পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি : Post Basic BSC Nursing Admission

সাম্প্রতিক পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নার্সিং শিক্ষা বিভাগ , পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশ করা হয়েছে। Post Basic BSC Nursing Admission এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে দেখুনঃ

পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি

বিএসসি নার্সিং (পোস্ট বেসিক) ২ বছরের কোর্স যা নার্সিং দক্ষতা বাড়ানোর একটি সরকারি প্রোগ্রাম। শিক্ষার্থীদের প্রাথমিক যোগ্যতা হলো ডিপ্লোমা বা বিএনএমসি কর্তৃক নিবন্ধিত সকল নার্সগন। ০২ বছর মেয়াদী পোষ্ট বেসিক বিএসসি ,নার্সিং ও বিএসসি ,পাবলিক হেলথ নার্সিং কোর্সে সরকারি – বেসরকারি পর্যায়ে নার্সিং কলেজ ভর্তি ইচ্ছুক প্রার্থিদের নিকট হতে আনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।

কোর্সের নামঃ পোস্ট বেসিক বিএসসি নার্সিং

  1. ব্যাচেলর অব সায়েন্স ইন পোষ্ট বেসিক নার্সিং
  2. ব্যাচেলর অব সায়েন্স ইন পোষ্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং
  3. ব্যাচেলর অব সায়েন্স ইন পোষ্ট বেসিক মিডয়াইফারি

নার্সিং ভর্তি পরীক্ষা আবেদনের তারিখ

আবেদন শুরুঃ  ২৭ নভেম্বর ২০২২
আবেদন শেষঃ ১০ নভেম্বর ২০২২
শিক্ষাবর্ষঃ ২০২২-২৩
প্রবেশ পত্র ডাউনলোডঃ ১৮ থেকে ২৩ ডিসেম্বর ২০২২
ভর্তি পরীক্ষার তারিখঃ ২৪ ডিসেম্বর ২০২২, সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি ২০২২-২৩ আবেদনের নিয়মঃ 

প্রথমেই প্রতি আবেদনের জন্য নার্সিং এর অফিশিয়াল ওয়েবসাইট অথবা http://dgnm.teletalk.com.bd যেতে হবে। এর পর নির্ধারিত অপশন বাছাই করে সেটি থেকে আবেদন পূরন করে নিতে হবে। অনলাইনে নার্সিং ভর্তি সাবমিটের পূর্বে অবশ্যই স্বাক্ষর এবং ছবি আপ্লোড করতে হবে। সদ্য তোলা রঙিন ছবি ৩০০*৩০০ সাইজ এর মাপের  হতে হবে এবং ছবিটি JPG file এর ১০০ কেবি সাইজ এর মধ্যে হতে হবে।

নার্সিং ভর্তির আবেদনের ওয়েব সাইট লিংকঃ 

আবেদনের লিংকঃ http://dgnm.teletalk.com.bd

মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটঃ www.dgnm.gov.bd

বিএনএমসি ওয়েবসাইটঃ www.bnmc.gov.bd

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার নম্বর হলো ১০০ নম্বর। শুধুমাত্র ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে থাকবে।

বিএসসি ইন নার্সিং ২০২০-২১ মান বন্টন

বিষয়নম্বর
বাংলা২০
ইংরেজী২০
গণিত১০
বিজ্ঞান (জীববিজ্ঞান , পদার্থ ও রসায়ন)৩০
সাধারণ জ্ঞান২০
মোট১০০ নম্বর

 

নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন -ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি  

বাংলা মার্কঃ ২০ নম্বর।

ইংরেজী মার্ক – ২০ নম্বর।

গণিত মার্ক – ১০ নম্বর।

সাধারণ বিজ্ঞান মার্ক – ২০ নম্বর।

সাধারণ জ্ঞান মার্ক – ২৫ নম্বর।

 

নার্সিং ভর্তি পরীক্ষার – মেধা তালিকা

ভর্তি পরীক্ষায় = ১০০ নম্বর এ পেয়ে উৎকীর্ণ হতে হবে।

এসএসসি + এইচএসসি জিপিএ = ৫০ নম্বর

SSC GPA X 4 = 20

HSC GPA X 6 = 30

লিখিত পরীক্ষায় ছাত্রছাত্রী কে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে ।

৪০ নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলেগন্য হবে ।

নার্সিং ভর্তি পরীক্ষার -কেন্দ্রের নাম ও কোড

ঢাকা – ১

রাজশাহী – ৩

সিলেট – ৫

রংপুর – ৭

চট্রগ্রাম – ২

খুলনা – ৪

বরিশাল – ৬

ময়মনসিংহ – ৮

Post Basic BSC Nursing Admission 2022 in Bangladesh

পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি 

Post Basic BSC Nursing Admission 2022 in Bangladesh

Application Start: 27 November 2022

Application Deadline: 10 December 2022

 


Post Basic BSc Nursing Admission Notification , পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি , পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি , পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তি ,  বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি , পোস্ট বেসিক নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি , Post Basic Nursing Admission Notification , Post Basic Nursing Admission , BSc Nursing Admission Notification , Post Basic BSC Nursing Admission

One thought on “পোস্ট বেসিক বিএসসি নার্সিং ২০২২-২৩ ভর্তি বিজ্ঞপ্তি : Post Basic BSC Nursing Admission

Leave a Reply to Naznin Akter Cancel reply

Your email address will not be published. Required fields are marked *