বেকার ভাতা অনলাইন আবেদন ভারত

বেকারত্ব একটি সামাজিক ব্যাধি বা সংকট। বেকারত্ব শব্দটি এসেছে ইংরেজি শব্দ Unemployment থেকে। বেকারত্ব হল এমন পরিস্থিতি যখন একজন ব্যক্তি তার পেশা হিসাবে চাকরি খুঁজে পায় না। বেকার মানে শ্রমশক্তির সেই অংশ যারা নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি খোঁজা সত্ত্বেও চাকরি পায় না। ১৫ বছর বা তার বেশি বয়সী একজন ব্যক্তিকে বেকার হিসাবে বিবেচনা করা হয় যিনি সক্রিয়ভাবে কাজ চাওয়া বা কাজের জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও কোনো কাজ করেনা। তাই ভারতীয় সরকার এদের জন্য বেকার ভাতা চালু করেছে। এখানে সকল বেকার দের আবেদন করার জন্য আহ্বান করছে ভারতীয় সরকার।আপনি যদি আবেদন করতে চান তাহলে আনলাইনের মাধ্যমে করুন। বেকার ভাতা অনলাইন আবেদন করতে এই লিংকে ক্লিক করুন, employmentbankwb.gov.in 

২০১৫-১৬ সাল অনুযায়ি বেকারত্বের ভিত্তিতে ভারতের রাজ্যগুলির একটি তালিকা। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকারের ৫ তম বার্ষিক কর্মসংস্থান – বেকারত্ব জরিপ। নিম্নে একটি ছকের মাধ্যে ২০১৫-১৬ সালের বেকারত্বের হার তুলেধরার চেষ্টা করছি।

ক্রমিক নংরাষ্ট্রমোটশহুরেগ্রামীণ
ত্রিপুরা১৯৭১৭২২০৩
সিকিম১৮১১৬৮১৮৪
কেরালা১২৫১২৬১২৫
হিমাচল প্রদেশ১০৬২৩১১৭
গোয়া৯৬৫৮১৫০
অরুণাচল প্রদেশ৮৯৫২৯৩
নাগাল্যান্ড৮৫১৪১৬৯
ঝাড়খন্ড৭৭৯৪৭৩
উত্তর প্রদেশ৭৪৬৭৭৬
১০জম্মু ও কাশ্মীর৭২৩৬৮৩
১১রাজস্থান৭১৪৩৭৭
১২উত্তরাখণ্ড৭০৩২৮১
১৩অসম৬১১০১৫৫
১৪পাঞ্জাব৬০৬২৫৯
১৪বিহার৬০৭৪৫৯
১৬মণিপুর৫৭৭০৪৯
১৭ওড়িশা৫০৪৭৫১
১৮পশ্চিমবঙ্গ৪৯৫৬৪৭
১৯মেঘালয়৪৮১৩৪২৮
২০হরিয়ানা৪৭৩৯৫৩
২১মধ্য প্রদেশ৪৩৪০৪৪
২২তামিলনাড়ু৪২৩৬৪৫
২৩অন্ধ্র প্রদেশ৩৯৪৪৩৮
২৪মিজোরাম৩০৪৯১৫
২৫তেলঙ্গানা২৮৬২১৩
২৬মহারাষ্ট্র২১২৩২০
২৭ছত্তিসগড়১৯৬৮১১
২৮কর্ণাটক১৫১৯১৩
২৯গুজরাট১০

বেকার ভাতা অনলাইন আবেদন

ভারত বেকার ভাতা আবেদনের শর্ত :

আপনাকে বেকার ভাতা পেতে গেলে নিম্নের যে বিষয়টি মাথায় রাখতে হবে তাহলো

  • আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
  • বয়স হতে হবে ৪৫ এর কম
  • কোনো সরকারি চাকরি করলে হবে না
  • কোনো সরকারি লোন বা অন্য সরকারি লোন প্রকল্প এর সাথে যুক্ত থাকলে চলবে না
  • আপনার ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে

আবেদনে করতে হলে আপনাকে নিচে দেওয়া নিয়ম মেনে আবেদন কারুন যাতে আপনি খুব সহজে ভারত বেকার ভাতার  জন্য আবেদন করতে পারেন।

১. প্রথমেই আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যার লিংক  https://employmentbankwb.gov.in লংকে ক্লিক করুন

২. দ্বিতীয় ধাপে আপনাকে ওয়েবসাইট এর একেবারে বামদিকের সাইডবার এ মেনুতে ক্লিক করুন তারপর, এর মধ্যে ‘Job Seeker ‘ তে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনাকে ‘New Enrolment ‘ option এ লংকে ক্লিক করুন

৪. এরপর আপনাকে ‘Accept & Continue ‘ অপশন এ ক্লিক করুন।

৫. এর পরের ধাপে আপনার সামনে আসল ফর্ম চলে আসবে। যেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এই সব তথ্য এর মধ্যে আপনার ব্যাক্তিগত পরিচয়,শিক্ষাগত যোগ্যতা,শারীরিক মাপজোক ,ভাষাজ্ঞান সম্পর্কে বিষয় জানতে চাওয়া হয়।

. এই ফর্ম ফপূর্ণ করার পর আপনার কাছে একটি ‘Temporary Enrolment No ‘ আসবে যেটিকে আপনাকে ২-৩ কপি প্রিন্ট করে রেখে দিতে হবে।

এর পর ৬০ দিনের মধ্যে আপনাকে এই ‘Temporary Enrolment No ‘ এর প্রিন্টআউট,আর যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনাকে আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস এ যোগাযোগ করতে হবে। আপনার সমস্ত তথ্য যাচাই করে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এ এর পর এক্সচেঞ্জ অফিস,আপনার id ,পাসওয়ার্ড দিয়ে দেবে এটি ব্যাবহার করে আপনি আপনার বেকার ভাতার যাবতীয় বিষয় দেখতে পারবেন।

বেকার ভাতা আবেদন ফরম, বেকার ভাতার আবেদন করার নিয়ম, বেকার ভাতার আবেদন ফরম ২০২১, বেকার ভাতার জন্য আবেদন, বেকার ভাতা অনলাইন আবেদন, বেকার ভাতার আবেদন, বেকার ভাতা বাংলাদেশ আবেদন, বেকার ভাতার আবেদন ফরম, বেকার ভাতা ফরম pdf,

One thought on “বেকার ভাতা অনলাইন আবেদন ভারত

  1. আমার নাম মো ফজলুল হক এটা আমার বাবা একজন কৃষক মাথা গৃহীনি আমি ইন্টার পাস করে বসে আছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *