
পরীক্ষার তারিখ২০ শে মে ২০২২ শুক্রবার সকাল 10 টা
ফলাফলের তারিখ২২ মে ২০২২

নার্সিং রেজাল্ট ২০২২

নার্সিং ফলাফল কখন দিবে?

উত্তরঃ ২২ মে ২০২২ তারিখে দিয়েছে

অনুলিপি সদয় অবগতি ও কার্যাথেঃ
১. প্রেসিডেন্ট, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (দৃ: আ: উপসচিব, নার্সিং
শিক্ষা, স্বাপকম)।
২. মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিসপ্তর/স্থাস্থয শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
৩. চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি, বিএনএমসি এবং পরিচালক (চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
৪. সদস্য (সকল), পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং …………
৫. অধ্যক্ষ/ইনচার্জ (সকল), সংশ্লিষ্ট নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান. ……………
৬. সহকারী প্রোগ্রামার, বিএনএমসি (ফলাফল এবং বিজ্ঞপ্তিটি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশসহ)।
৭. হিসাব শাখা, বিএনএমসি।
৮. জনাব মোঃ মোস্তাফিজুর রহমান/জনাব মোঃ আব্দুল আউয়াল, উচ্চমান সহকারী, বিএনএমসি-রিভিউ আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট
কার্যসম্পাদনের নির্দেশসহ (০১৯১১-৩৫২২৭২/০১৭১৬-৫৪৪৮৮১ )
১২, জনাব/ বেগম ……………


নার্সিং রেজাল্ট দেখার লিংক, নার্সিং রেজাল্ট দেখার নিয়ম, নার্সিং রেজাল্ট দেখার ওয়েবসাইট, নার্সিং রেজাল্ট কবে দিবে, নার্সিং এর রেজাল্ট, নার্সিং ও মিডওয়াইফারি রেজাল্ট, নার্সিং ফলাফল, নার্সিং রেজাল্ট কিভাবে দেখবো, নার্সিং রেজাল্ট কিভাবে দেখে, নার্সিং রেজাল্ট কখন দিবে, নার্সিং রেজাল্ট কিভাবে দেখতে হয়, নার্সিং রেজাল্ট কবে, নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, নার্সিং রেজাল্ট চেক, নার্সিং লিখিত পরীক্ষার রেজাল্ট, নার্সিং ভর্তি পরীক্ষা রেজাল্ট, নার্সিং ফটাফট রেজাল্ট, nursing result bd,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *