শিক্ষা অনুদান ২০২৩ আবেদনের নিয়ম

অনুদানের টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে (www.shed.gov.bd) অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি শিক্ষা অনুদান ২০২১ আবেদনের নিয়ম এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে  পড়তে থাকুন নিম্নে দেওয়া তথ্য গুলি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রায় প্রতি বছরই শিক্ষাখাতের সমৃদ্ধি আর উন্নতির জন্য বহু অর্থ ব্যয় করে থাকে। শিক্ষা মানুষের মৌলিক চাহিদা হওয়ায় কেউ যাতে এই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তাই সরকার অভাবী, দুঃস্থ মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য বিভিন্ন বৃত্তি ও শিক্ষা অনুদান ২০২১ কর্মসূচি গ্রহণ করে থাকে।

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়ঃ  এখন সার্কুলার নাই

শিক্ষা অনুদান ২০২১ আবেদনের নিয়ম

 শিক্ষা অনুদান ২০২১ আবেদনের নিয়ম

শিক্ষা অনুদান বা বৃত্তি হল শিক্ষার্থীদের পড়ালেখার সাহায্যের জন্য এক ধরনের আর্থিক পুরস্কার। যা শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় সুবিধার জন্য সরকার কর্তৃক শিক্ষার্থীদের প্রদান করা হয়ে থাকে। এই শিক্ষা অনুদান শুধুমাত্র আর্থিক ভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের কেই প্রদান করা হয় না বরং বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এই অনুদান প্রদান করা হয়। যেমন,মানদন্ডের মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষার্থীর মেধা, সাফল্য, সৃজনশীলতা, বুদ্ধিবৃত্তির বিকাশ, কারিগরি দক্ষতা, সৃষ্টিশীল চিন্তা-ভাবনা ইত্যাদি যার দ্বারা প্রকাশ পায় এবং কীভাবে বা কোন উপায়ে একজন শিক্ষার্থী নিজেকে সমৃদ্ধ করতে পারে। এছাড়াও এই শিক্ষা অনুদান মেধা-ভিত্তিক, প্রয়োজন-ভিত্তিক, শিক্ষার্থী-ভিত্তিক, কর্মজীবন-ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক ভাবে দেওয়া হয়ে থাকে।

শিক্ষা অনুদানের আবেদন করার নিয়মঃ

১) আবেদনের করতে হবে অন লাওনের মাধ্যমে।

২) আবেদনের লিংক (https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611115830 ) ক্লিক করুন। তারপর নিবন্ধন অপশনে ক্লিক করে সচল মোবাইল নম্বর ও পূর্ণ নাম দিয়ে নিবন্ধন সম্পূর্ন করুন।

৩) আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।

৪) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট করে পুনরায় আবেদন শুরু করা যাবে।

৫) আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।

৬) একে একে আপনার সকল তথ্য দিন এবং ফরমটি সম্পর্ন হলে আবেদনটি আপলোড করে আবেদন সম্পন্ন করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সমূহঃ

১) বর্তমানে যে শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেখান থেকে প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের  স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র।

২)  নিজের আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদের নম্বর।

৩) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর

৪) ইমেইল এড্রেস

৫) সচল মোবাইল নম্বর (অবশ্যই নগদ একাউন্ট সচল থাকতে হবে! নাহ থাকলে,খুলে নিবেন)

আবেদনে করার নমুনাঃ

প্রথমে আপনাকে উক্ত লিংকে ঢুকে আবেদনে করুন এখানে ক্লিক করুন। নতুন একটি সাইটে চলে যাবেন , তখন আপনাকে আপনার মোবাইল নাম্বার, ইমেইল ও নাম দিয়ে নিবন্ধন করতে হবে। আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে একটা পিন আসবে সেই পিন দিয়ে আপনার আইডিটি কনফার্ম করতে হবে।

আবেদন করতে হলে যা আপনাকে পূরন করতে হবে।

বিভাগ সমূহ , জেলা সমূহ , উপজেলা সমূহ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম,

শিক্ষার্থীর নাম (ইংরেজি), শিক্ষার্থীর নাম (বাংলায়), শিক্ষার্থীর রোল নম্বর (ইংরেজি), শিক্ষার্থীর শ্রেণী, শিক্ষার্থীর জন্মতারিখ,

মোবাইল নম্বরটি ১১ সংখ্যার হতে হবে, এই নম্বরে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে, শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, অন্যান্য বৃত্তি থাকলে,

অভিভাবকের নাম, পিতার নাম, পিতার পেশা , মাতার নাম, মাতার পেশা, পরিবারের মোট সদস্য সংখ্যা, মাসিক পারিবারিক আয়, শিক্ষার্থীর এনআইডি / জন্ম নিবন্ধন নং, ই-মেইল,

শারীরিক ও মানসিক অক্ষমতা থকে, বিশেষ দ্রষ্টব্য – শারীরিক ও মানসিক অক্ষামতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি প্রদান করতে হবে।

আবেদনের কারণ সমূহ, আবেদনের যৌক্তিকতা , সংযুক্তি কারণ লিখবেন –


শিক্ষা অনুদান ২০২১, শিক্ষা অনুদানের জন্য আবেদন, শিক্ষা অনুদান আবেদন ২০২১, শিক্ষা অনুদান ২০২১ আবেদনের নিয়ম, শিক্ষা অনুদান ২০২১ শেষ তারিখ, শিক্ষা অনুদান অনলাইন আবেদন, শিক্ষা অনুদান অনলাইন আবেদন ২০২১, শিক্ষা অনুদান অনলাইন আবেদন শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন ২০২১, শিক্ষা অনুদান আবেদন, শিক্ষা অনুদান আবেদনের শেষ তারিখ, শিক্ষা অনুদান আবেদন নিয়ম, শিক্ষা অনুদান আবেদন পত্র, শিক্ষা অনুদান আবেদন শেষ তারিখ, শিক্ষা অনুদান আবেদন ফরম ২০২১, শিক্ষা অনুদান এর আবেদন, শিক্ষা অনুদান খবর, শিক্ষা অনুদানের টাকা কবে দিবে, শিক্ষা অনুদানের শেষ তারিখ, শিক্ষা অনুদান নোটিশ, শিক্ষা অনুদান নিউজ, শিক্ষা অনুদান নিবন্ধন,

শিক্ষা অনুদান প্রাপ্তির জন্য আবেদন, শিক্ষা অনুদান পাওয়ার আবেদন, শিক্ষা অনুদান প্রথম আলো, শিক্ষা অনুদান পেতে কি কি লাগবে, শিক্ষা সহায়তা ফরম, শিক্ষা সহায়তা প্রাপ্তির আবেদন ফরম, শিক্ষা অনুদান ফরম ২০২১, শিক্ষা অনুদান ফরম পূরণ, শিক্ষা অনুদান ফর্ম, শিক্ষা অনুদান বা শিক্ষাবৃত্তি ২০২১, শিক্ষা অনুদান বৃত্তি, শিক্ষা অনুদান বিজ্ঞপ্তি, শিক্ষা অনুদান বাংলাদেশ, শিক্ষা বৃত্তি অনুদান ২০২১, শিক্ষা অনুদান লিংক, শিক্ষা অনুদান সময়সীমা, শিক্ষা অনুদান সময়, শিক্ষা অনুদান সময়সীমা বৃদ্ধি, শিক্ষা অনুদান সময় বৃদ্ধি, শিক্ষা সহায়তা অনুদান, শিক্ষা সহায়ক অনুদান, সরকারী শিক্ষা অনুদান ২০২১, শিক্ষা অনুদান আবেদন ফরম 2021,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *